ভাত (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 185 দ্বাদশ শ্রেণী ভাত (XII-BENGALI): – MCQ TEST ভাত (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: ভাত (XII-BENGALI) উচ্ছবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল ? (A) ভজন চাকর (B) তান্ত্রিক (C) বাসিনী (D) ছোটো বউয়ের বাবা 2 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ তা দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল । ‘ –উচ্ছবের মাথায় হাত দেওয়ার কারণ – (A) তার সংসার মাটিতে লুটোপুটি যাচ্ছে (B) কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল (C) চন্নুনীর মায়ের সাড়া শব্দ নেই (D) বাসিনীর মনিব বাড়িতে প্রচুর ভাত 3 / 10 Category: ভাত (XII-BENGALI) গ্রামের লোকজন মৃতদের শ্রাদ্ধশাস্তি করার জন্য খবর দেয় – (A) মহানাম শতপথিকে (B) মহারাম শতপথিকে (C) সতীশ মিস্তিরিকে (D) উচ্ছবকে 4 / 10 Category: ভাত (XII-BENGALI) কিন্তু শশুর বেশ টনকো ছিলেন শ্বশুরমশায়ের যে – রোগ হয়েছিল ত হলো – (A) লিভার ক্যানসার (B) ব্লাড ক্যানসার (C) লাং ক্যানসার (D) কোলন ক্যানসার 5 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি , কারণ (A) তারা ঘরজামাই থাকে (B) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না (C) তারা অসুস্থ (D) তারা বাড়ির কাজে ব্যস্ত 6 / 10 Category: ভাত (XII-BENGALI) কী উচ্ছবকে বড়ো উতলা করে । (A) বাদার চালের গন্ধ (B) যজ্ঞ শেষে ভাত পাবার আশা (C) বউ – ছেলেমেয়ের কথা (D) ফুটন্ত ভাতের গন্ধ 7 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে ? ‘ — এখানে ‘ তা ‘ বলতে বোঝানো হয়েছে – (A) দশটা টাকা (B) দশটা কলা (C) দশটা পয়সা (D) বাদার চাল 8 / 10 Category: ভাত (XII-BENGALI) বড়ো বাড়িতে নানান মাছের নানান পদ রান্নার প্রসঙ্গ । আছে , মাছগুলি হল— (A) ইলিশ , বোয়াল , চিতল , ট্যাংরা , ভেটকি (B) ইলিশ , বোয়াল , সুটকি , ট্যাংরা , ভেটকি (C) ইলিশ , রুইমাছ , চিতল , কইমাছ , ভেটকি (D) ইলিশ , পোনা মাছ , চিতল , ট্যাংরা , ভেটকি 9 / 10 Category: ভাত (XII-BENGALI) অঢেল গুগলি – গেঁড়ি – কচুশাক – সুশনো শাক মেলে— (A) সতীশ মিস্তিরির পুকুরে (B) বড়ো বাড়ির বাদায় (C) সুন্দরবনের গ্রামে (D) উচ্ছবের বাদায় 10 / 10 Category: ভাত (XII-BENGALI) ভাত খেয়ে দেহে শক্তি পেলে উচ্ছব – (A) চন্নুনীদের খুঁজে বের করবে (B) বড়ো বাড়ির বাদাটা খুঁজবে (C) দেশে ফিরে যাবে (D) বুড়ো কর্তার সঙ্গে দেখা করবে Your score is Facebook