জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 353 দশম শ্রেণী জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন ক’দিন ।’— মেসোর শ্বশুরবাড়িতে এসে থাকার কারণ (A) তাঁর গরমের ছুটি চলছিল (B) তাঁর সেখানে কাজ ছিল (C) তিনি নিরিবিলিতে গল্প লিখতে চেয়েছিলেন (D) তপন তাঁকে থাকতে অনুরোধ করেছিল 2 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) সাধারণত তপনের বয়সি ছেলেমেয়েদের লেখা গল্পের বিষয় হয় – (A) রুপকথা (B) ভৌতিক ঘটনা (C) খুন – জখম – অ্যাকসিডেন্ট অথবা না – খেতে পেয়ে মরে যাওয়া । (D) ব্যাক্তিগত অভিজ্ঞতা 3 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা করা দরকার , তা – (A) নতুন করে লেখা (B) টাইপ করিয়ে নেওয়া (C) একটু কারেকশন করা (D) পরিষ্কার হাতের লেখায় লেখা 4 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো ? — এ কথা বলেছেন (A) মা ছোটোমাসিকে (B) ছোটোমাসি মাকে (C) ছোটোমাসি তপনকে (D) ছোটোমেসো তপনকে 5 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন – দিনটিকে সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল , সেটি ছিল (A) ছোটোমাসির বিয়ের দিন (B) মামাবাড়িতে আসার দিন (C) নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিন (D) মামাবাড়ি থেকে চলে যাওয়ার দিন 6 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ।’- কথাটা হল (A) তপনের মামা একজন লেখক (B) তপনের লেখা ছাপা হয়েছে (C) তপনের মেসো একজন লেখক (D) সবাই তপনের গল্প শুনে হেসেছে 7 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ রত্নের মূল্য জহুরির কাছেই ।’ — এখানে ‘ রত্ন ‘ ও ‘ জহুরি ‘ হল – (A) তপন ও ছোটোমাসি (B) তপন ও ছোটোমেসো (C) তপন ও ‘ সন্ধ্যাতারা ‘ – র সম্পাদক (D) তপন ও মেজোকাকু ‘ 8 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ছোটো মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন ? (A) এমন চমৎকার গল্প আগে কখনও পড়েননি (B) এই গল্পটাই একটু ‘ কারেকশান ‘ করতে হবে (C) তোমার এখন পড়াশোনা করার বয়স , তাই করো (D) গল্পটা পড়ে যদি ভালো লাগে তাহলে ছাপাতে দেবেন 9 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন (A) অভিনেতা (B) চিত্রপরিচালক (C) খেলোয়াড় (D) লেখক 10 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ তোমার গল্প তো দিব্যি হয়েছে । যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে , সে হল – (A) তপন (B) ছোটোমেসো (C) ছোটোমাসি (D) ছোটোমামা Your score is Facebook