সিন্ধুতীরে(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 215 দশম শ্রেণী সিন্ধুতীরে(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST সিন্ধুতীরে(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) অচেতন কন্যাদের সংখ্যা ছিল — (A) পাঁচ (B) ছয় (C) চার (D) তিন 2 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ প্রত্যুষ ‘ শব্দের অর্থ হল – (A) রাত্রি (B) দ্বিপ্রহর (C) অপরাহ্ণ (D) ভোর 3 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) “ সিন্ধুতীরের উপরের পর্বত ছিল— (A) পশুপাখিতে ভরা (B) জনমানুষে পূর্ণ (C) ফল ফুলে সজ্জিত (D) ঘরবাড়িতে পূর্ণ 4 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ দিব্য পুরী ‘ ছিল— (A) জলের মাঝারে (B) পিতৃপুরে (C) সমুদ্র মাঝারে (D) উদ্যানের মাঝে 5 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) শ্ৰীযুত মাগন ’ হলেন – (A) পদ্মার পিতা (B) আলাওলের পৃষ্ঠপোষক (C) ইন্দ্ৰ (D) মোহন্ত 6 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) বিদ্যাধরি স্বর্গভ্রষ্ট হতে পারত— (A) ইন্দ্রের অভিশাপে (B) স্বেচ্ছায় (C) মুনির অভিশাপে (D) অসাবধানতায় 7 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ হীন আলাওল সুরচন ।’— কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে— (A) গৌরচন্দ্রিকা (B) উপসংহার (C) উপস্থাপনা (D) ভনিতা 8 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ অতি মনোহর দেশ ‘ বলতে বোঝানো হয়েছে – (A) সিংহলকে (B) চিতোরকে (C) সমুদ্রকে (D) সমুদ্র পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলকে 9 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ সমুদ্রনৃপতি সুতা কে ? (A) লক্ষ্মী (B) পদ্মা (C) উমা (D) বারুণী 10 / 10 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ তুরিত গমনে আসি’— তুরিত গমনে এসেছেন— (A) সখীগণ (B) পদ্মা (C) আলাওল (D) সমুদ্রনৃপতি Your score is Facebook