আমি দেখি (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 28 দ্বাদশ শ্রেণী আমি দেখি (XII-BENGALI): – MCQ TEST আমি দেখি (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) কবি ‘ আমি দেখি ‘ কবিতায় বারবার গাছগুলো তুলে আনার কথা বলেছেন — (A) বাগানে বসানোর প্রয়োজনে (B) কেটে ফেলার প্রয়োজনে (C) ঘর সাজানোর প্রয়োজনে (D) জঙ্গল রক্ষা করার তাগিদে 2 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) ‘ তাই বলি ‘ — কবি বলতে চেয়েছেন – (A) গাছগুলি রোপণ করো (B) গাছগুলি উপড়ে ফেল (C) আগাছা সাফাই করো (D) গাছ তুলে আনো 3 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) কবি বহুদিন যেতে পারেননি— (A) সমুদ্রে (B) মরুভূমিতে (C) জঙ্গলে (D) পাহাড়ে 4 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) কবির একমাত্র দরকার বলে মনে হয়েছে – (A) গাছ দেখা (B) সমুদ্রের কল্লোল (C) আকাশ দেখা (D) জঙ্গলে হাটা 5 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) ‘ আমি দেখি ’ শব্দবন্ধটির মধ্যে প্রচ্ছন্ন আছে— (A) দু – চোখ ভরে দেখার আকুতি (B) এ জীবনকে দু – চোখ ভরে দেখার প্রার্থনা (C) গাছের সবুজ সজীবতাকে দেখার ও উপলব্ধি করার আকুতি (D) চারপাশের নাগরিক জীবনকে দেখার ও আবিষ্কার করার কামনা 6 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) ‘ চোখ তো সবুজ চায় । / দেহ চায়’— (A) সবুজ পাতা (B) সবুজ বাগান (C) সবুজ ঘাস (D) সবুজ উঠান অথবা 7 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) ‘ দেহ চায় ‘ — দেহ কী চায়— (A) গাছ (B) বাগান (C) সবুজ ঘাস (D) সবুজ বাগান 8 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) ‘ আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ‘ বলতে কবি বুঝিয়েছেন— (A) গাছগাছড়ার ওষুধে মানুষের রোগ – ব্যাধি সারে (B) প্রাচীন আয়ুর্বেদিক ওষুধেই আধুনিক রোগ – ব্যাধি জব্দ (C) সবুজ রঙে মানুষের অসুস্থতা দূর হয় (D) নাগরিক জীবনের ক্লান্তি – অসুস্থতা থেকে গাছপালার সবুজ আনে মুক্তির আশ্বাস 9 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) ‘তাই বলি । ‘— বক্তা বলতে চান – (A) ‘ বহুদিন জঙ্গলে কাটেনি দিন ‘ (B) ‘ বহুদিন জঙ্গলে যাইনি ‘ (C) ‘ গাছ তুলে আনো বাগানে বসাও (D) ‘ বহুদিন শহরেই আছি ‘ 10 / 10 Category: আমি দেখি (XII-BENGALI) কবি বলেছেন , গাছগুলো তুলে এনে – (A) টবে বসাও (B) জঙ্গলে লাগাও (C) নদীতে ভাসাও (D) বাগানে বসাও Your score is Facebook