নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 302 দশম শ্রেণী নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাঁদ বাঁচবে না – (A) ব্রিজ থেকে সরে না – গেলে (B) বউকে না – দেখতে পেলে (C) নদীকে না দেখলে (D) নদীর সঙ্গে না খেললে 2 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাঁদ যাকে ডেকে বলল ‘ আমি চললাম হে , সে হল তার (A) সহকর্মী (B) নতুন সহকারী (C) দারোয়ান চারটে (D) স্ত্রী 3 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল , উঠিল না । কারণ (A) সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসত (B) তার উঠতে ইচ্ছে করছিল না (C) এটা তার ছেলেমানুষি (D) সে নদীর শব্দ শুনছিল 4 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) ‘ নদেরচাঁদের মন হইতে ছেলেমানুষি আমোদ মিলাইয়া গেল ।’— কারণ (A) বৃষ্টিতে চারদিক আবছা হয়ে গেল (B) তার মনে ভয় উপস্থিত হল (C) তার ফিরতে দেরি হয়ে যাচ্ছিল (D) তার বউয়ের জন্য মনখারাপ করছিল 5 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) ঘণ্টা বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে ‘ (A) পাঁচেক (B) তিনেক (C) দুয়েক (D) খানেক 6 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) যে – প্যাসেঞ্জার ট্রেনটিকে নদেরচাঁদ রওনা করিয়ে — দিয়েছিল , তার সময় ছিল (A) চারটে পঁয়তাল্লিশ (B) পাঁচটা কুড়ি (C) চারটে আটচল্লিশ (D) পাঁচটা আটচল্লিশ 7 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) ব্রিজের ধারকস্তম্ভের উপাদানগুলি হল (A) পাথর ও বালি (B) ইট , সুরকি ও সিমেন্ট (C) মাটি ও পাথর (D) ইট , পাথর ও মাটি 8 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাঁদ হেঁটে যাচ্ছিল— (A) রেলের উঁচু বাঁধ দিয়ে (B) পাকা রাস্তা দিয়ে (C) নদীর পাড় দিয়ে (D) রেলব্রিজ দিয়ে 9 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল , তা হল (A) পুরোনো চিঠি (B) ঢাকা (C) পয়সা (D) কাগজের টুকরো 10 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) ‘ পারিলেও মানুষ মানুষ কি তাকে তাকে রেহাই দিবে ? – যার কথা বলা হয়েছে , তা হল – (A) বাঁধ (B) নদী (C) ব্রিজ (D) নদেরচাঁদ Your score is Facebook