বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 482 দশম শ্রেণী বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: বহুরূপী (X-BENGALI) লেখক ও তার বন্ধুরা কোন কোন সময়ে আড্ডা দিতেন ? (A) রাত্রে (B) সকাল – দুপুরে (C) রাতদিন (D) সকালসন্ধে 2 / 10 Category: বহুরূপী (X-BENGALI) জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল— (A) বারো লক্ষ টাকার (B) কুড়ি লক্ষ টাকার (C) আঠারো লক্ষ টাকার (D) এগারো লক্ষ টাকার 3 / 10 Category: বহুরূপী (X-BENGALI) রাগ হল এক ধরনের— (A) অনুভূতি (B) প্রবৃত্তি (C) রিপু (D) আচরণ 4 / 10 Category: বহুরূপী (X-BENGALI) ‘ বাসের যাত্রীরা কেউ হাসে , কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত ।’— বাসযাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ – (A) বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে (B) বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার (C) হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন (D) কাপালিক সেজে এলেও হরিদা কোনো পয়সা নেন না 5 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বড়ো চমৎকার ছিল কোন সময়ের চেহারা ? (A) রাতের (B) সকালের (C) সন্ধ্যার (D) ভোরের 6 / 10 Category: বহুরূপী (X-BENGALI) নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন— (A) জগদীশবাবু (B) ড্রাইভার কাশীনাথ (C) হরিদা (D) স্কুলের মাস্টারমশাই 7 / 10 Category: বহুরূপী (X-BENGALI) জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন , তা হল – (A) সোনার বোল (B) সোনার মল (C) সোনার আংটি (D) সোনার ঘুঙুর 8 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বিরাগী আসলে ছিলেন (A) হরিদা (B) জগদীশবাবু (C) সন্ন্যাসী (D) পাগল 9 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বাসের ড্রাইভারের নাম ছিল – (A) ভবতোষ (B) অনাদি (C) কাশীনাথ (D) জগদীশ 10 / 10 Category: বহুরূপী (X-BENGALI) দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল— (A) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে (B) পুলিশ সেজে (C) স্কুলের মাস্টারমশাই সেজে (D) বাউল সেজে Your score is Facebook