পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 344 দশম শ্রেণী পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: পথের দাবী (X-BENGALI) ‘ বুড়োমানুষের কথাটা শুনো ।’- ‘ বুড়ো মানুষটি হলেন (A) জগদীশবাবু (B) অপূর্ব (C) গিরীশ মহাপাত্র (D) নিমাইবাবু 2 / 10 Category: পথের দাবী (X-BENGALI) যে – লোকটির প্রতি পুলিশের অত্যন্ত সন্দেহ ছিল , তাকে আটকে রাখা হয়েছে— (A) একটি ঘরে (B) গারদে (C) খাঁচায় (D) দড়ির বাঁধনে 3 / 10 Category: পথের দাবী (X-BENGALI) জগদীশবাবু পেশায় ছিলেন (A) তেলের কারখানার মিস্ত্রি (B) পুলিশ (C) ডাক্তার (D) পিয়াদা 4 / 10 Category: পথের দাবী (X-BENGALI) মহাপাত্রের সঙ্গে তার যেসব মালপত্র ছিল , তা হল (A) ভাঙা টিনের তোরা ও চাটাই জড়ানো ময়লা বিছানা (B) ভাঙা টিনের তোরা ও ছোটো – বড়ো পুঁটলি (C) টিনের তোরা ও একটি কাপড়ের ব্যাগ (D) একটি কাপড়ের ব্যাগ ও চাটাই জড়ানো ময়লা বিছানা 5 / 10 Category: পথের দাবী (X-BENGALI) ‘ এমনি তাদের অভ্যাস হয়ে গেছে । যা অভ্যাস হওয়ার কথা বলা হয়েছে , তা হল (A) সময়মতো খাওয়া (B) পুলিশের মার খাওয়া (C) অপমানিত হওয়া (D) বিশৃঙ্খলা 6 / 10 Category: পথের দাবী (X-BENGALI) পুলিশস্টেশনে মোটঘাট নিয়ে বসে থাকা বাঙালির সংখ্যা হল— (A) আট জন (B) ছ জন (C) পাঁচ জন (D) সাত জন 7 / 10 Category: পথের দাবী (X-BENGALI) জগদীশবাবু পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিদের যেসব জিনিস খুলে দেখছিলেন , তা হল (A) টিনের তোরঙ্গ (B) ছোটো – বড়ো পুঁটলি (C) টিনের তোরঙ্গ ও বিছানাপত্র (D) ঘটিনের তোরঙ্গ ও ছোটো – বড়ো পুঁটলি 8 / 10 Category: পথের দাবী (X-BENGALI) অথচ , গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে ।’— ‘ বুনো হাঁসের পিছনে ছুটোছুটি বলতে বোঝানো হয়েছে (A) শিকার করা (B) অসম্ভব কল্পনা করা (C) শারীরিক কারণে দৌড়োনো (D) অপ্রাপ্য বস্তুর চাহিদা 9 / 10 Category: পথের দাবী (X-BENGALI) বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন— (A) ভামো – তে (B) ম্যানডালে (C) উত্তর ব্রহ্মদেশে (D) রেঙ্গুনে 10 / 10 Category: পথের দাবী (X-BENGALI) কোথা থেকে গিরীশের দুই বন্ধুর আসার কথা ছিল ? (A) বর্মা থেকে (B) ভামো থেকে (C) রেঙ্গুন থেকে (D) এনাঞ্ঝাং থেকে Your score is Facebook