সিন্ধুতীরে(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 244 দশম শ্রেণী সিন্ধুতীরে(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST সিন্ধুতীরে(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ বাহুরক কন্যার জীবন ।’— এক্ষেত্রে ‘ কন্যা ‘ কে ? (A) বিদ্যাধরি (B) পদ্মাবতী (C) অপ্সরা (D) পদ্মা 2 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ ভাঙ্গিল প্রবল বাও’— ‘ বাও ‘ শব্দের অর্থ হল – (A) প্রণাম (B) বজ্ৰ (C) বায়ু (D) আঘাত 3 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ দিব্য পুরী ‘ শব্দটির অর্থ হল – (A) সুন্দর প্রাসাদ (B) শপথ নিলাম (C) সুন্দর বাগান (D) দৈব মহিমা 4 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) “ সিন্ধুতীরের উপরের পর্বত ছিল— (A) পশুপাখিতে ভরা (B) জনমানুষে পূর্ণ (C) ফল ফুলে সজ্জিত (D) ঘরবাড়িতে পূর্ণ 5 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ হীন আলাওল সুরচন ।’— কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে— (A) গৌরচন্দ্রিকা (B) উপসংহার (C) উপস্থাপনা (D) ভনিতা 6 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ তাহাতে বিচিত্র টঙ্গি …’- টঙ্গি ‘ শব্দের অর্থ – (A) টালি (B) গাছপালা (C) তিরধনুক (D) প্রাসাদ 7 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ পদ্মাবতী ‘ কাব্যের যে – খণ্ড থেকে ‘ সিন্ধুতীরে ‘ কাব্যাংশটি গৃহীত , সেটি হল— (A) পদ্মা সমুদ্র খণ্ড (B) লক্ষ্মী সমুদ্র খণ্ড (C) পদ্মাবতী রত্নসেন খণ্ড (D) রত্নসেন বন্ধন খণ্ড 8 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ সখী সবে আজ্ঞা দিল – আজ্ঞা যে দিল , সে হল – (A) পদ্মা (B) বিদ্যাধরী (C) মনোরমা (D) আলাওল 9 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ পদ্মাবতী ’ কাব্যের মূল গ্রন্থ ‘ পদুমাবৎ ‘ কাব্যের রচয়িতা – (A) মালিক মুহম্মদ জায়সী (B) মাগন ঠাকুর (C) সৈয়দ আলাওল (D) দোমিস্তা 10 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটির রচয়িতা – (A) মালিক মুহম্মদ জায়সী (B) সৈয়দ আলাওল (C) মাগন ঠাকুর (D) খদোমিস্তা Your score is Facebook