দশম শ্রেণী বাংলা – MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 30 দশম শ্রেণী দশম শ্রেণী বাংলা – MCQ TEST দশম শ্রেণী বাংলা – MCQ TEST 1 / 30 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ তার চেয়ে দুঃখের কিছু নেই , তার থেকে অপমানের ! ‘ — যে বিষয়ে কথা বলা হয়েছে , তা হল— (A) নিজের গল্প ছাপা না – হওয়া (B) নিজের গল্পে অন্যের ্যর লেখা লাইন পড়াশোন (C) বাড়ির লোকেদের ঠাট্টাতামাশা (D) নিজের গল্প লিখতে না – পারা 2 / 30 Category: অভিষেক (X-BENGALI) অম্বুরাশি – সুতা , ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে – (A) দেবী লক্ষ্মী (B) দেবী চণ্ডী (C) দেবী মনসা (D) দেবী দুর্গা 3 / 30 Category: বাংলা দশম শ্রেণী কথাটি শুনে তপনের চোখ কীরকম হয়ে গেল? রসগোল্লা ক্রিকেট বল ছানাবড়া মার্বেল 4 / 30 Category: অস্ত্রের বিরুদ্ধে গান (X-BENGALI) ‘ সহস্র উপায়ে ‘ শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে (A) অনেক উপায়ে (B) অল্প উপায়ে (C) মধ্যম উপায়ে (D) শাব্দিক উপায়ে 5 / 30 Category: অভিষেক (X-BENGALI) বৃহন্নলারূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন— (A) এক বিরাট পুত্র (B) পবনপুত্র (C) রাবণপুত্র (D) চিত্রাঙ্গদাপুত্র 6 / 30 Category: অসুখী একজন (কবিতা)(X-BENGALI) ‘ তারপর যুদ্ধ এল – (A) রক্তের সমুদ্রের মতো । ‘ (B) আগ্নেয়পাহাড়ের মতো (C) পাহাড়ের আগুনের মতো (D) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো 7 / 30 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) প্রথম দিকে শুকনো বালি দিয়ে কালি শুকনো করলেও পরের দিকে তা করা হত – (A) ব্লটিং পেপার দিয়ে (B) চক দিয়ে (C) শুকনো কাপড় দিয়ে (D) কোনোটিই নয় 8 / 30 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) ‘ জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল , (A) প্রবল বর্ষণের জন্য (B) ভয়ংকরতার জন্য (C) বিরহবেদনার জন্য (D) উন্মত্ততার জন্য 9 / 30 Category: বাংলা ভাষায় বিজ্ঞান (X-BENGALI) সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন , তাতে অনেকে মুশকিলে পড়েছেন , কারণ— (A) তারা বাংলা জানেন না (B) তাঁরা ইংরেজি জানেন না (C) তাঁদের নতুন করে শিখতে হচ্ছে (D) তাঁরা বাংলা ভুলে গেছেন 10 / 30 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) ‘ কুত্তক ‘ ছদ্মনামে লেখা শঙ্খ ঘোষের রচনাগুলির নাম হল (A) শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা (B) দিনগুলি রাতগুলি , বাবরের প্রার্থনা (C) ছন্দময় জীবন , ভিন্ন রুচির অধিকার (D) এই শহরের রাখাল , ছন্দের বারান্দা 11 / 30 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) শৈশবে , কৈশোরে ও প্রথম যৌবনে মানুষ (A) ভালোমন্দের হিসেব করে নানা (B) বড়ো – ছোটোর হিসেব করে না (C) সাদা – কালোর হিসেব করে না (D) ন্যায় – অন্যায়ের হিসেব করে 12 / 30 Category: পথের দাবী (X-BENGALI) ‘ বুড়োমানুষের কথাটা শুনো ।’- ‘ বুড়ো মানুষটি হলেন (A) জগদীশবাবু (B) অপূর্ব (C) গিরীশ মহাপাত্র (D) নিমাইবাবু 13 / 30 Category: আফ্রিকা (X-BENGALI) কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল ? (A) উপেক্ষার আবিল দৃষ্টি (B) মানুষের শুভবুদ্ধি (C) সভ্যের বর্বর লোভ (D) আফ্রিকার মানবরূপ 14 / 30 Category: আফ্রিকা (X-BENGALI) নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন , কারণ— (A) বিভীষিকার প্রচণ্ড মহিমা (B) সভ্যের বর্বর লোভ (C) নিজের প্রতি অসন্তোষ (D) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত 15 / 30 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকরা ছোটোবেলায় কলম তৈরি করতেন – (A) পাখির পালক দিয়ে (B) নলখাগড়া দিয়ে (C) হাড় দিয়ে (D) রোগা বাঁশের কঞ্চি দিয়ে 16 / 30 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ধূমকেতুকে ‘ জ্বালামুখী ‘ বলার কারণ হল – (A) ধূমকেতুর পুচ্ছটি ধূম্রনির্মিত (B) ধূমকেতু আগুন উদ্গিরণ করে (C) ধূমকেতু সবকিছু পুড়িয়ে দেয় (D) ধূমকেতু নিজে পুড়ে যায় 17 / 30 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় । এখানে যার কথা বলা হয়েছে , সে হল – (A) ছোটোমাসি (B) তপন (C) মেজোকাকু (D) মা 18 / 30 Category: অদল বদল (X-BENGALI) এমন সময়ে শুনতে পেল’ – (A) অমৃতের বাবা ইসাবকে ডাকছেন (B) ইসাবের বাবা অমৃতকে ডাকছেন (C) অমৃতের বাবা অমৃতকে ডাকছেন (D) ইসাবের বাবা ইসাবকে ডাকছেন 19 / 30 Category: পথের দাবী (X-BENGALI) ‘ তোমার চিন্তা নেই ঠাকুর ।’— ‘ ঠাকুর ‘ বলতে যাকে বোঝানো হয়েছে , তার নাম – (A) তেওয়ারি (B) তলওয়ারকর (C) নিমাইবাবু ( D) গিরীশ মহাপাত্র 20 / 30 Category: অস্ত্রের বিরুদ্ধে গান (X-BENGALI) ‘ অস্ত্রের বিরুদ্ধে গান ‘ কবিতার প্রথম পঙ্ক্তিটি হল— (A) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো পায়ে (B) ‘ গান বাঁধিবে সহস্ৰ উপায়ে (C) অস্ত্র রাখো , অস্ত্র ফ্যালো পায়ে ‘ (D) অস্ত্র ফ্যালো , অস্ত্র রাখো গানের দুটি পায়ে 21 / 30 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ দিব্য পুরী ‘ শব্দটির অর্থ হল – (A) সুন্দর প্রাসাদ (B) শপথ নিলাম (C) সুন্দর বাগান (D) দৈব মহিমা 22 / 30 Category: বহুরূপী (X-BENGALI) সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন— (A) একটা দশ টাকার নোট (B) একটা পঞ্চাশ টাকার নোট (C) একটা কুড়ি টাকার নোট (D) একটা একশো টাকার নোট 23 / 30 Category: বাংলা ভাষায় বিজ্ঞান (X-BENGALI) কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল – (A) ১৯৩৬ খ্রিস্টাব্দে (B) ১৯৪০ খ্রিস্টাব্দে (C) ১৯৩৫ খ্রিস্টাব্দে (D) ১৯৩২ খ্রিস্টাব্দে 24 / 30 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) শঙ্খ ঘোষ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ হল— (A) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে (B) অল্প বয়সে (C) কালের মাত্রা ও রবীন্দ্র নাটক (D) সুপুরিবনের সারি 25 / 30 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ কন্যারে ফেলিল যথা …’- এই ‘ কন্যা ‘ হলেন – (A) রত্নসেনের স্ত্রী পদ্মাবতী (B) পদ্মাবতীর পঞ্চম সখী (C) রত্নসেনের কন্যা পদ্মাবতী (D) সমুদ্রকন্যা পদ্মা 26 / 30 Category: অসুখী একজন (কবিতা)(X-BENGALI) ‘ অসুখী একজন ’ কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল – (A) কাঠকয়লা (B) সাপ (C) কয়লা (D) আগুন 27 / 30 Category: অদল বদল (X-BENGALI) _____ পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে । ‘ (A) বই (B) নতুন জামা (C) পুরস্কার (D) প্রশংসা 28 / 30 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) “ বিশ্বমায়ের আসন – (A) দুলে উঠেছে (B) ছিন্ন হয়েছে (C) পাতা হয়েছে (D) মহাকাল ধারণ করে রেখেছেন 29 / 30 Category: বহুরূপী (X-BENGALI) প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল— (A) একজন কাপালিক (B) একজন সন্ন্যাসী (C) একজন বাইজি (D) একটি পাগল 30 / 30 Category: বাংলা দশম শ্রেণী . ফাউন্টেন পেনের বাংলা নাম ঝরনা কলম—এটা কে দিয়েছিলেন? Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর Ⓑ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Ⓒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Ⓓ মধুসূদন দত্ত Your score is Facebook