আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 303 দশম শ্রেণী আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল , সে হল – (A) দুর্গমের রহস্য (B) দৃষ্টি – অতীত জাদু (C) যুগান্তরের কবি (D) রুদ্র সমুদ্রের বাহু 2 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) প্রকৃতির দৃষ্টি – অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল , তা হল – (A) বিভীষিকা (B) অসন্তোষ (C) ক্রন্দন (D) মন্ত্র 3 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন , কারণ— (A) আফ্রিকার লোকেদের গায়ের রং কালো (B) আফ্রিকা জঙ্গলাকীর্ণ (C) আফ্রিকায় ছ – মাস রাত্রি থাকে (D) মানচিত্রে আফ্রিকাকে কালো বিন্দুর মতো লাগে 4 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) ‘ প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস’— ‘ প্রদোষ ‘ শব্দের অর্থ – (A) ভোর (B) রাত্রি (C) দুপুর (D) সন্ধ্যা 5 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) ‘ আফ্রিকা ‘ কবিতায় ‘ ওরা ’ এল— । (A) লোহার হাতকড়ি নিয়ে (B) মানুষ – ধরার দল নিয়ে (C) অরণ্যপথে (D) সমুদ্রপারে 6 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) ‘ এল ওরা লোহার হাতকড়ি নিয়ে — ওরা হল – (A) ভারতীয় (B) আমেরিকান (C) ইউরোপীয় (D) জংলি উপজাতি 7 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) যারা কাঁটা – মারা জুতো পরেছিল , তারা হল— (A) দস্যু (B) নেকড়ে (C) মানুষ – ধরার দল (D) পশু 8 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) কে শঙ্কাকে হার মানাতে চাইছিল ? (A) কবি (B) আফ্রিকা (C) রুদ্র সমুদ্রের বাহু (D) দৃষ্টি – অতীত জাদু 9 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) অরণ্যপথে ধূলি পঙ্কিল হল – (A) রক্তে মিশে (B) অশ্রুতে মিশে (C) ঘামে ভিজে (D) রক্তে – অশ্রুতে মিশে 10 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) আফ্রিকা চিনেছিল জল – স্থল – আকাশের – (A) দুর্বোধ সংকেত (B) দুর্গমের রহস্য (C) জাদু (D) বিদ্রূপ Your score is Facebook