হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 308 দশম শ্রেণী হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ- MCQ TEST 1 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক কঞ্চির কলমকে ছুটি দেন – (A) শহরে হাই স্কুলে ভরতির পর (B) কলেজে ওঠার পর (C) এমএ পরীক্ষার সময় (D) চাকরিতে ঢোকার পর 2 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কাঠের উনুনে রান্নার ফলে কড়াইয়ের তলায় জমত— (A) কালি (B) তেল (C) কাঠের গুঁড়ো (D) ছাই 3 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ছোটোবেলার কালি তৈরি করতে লেখকদের সাহায্য করতেন— (A) মা – পিসি – দিদিরা (B) বাবা – কাকা – দাদারা (C) স্কুলের মাস্টারমশাইরা (D) বন্ধুবান্ধবরা 4 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) দেশে সবাই সাক্ষর না হলেও কলম এখন – (A) অস্পৃশ্য (B) সর্বজনীন (C) দুর্লভ (D) মহার্ঘ 5 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকরা ছোটোবেলায় কলম তৈরি করতেন – (A) পাখির পালক দিয়ে (B) নলখাগড়া দিয়ে (C) হাড় দিয়ে (D) রোগা বাঁশের কঞ্চি দিয়ে 6 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) জ্ঞানাঞ্জন শলাকা আসলে – (A) কাজল পরার কাঠিবিশেষ (B) কলম (C) পেনসিল (D) হাড় থেকে তৈরি পেনবিশেষ 7 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ‘ কায়স্থ ‘ আর ‘ রাজপুত ‘ – কে চেনা যায় যথাক্রমে – (A) কলম ও গায়ের রঙে (B) কলম ও গোঁফে (C) আভিজাত্য ও গোঁফে (D) দেশপ্রেম ও সত্যবাদিতায় 8 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ফাউন্টেন পেনের বাংলা নাম ‘ ঝরনা কলম ‘ দেন – (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (B) রবীন্দ্রনাথ ঠাকুর (C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 9 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হত – (A) স্টেনোগ্রাফার (B) ক্যালিগ্রাফিস্ট (C) টাইপিস্ট (D) জার্নালিস্ট 10 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ‘ অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন । তিনি হলেন – (A) সত্যজিৎ রায় (B) অন্নদাশঙ্কর রায় (C) রাজশেখর বসু (D) সুবোধ ঘোষ Your score is Facebook