শিকার (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 208 দ্বাদশ শ্রেণী শিকার (XII-BENGALI): – MCQ TEST শিকার (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: শিকার (XII-BENGALI) নদীর জলে নামার আগে হরিণের শরীরটা ছিল— (A) ‘ ক্লান্ত বিহ্বল ঘুমহীন ‘ (B) ‘ বিহ্বল ঘুমহীন ক্লান্ত (C) ‘ ঘুমহীন ক্লান্ত বিহ্বল ‘ (D) ‘ ঘুমহীন বিহ্বল ক্লান্ত 2 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ শিকার ’ কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল— (A) বিকেলে (B) রাতে (C) ভোরে (D) অপরাহ্ণে 3 / 10 Category: শিকার (XII-BENGALI) সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে – (A) আশ্বস্ত হয়ে (B) ভয় পেয়ে (C) চিতাবাঘিনিটির তাড়া খেয়ে (D) বনের পথ ভুলে 4 / 10 Category: শিকার (XII-BENGALI) হাজার হাজার বছর আগের মুক্তা রেখেছিল , সে হল – (A) মিশরের মানুষী (B) দেশোয়ালি মানুষ (C) হৃদয়ের মানবী (D) স্বপ্নের মানবী 5 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ আগুন জ্বলল আবার — প্রথমবার আগুন জ্বলেছিল – (A) হিম রাতে শরীরের ‘ উম্ ‘ রাখবার জন্য , (B) বন্য জন্তুদের হাত থেকে প্রাণ বাঁচাতে (C) রাতের অন্ধকার দূর করার জন্য (D) হরিণের মাংস তৈরির প্রয়োজনে 6 / 10 Category: শিকার (XII-BENGALI) জীবনানন্দ দাশের ‘ শিকার ‘ কবিতায় ‘ ভোর ‘ শব্দটি দ্বিতীয় বার ব্যবহৃত হয়েছে – (A) ভোরের প্রবহমানতা বোঝাতে (B) ভোরের পারম্পর্য রক্ষা করতে (C) ভোরে জঙ্গলে প্রাণীর আচরণ বোঝাতে (D) ভোরের নৈসর্গিক সৌন্দর্যে নাটকীয় পট – পরিবর্তন বোঝাতে 7 / 10 Category: শিকার (XII-BENGALI) ভোরের আকাশের রং – (A) মোরগফুলের মতো লাল (B) মচকাফুলের মতো লাল (C) ঘাসফড়িঙের দেহের মতো নীল (D) টিয়ার পালকের মতো সবুজ 8 / 10 Category: শিকার (XII-BENGALI) হরিণের হৃদয়ে সাহস , সাধ ও সৌন্দর্য জেগে ওঠার মুহূর্তেই – (A) সূর্যের সোনার বর্শা জেগে উঠেছিল (B) নদীর শীতল স্রোত আবেশ ধরিয়েছিল (C) বন ও আকাশ ঝিলমিল করে উঠেছিল (D) একটা অদ্ভুত শব্দ হয়েছিল 9 / 10 Category: শিকার (XII-BENGALI) নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় হত— (A) অনেক পুরোনো শিশিরভেজা গল্প (B) অনেক পুরোনো দিনের গল্প (C) অনেক পুরোনো বৃষ্টির দিনের গল্প (D) অনেক পুরোনো ভালোবাসার গল্প 10 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ এখন আকাশে রয়েছে ; – (A) একটি চন্দ্রমা (B) একটি তারা (C) একটি সূর্য (D) মেঘের দল Your score is Facebook