শিকার (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 208 দ্বাদশ শ্রেণী শিকার (XII-BENGALI): – MCQ TEST শিকার (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ চারি দিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ ।’— এখানে ‘ সবুজ ‘ রংটি – (A) নিসর্গে ভোর হওয়ার প্রতীক (B) বনজঙ্গলের প্রতীক (C) নিসর্গের প্রাণময়তার প্রতীক (D) মনুষ্যত্বের প্রতীক 2 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য ; ‘ — বলার অর্থ – (A) জলের ঢেউয়ে সাঁতার কাটার জন্য (B) সকালের আলোয় জীবনীশক্তি আহরণ করার জন্য (C) জলে খেলা করার জন্য (D) জলে স্নান করার জন্য 3 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ সূর্যের আলোয় তার রং কুকুমের মতো নেই আর ; —কীসের রং ? (A) দেশোয়ালিদের জ্বালানো আগুনের (B) তারার আলোর (C) হরিণের মাংস রাঁধবার আগুনের (D) মচকাফুলের 4 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ একটি তারা এখন আকাশে রয়েছে : ‘ – এই তারাটিকে কবি তুলনা করেছেন – (A) মচকাফুলের সঙ্গে (B) মোরগফুলের সঙ্গে (C) সকালের আলোর টলমল শিশিরের সঙ্গে (D) পাড়াগাঁর বাসরঘরের গোধূলিমদির মেয়েটির সঙ্গে 5 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ হিমের রাতে শরীর ‘ উম্ ‘ রাখবার জন্য ‘ আগুন জ্বালিয়েছিল— (A) পর্যটকেরা (B) দেশোয়ালিরা (C) বনবাসীরা (D) গ্রামবাসীরা 6 / 10 Category: শিকার (XII-BENGALI) সূর্যের সোনার বর্শার মতো জেগে উঠেছিল— (A) নীল আকাশ (B) বাদামি হরিণ (C) দেশোয়ালিদের জ্বালানো আগুন (D) বন ও আকাশ 7 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ শিকার ’ কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল— (A) বিকেলে (B) রাতে (C) ভোরে (D) অপরাহ্ণে 8 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য ; ‘ – এই ‘ উল্লাস ‘ পেতে চেয়েছিল – (A) দেশোয়ালিরা (B) চিতাবাঘিনি (C) বাদামি হরিণ (D) শিকারি মানুষ 9 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ হিমের রাতে শরীর ‘ উম্ ‘ রাখবার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে’ – (A) গান করেছে (B) খেলায় মেতেছে (C) নাচ করেছে (D) আগুন জ্বেলেছে 10 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ একটা অদ্ভুত শব্দ ।’— এখানে ‘ অদ্ভুত ‘ শব্দটি ব্যবহারের কারণ – (A) শানিত ছুরির ধাতব আওয়াজ (B) জঙ্গলের রহস্যময় শব্দ (C) হরিণের ছুটে যাওয়ার শব্দ (D) নৈসর্গিক পরিবেশে বন্দুকের ধাতব আওয়াজ Your score is Facebook