হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 75 দশম শ্রেণী হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ- MCQ TEST 1 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন ? (A) রোমুলাসকে (B) কাসকাকে (C) হেনরিয়েটাকে (D) ডরোথিকে 2 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকের মতে তিনিই হলেন দার্শনিক , যিনি – (A) দর্শনের অধ্যাপক (B) কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন (C) চোখে চশমা এঁটে বই পড়েন (D) ভাবের জগতে থাকেন 3 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকের অফিসে সবাই – (A) ফাঁকিবাজ (B) লেখক (C) ইঞ্জিনিয়ার (D) গম্ভীর 4 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন ? (A) মন্ত্রীমশাইকে (B) দারোগাবাবুকে (C) মাস্টারমশাইকে (D) পণ্ডিতমশাইকে 5 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকের লেখাকে ভালোবেসে ছাপার জন্য তৈরি করে দেন – (A) তাঁর অধস্তন কর্মচারী (B) তাঁর বন্ধু (C) তাঁর সহকর্মীরা (D) তাঁর সহকারী 6 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে ? (A) ফাউন্টেন পেনকে (B) খাগের কলমকে (C) বল – পেনকে (D) সব কলমকে 7 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক যে – অফিসে কাজ করতেন , সেটি হল – (A) সরকারি অফিস (B) পত্রিকা অফিস (C) সওদাগরি অফিস (D) বেসরকারি অফিস 8 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক ছোটোবেলায় থাকতেন— (D) বিদেশে (A) গ্রামে (B) শহরে (C) মফস্সলে 9 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) অক্ষরজ্ঞানহীনকে লোকে বলে – (A) অশ্বের কীবা দিন কীবা রাত (B) ক অক্ষর গোমাংস (C) কুয়োর ব্যাং (D) চোখ থাকতেও অন্ধ 10 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ছোটোবেলায় লেখকদের লেখালেখির প্রথম উপকরণগুলি ছিল – (A) খাগের কলম , মাটির দোয়াত , ভূর্জপত্র , ভেষজ কালি (B) পালকের কলম , তুলট কাগজ , কাচের দোয়াত , ঘরে বানানো কালি (C) বাঁশের কলম , মাটির দোয়াত , কলাপাতা , ঘরে তৈরি কালি (D) স্লেট , পেনসিল Your score is Facebook