অদল বদল: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 356 দশম শ্রেণী অদল বদল: দশম শ্রেণী বাংলা- MCQ TEST অদল বদল: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: অদল বদল (X-BENGALI) ” এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন ।’— উনি বলতে বোঝানো হয়েছে (A) ইসাবের মা (B) অমৃতের বাবা (C) ইসাবের বাবা (D) অমৃতের মা 2 / 10 Category: অদল বদল (X-BENGALI) ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল— (A) তিন ইঞ্চি (B) চার ইঞ্চি (C) ছ – ইঞ্জি (D) পাঁচ ইঞ্চি 3 / 10 Category: অদল বদল (X-BENGALI) ‘ গড়ন্ত ‘ শব্দের অর্থ হল – (A) পড়াশোনা করছে এমন (B) পতনোন্মুখ (C) শেষ হয়ে আসছে এমন (D) পরিত্যক্ত 4 / 10 Category: অদল বদল (X-BENGALI) সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল ‘ – কারণ – (A) ইসাব তাদের মারবে (B) অমৃত তাদের মারবে (C) কালিয়া তাদের মারবে (D) কালিয়ার বাবা – মা তাদের মারবে 5 / 10 Category: অদল বদল (X-BENGALI) অমৃত একেবারেই গররাজি ছিল – (A) জামা ছিঁড়তে (B) স্কুলে যেতে (C) ইসাবের সঙ্গে কুস্তি লড়তে (D) মার খেতে 6 / 10 Category: অদল বদল (X-BENGALI) অমৃত ও ইসাবের জামা যে যে দিক থেকে একরকম ছিল (A) রং , ছাপা ও ঝুল (B) রং , মাপ , কাপড় (C) মাপ , ঝুল ও কাপড় (D) ছাপা , ঝুল ও কাপড় 7 / 10 Category: অদল বদল (X-BENGALI) ‘ ওরা ভয়ে কাঠ হয়ে গেল । ওদের ভয় পাওয়ার কারণ (A) জামা ছিঁড়ে যাওয়া (B) শাস্তি পাওয়া (C) বাবার হাতে মার খাওয়া (D) সবকটিই 8 / 10 Category: অদল বদল (X-BENGALI) ‘ অদল বদল ‘ যে – দুই বন্ধুর গল্প , তাদের নাম হল (A) অমৃত ও ইরফান (B) অমিত ও ইরফান (C) অমৃত ও ইসাব (D) অমিত ও ইসাব 9 / 10 Category: অদল বদল (X-BENGALI) অমৃত ও ইসাবের কাছে নতুন যে – জিনিসটি ছিল , তা হল— (A) জামা (B) প্যান্ট (C) বই (D) বল 10 / 10 Category: অদল বদল (X-BENGALI) ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল – (A) শান বাঁধানো ফুটপাথে (B) ইসাবের বাবার গোয়ালঘরে (C) খোলা মাঠে (D) দুই বাড়ির মাঝখানে Your score is Facebook