মহুয়ার দেশ (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 66 দ্বাদশ শ্রেণী মহুয়ার দেশ (XII-BENGALI): – MCQ TEST মহুয়ার দেশ (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) অলস সূর্য ছবি এঁকে দেয় – (A) সন্ধ্যার জলস্রোতে (B) মেঘলা দুপুরে (C) সমুদ্রের ঢেউয়ে (D) আকাশজুড়ে 2 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) মহুয়ার গন্ধ নেমে আসবে – (A) কবির বাগানের ওপর (B) মহুয়ার দেশে (C) কবির দেহের ওপর (D) কবির ক্লান্তির ওপর 3 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) মহুয়ার দেশের মানুষের শরীরে ফুটে ওঠে – (A) সপ্রতিভতা (B) স্বাস্থ্য ও সাহস (C) উন্মত্ততা (D) অবসন্নতা 4 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) মহুয়ার দেশটি হল – (A) মেঘের কোলে (B) মেঘ – মন্থর (C) মেঘ – মদির (D) মেঘ – মধুর 5 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) কয়লাখনির গভীর বিশাল শব্দ ভেসে আসে – (A) জঙ্গলের ভিতর থেকে (B) মহুয়া বনের ধার থেকে (C) মহুয়া বনের ভিতর থেকে (D) নদীর ধার থেকে 6 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) ‘ মাঝে মাঝে শুনি ‘ – কী শোনা যায় ? (A) ধামসা – মাদলের আওয়াজ (B) কয়লাখনির গভীর বিশাল শব্দ (C) জঙ্গলের জন্তুদের ডাক (D) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস 7 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) কখন ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে আসে ? (A) সন্ধ্যার উজ্জ্বল স্তন্দ্বতায় (B) সন্ধ্যার নিবিড় অন্ধকারে (C) সন্ধ্যার স্নান দুঃস্বপ্নে (D) সন্ধ্যার অস্পষ্ট আলোয় 8 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) মহুয়ার দেশের ক্লান্ত মানুষের শরীরে লেগে আছে – (A) মাঠের কাদা (B) লাল মাটির দাগ (C) জঙ্গলের বিষাদ (D) ধুলোর কলঙ্ক 9 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) মহুয়া বনের ধারে রয়েছে – (A) কয়লাখনি (B) সাঁওতাল গ্রাম (C) নদী (D) মন্দির 10 / 10 Category: মহুয়ার দেশ (XII-BENGALI) ‘ গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ ‘ – কে এঁকে দেয় – (A) ডুবন্ত সূর্য (B) উদীয়মান সূর্য (C) অলস সূর্য (D) দুপুরের সূর্য Your score is Facebook