নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 323 দশম শ্রেণী নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদীর চাঞ্চল্য ছিল ____ প্রকাশ (A) বর্ষণ – পুষ্ট মূর্তির (B) পরিপূর্ণতার আনন্দের (C) উন্মত্ততার (D) নূতন সজ্জিত শক্তির 2 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) যে – বছরে নদীর ক্ষীণ স্রোতধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল , সেই বছরটি ছিল – (A) অতিবৃষ্টির বছর (B) অনাবৃষ্টির বছর (C) দুর্ভিক্ষের বছর (D) বন্যার বছর 3 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) যে – ট্রেনটি নদেরচাঁদকে পিষে দিয়েছিল , সেটি ছিল— (A) ৩ নং আপ প্যাসেঞ্জার (B) ৫ নং ডাউন প্যাসেঞ্জার (C) ১০ নং আপ প্যাসেঞ্জার (D) ৭ নং ডাউন প্যাসেঞ্জার 4 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদীর স্রোত ফেনিল আবর্ত রচনা করে (A) ধারকস্তম্ভে বাধা পাওয়ায় (B) জল বেড়ে যাওয়ায় (C) বাঁধ নির্মাণ করায় (D) মুশলধারায় বৃষ্টির কারণে 5 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল— (A) বিরহবেদনা (B) আনন্দোচ্ছ্বাস (C) শোকবার্তা (D) সাংসারিক পরামর্শ 6 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদীর জন্য নদেরচাদের মায়াকে অস্বাভাবিক বলার কারণ হল (A) প্রাপ্তবয়স্কদের মধ্যে এই স্বভাব প্রায় দেখা যায় না (B) নদী প্রকৃতির একটি সাধারণ অঙ্গ (C) নদীর প্রতি এত মায়া পাগলামির লক্ষণ (D) উপরের সবকটিই 7 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) ‘ বড়ো ভয় করিতে লাগিল নদেরচাদের । ‘ – ভয়ের কারণ ছিল— (A) অন্ধকার (B) বৃষ্টি (C) নদীর প্রতিহিংসা (D) নদীর স্ফীতি 8 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) অবিরত বৃষ্টি হয়েছিল – (A) পাঁচ দিন ধরে (B) দু – দিন ধরে (C) তিন দিন ধরে (D) সাত দিন ধরে 9 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) ঘণ্টা বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে ‘ (A) পাঁচেক (B) তিনেক (C) দুয়েক (D) খানেক 10 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাঁদ বাঁচবে না – (A) ব্রিজ থেকে সরে না – গেলে (B) বউকে না – দেখতে পেলে (C) নদীকে না দেখলে (D) নদীর সঙ্গে না খেললে Your score is Facebook