বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 454 দশম শ্রেণী বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: বহুরূপী (X-BENGALI) চাকর বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল – (A) একজন বাইজি (B) একটি উন্মাদ পাগল (C) একজন সন্ন্যাসী (D) একজন কাপালিক 2 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বিরাগী আসলে ছিলেন (A) হরিদা (B) জগদীশবাবু (C) সন্ন্যাসী (D) পাগল 3 / 10 Category: বহুরূপী (X-BENGALI) ভবতোষ চেঁচিয়ে উঠেছিল— (A) হরিদার বাঘ সাজা দেখে (B) জগদীশবাবুর টাকার পরিমাণ শুনে (C) বকশিশের কথা শুনে (D) হরিদার টাকা ত্যাগ করার কথায় 4 / 10 Category: বহুরূপী (X-BENGALI) সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন— (A) একটা দশ টাকার নোট (B) একটা পঞ্চাশ টাকার নোট (C) একটা কুড়ি টাকার নোট (D) একটা একশো টাকার নোট 5 / 10 Category: বহুরূপী (X-BENGALI) জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন , তা হল – (A) সোনার বোল (B) সোনার মল (C) সোনার আংটি (D) সোনার ঘুঙুর 6 / 10 Category: বহুরূপী (X-BENGALI) হরিদার ছোট্ট ঘরটির অবস্থান – (A) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে (B) চকের বাস স্ট্যান্ডের কাছে (C) দয়ালবাবুর লিচু বাগানে (D) জগদীশবাবুর বাড়ির বাগানে 7 / 10 Category: বহুরূপী (X-BENGALI) লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে ক – টি ছেলেকে ধরেছিলেন , তার সংখ্যা হল – (A) পাঁচ (B) চার (C) আট (D) ছয় 8 / 10 Category: বহুরূপী (X-BENGALI) লেখক ও তার বন্ধুরা কোন কোন সময়ে আড্ডা দিতেন ? (A) রাত্রে (B) সকাল – দুপুরে (C) রাতদিন (D) সকালসন্ধে 9 / 10 Category: বহুরূপী (X-BENGALI) ‘ খুব হয়েছে হরি , এইবার সরে পড়ো । অন্যদিকে যাও ।’ কথা বলেছে – (A) ভবতোষ (B) অনাদি (C) কাশীনাথ (D) জনৈক বাসযাত্রী 10 / 10 Category: বহুরূপী (X-BENGALI) যারা বহুরুপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয় – (A) এক আনা (B) এক পয়সা (C) এক টাকা (D) এক আনা দুআ – না Your score is Facebook