কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 401 দ্বাদশ শ্রেণী কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মৃত্যুঞ্জয়ের বৈবাহিক জীবন— (A) আট বছরের (B) সাত বছরের (C) ছ – বছরের (D) ন – বছরের 2 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে – (A) দশজন লোক (B) সাতজন লোক (C) পাঁচজন লোক (D) ন – জন লোক 3 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ তা সে অন্ন __ (A) হাজার (B) একশো (C) লক্ষ (D) বিশ 4 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে’- এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে– (A) মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে (B) রাগী জ্ঞানশূন্য উদ্ভ্রান্ত মানুষের সঙ্গে (C) অসুস্থ রুগির সঙ্গে (D) শার্শিতে আটকানো মৌমাছির সঙ্গে 5 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন ।’— মৃত্যুঞ্জয়ের এই মুষড়ে যাওয়ার কারণ (A) অন্তর্মনের হতাশা (B) শারীরিক অসুস্থতা (C) স্ত্রীর অসুস্থতা (D) অফিসের অশান্তি 6 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) নিখিল পাঁচ টাকা করে সাহায্য কমিয়ে নেওয়ার কথা ভেবেছিল , কারণ— (A) রিলিফ ফান্ডে দেবে বলে (B) আকালের সময় পেরিয়ে যাওয়ায় আর সাহায্যের প্রয়োজন নেই (C) অফিসে মন্দার কারণে নিখিলের মাইনে বন্ধ হয়ে গিয়েছিল (D) মৃত্যুঞ্জয় সেখানে পুরো মাইনে পাঠাতে শুরু করেছিল 7 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) “ কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকত ? ‘ — এখানে নিখিল ‘ স্বার্থপরতা ‘ বলতে বোঝাতে চেয়েছে – (A) আত্মকেন্দ্রিকতা (B) আত্মসর্বস্বতা (C) নিজের অধিকারবোধ সম্পর্কে সচেতনতা (D) পরের অধিকারবোধ সম্পর্কে সচেতনতা 8 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল ? (A) একবেলার খাবার বিলিয়ে দিতে (B) মাইনের অর্থ দান করতে (C) আর্থিক সাহায্য করতে (D) মৃতুঞ্জয়ের খেয়াল রাখতে 9 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) নিখিলের মতে পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে হল – (A) বেদনা (B) আনন্দ (C) অবসাদ (D) দরদ 10 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ একটা কাজ করে দিতে হবে ভাই’— এখানে উল্লিখিত কাজটি ছিল— (A) মানি অর্ডারে টাকা পাঠানো (B) অফিসে কিছু বাড়তি দায়িত্ব পালন (C) সাংসারিক বিষয়ে বিশেষ উপকার (D) মাইনের পুরো টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসা Your score is Facebook