হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 9 দশম শ্রেণী হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ- MCQ TEST 1 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ‘ বাবু কুইল ড্রাইভারস ‘ কথাটি বলেছেন— (A) লর্ড বেন্টিঙ্ক (B) লর্ড কার্জন (C) উইলিয়াম কেরি (D) হেস্টিংস 2 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) প্রথম দিকে লেখা শুকনো করা হত – (A) ব্লটিং পেপার দিয়ে (B) শুকনো বালি দিয়ে (C) চক দিয়ে (D) কাপড়ের টুকরো দিয়ে 3 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় – (A) ব্রোঞ্জের শলাকা (B) বল – পেন (C) ফাউন্টেন পেন (D) কুইল বা পালকের পেন 4 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকের অফিসে সবাই – (A) ফাঁকিবাজ (B) লেখক (C) ইঞ্জিনিয়ার (D) গম্ভীর 5 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কার ছবিতে সামনে দোয়াতে গোঁজা পালকের কলম দেখা যায় ? (A) দেবী সরস্বতীর (B) রবীন্দ্রনাথের (C) উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের (D) বিদ্যাসাগরের 6 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ‘ বাবু কুইল ড্রাইভারস ‘ কথাটি কাদের বলা হত ? (A) গরম গরম ইংরেজি বলা বাঙালি সাংবাদিকদের (B) সরল হিন্দি ভাষায় কথা বলা সাংবাদিকদের (C) ভাঙা ভাঙা হিন্দিভাষী সাংবাদিকদের (D) সাবলীল বাংলাভাষী সাংবাদিকদের 7 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ছোটোবেলার কালি তৈরি করতে লেখকদের সাহায্য করতেন— (A) মা – পিসি – দিদিরা (B) বাবা – কাকা – দাদারা (C) স্কুলের মাস্টারমশাইরা (D) বন্ধুবান্ধবরা 8 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) বিদেশে উন্নত ধরনের টেকসই নিব তৈরি হত – (A) বাঁশ বা কঞ্চি কেটে (B) পালক কেটে (C) গোরুর শিং বা কচ্ছপের খোল কেটে (D) প্ল্যাটিনাম কেটে 9 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কুইল হল – (A) খাগের কলম (B) খাগড়ার কলম (C) পালকের কলম (D) কঞ্চির কলম 10 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানোর পারিশ্রমিক ছিল – (A) আটআনা (B) ষোলোআনা (C) বারোআনা (D) চারআনা Your score is Facebook