প্রলয়োল্লাস(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 159 দশম শ্রেণী প্রলয়োল্লাস(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST প্রলয়োল্লাস(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) যে ‘ ভেঙে আবার গড়তে জানে তার নাম হল – (A) প্রলয় – নেশার নৃত্যপাগল (B) জ্বালামুখী ধূমকেতু (C) বিশ্বমাতা (D) চিরসুন্দর 2 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ কৃপাণ ‘ শব্দটির অর্থ হল – (D) ছোরা (A) কিপটে (B) তরবারি (C) ঢাল 3 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ তোরা সব জয়ধ্বনি কর ।’— যাঁর জয়ধ্বনি করতে হবে , তিনি হলেন – (A) দেশনেতা (B) মহাকাল (C) দেশমাতা (D) প্রলয়ংকর শিব 4 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ মৃত্যু – গহন অন্ধকূপে ‘ বলতে কবি বুঝিয়েছেন— (A) কুসংস্কারগ্রস্ত সমাজ (B) রাত্রির অন্ধকার (C) ভীতিজনক স্থান (D) পরাধীন ভারত 5 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) চরাচর স্তব্ধ হওয়ার কারণ – (A) দিগন্তরের কাঁদন (B) জগৎজুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে (C) দেবতা বাঁধা যজ্ঞ – যুপে (D) অট্টরোলের হট্টগোলে 6 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ প্রলয়োল্লাস ‘ শব্দের অর্থ হল – (A) ধ্বংসের আনন্দ (B) ভয়ংকরের চণ্ডরূপ (C) রথঘর (D) দিগন্তের কাদন 7 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ধূমকেতুকে ‘ জ্বালামুখী ‘ বলার কারণ হল – (A) ধূমকেতুর পুচ্ছটি ধূম্রনির্মিত (B) ধূমকেতু আগুন উদ্গিরণ করে (C) ধূমকেতু সবকিছু পুড়িয়ে দেয় (D) ধূমকেতু নিজে পুড়ে যায় 8 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ প্রলয়োল্লাস ‘ কবিতায় ‘ তোরা সব জয়ধ্বনি কর ’ বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে ? (A) পনেরো বার (B) উনিশ বার (C) সতেরো বার (D) একুশ বার 9 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) কবি ‘ নূতনের কেতন ‘ বলেছেন – (A) দ্বাদশ রবির বহ্নিজ্বালা – কে (B) অট্টরোলের হট্টগোল – কে (C) বিশ্বমায়ের আসন – কে (D) কালবোশেখির ঝড় – কে 10 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ মুমূর্ষু ‘ শব্দের একটি প্রতিশব্দ হল – (A) অসুস্থ (B) উপবাসী (C) অর্ধমৃত (D) ভয়ংকর Your score is Facebook