কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 435 দ্বাদশ শ্রেণী কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ ওটা পাশবিক স্বার্থপরতা ।’- মৃত্যুঞ্জয়ের মতে পাশবিক স্বার্থপরতাটি হল (A) দুর্ভিক্ষের সীমাহীন যন্ত্রণায় মর্মাহত না – হওয়া (B) বেঁচে থাকার প্রয়োজনে যথাযথ খাবার খাওয়ার মানসিকতা (C) সরকারি রিলিফ ওয়ার্কের গুণগান (D) সংসারের প্রতি অত্যধিক মনোযোগ 2 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে । – সহকর্মী নিখিলের এ কথা মনে হয়েছিল কারণ – (A) মৃত্যুঞ্জয় আর্তনাদ করে উঠেছিল (B) মৃত্যুঞ্জয়ের মর্মাহত অবস্থা ( C) মৃত্যুঞ্জয়কে সে আরও কয়েকটি প্রশ্ন করেছিল (D) মৃত্যুঞ্জয়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থা ছিল না 3 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) চোখ বুলিয়ে নজরে পড়ল’- নিখিলের নজরে পড়ল – (A) ফুটপাথে অনাহারে মৃত মানুষের ছবি (B) গোটা কুড়ি মৃতদেহকে যথাযথভাবে সদ্গতির ব্যবস্থা না করার হা – হুতাশ (C) সরকারি রিলিফ ওয়ার্কের প্রশংসা (D) দুর্ভিক্ষপীড়িত মানুষের দুরবস্থার কথা 4 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ নিখিলকে বার বার আসতে হয় ।’– এর কারণ— (A) মৃত্যুঞ্জয়ের শারীরিক অসুস্থতা (B) টুনুর মায়ের শারীরিক অসুস্থতা (C) মৃত্যুঞ্জয় , টুনুর মা ও তাদের প্রতি নিখিলের দরদ এবং দায়বদ্ধতা (D) মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়ের প্রতি নিখিলের ভালোবাসা 5 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) প্রতিমাসে ধার করছিস ।’- নিখিলের এমন কথা বলার কারণ – (A) মৃত্যুঞ্জয় ছিল অমিতব্যয়ী (B) মৃত্যুয়ের অফিসে অনেক দেনা ছিল (C) মৃত্যুঞ্জয়ের মাইনের টাকায় মাস চলত না (D) মৃত্যুঞ্জয়ের অসুস্থতার কারণে অনেক খরচ হত 6 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।’— এমন বলার কারণ – (A) কয়েকজন মানুষের কৃপা – করুণায় খাদ্যাভাব মেটে না (B) এ অনেকটা একজনের বদলে আর একজনকে খাওয়ানো (C) সকলে সমান স্বার্থত্যাগী নয় (D) আসলে এটাও এক ধরনের স্বার্থপরতা 7 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ কিন্তু সেটা হয় অনিয়ম ।’— এখানে ‘ অনিয়ম ‘ বলতে বোঝানো হয়েছে – (A) রূঢ় বাস্তবকে গ্রাহ্য করা (B) সংসার ছেড়ে রিলিফ ওয়ার্কে অংশ নেওয়া (C) রুঢ় বাস্তব নিয়মকে উলটে মধুর আধ্যাত্মিক নীতিতে রূপান্তরিত করা (D) রূঢ় বাস্তব কিংবা আধ্যাত্মিক আদর্শ উভয়কেই বর্জন করা 8 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ বাড়িটাও তার শহরের ‘ — মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের— (A) বস্তি এলাকায় (B) ঘনবসতিপূর্ণ কেন্দ্রস্থলে (C) নিরিবিলি অঞ্চলে (D) শহরতলিতে 9 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) “ কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকত ? ‘ — এখানে নিখিল ‘ স্বার্থপরতা ‘ বলতে বোঝাতে চেয়েছে – (A) আত্মকেন্দ্রিকতা (B) আত্মসর্বস্বতা (C) নিজের অধিকারবোধ সম্পর্কে সচেতনতা (D) পরের অধিকারবোধ সম্পর্কে সচেতনতা 10 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ আনমনে অর্ধ – ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় ।’ মৃত্যুন্বয়ের এই আর্তনাদের কারণ – (A) অনাহারে একজনকে মরে যেতে দেখে সে দুঃখ পেয়েছে (B) অনাহারে একজনকে মরে যেতে দেখে সে ভয় পেয়েছে (C) অনাহারে মৃত মানুষটিকে সে স্বপ্নে দেখেছে (D) অনাহারে মৃত মানুষটি ছিল তার অত্যন্ত পরিচিত Your score is Facebook