হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 375 দশম শ্রেণী হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ- MCQ TEST 1 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকের অফিসে সবাই – (A) ফাঁকিবাজ (B) লেখক (C) ইঞ্জিনিয়ার (D) গম্ভীর 2 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ‘ কায়স্থ ‘ আর ‘ রাজপুত ‘ – কে চেনা যায় যথাক্রমে – (A) কলম ও গায়ের রঙে (B) কলম ও গোঁফে (C) আভিজাত্য ও গোঁফে (D) দেশপ্রেম ও সত্যবাদিতায় 3 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন ? (A) রোমুলাসকে (B) কাসকাকে (C) হেনরিয়েটাকে (D) ডরোথিকে 4 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ছোটোবেলার কালি তৈরি করতে লেখকদের সাহায্য করতেন— (A) মা – পিসি – দিদিরা (B) বাবা – কাকা – দাদারা (C) স্কুলের মাস্টারমশাইরা (D) বন্ধুবান্ধবরা 5 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কালির অক্ষর নাইকো পেটে , চন্ডী পড়েন – (A) কালীঘাটে (B) বাবুঘাটে (C) গঙ্গাঘাটে (D) খেয়াঘাটে 6 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক প্রাচীন ফিনিসীয় হলে লেখার জন্য ব্যবহার করতেন— (A) পালক (B) স্টাইলাস (C) হাড় (D) নলখাগড়া 7 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকরা ছোটোবেলায় কলম তৈরি করতেন – (A) পাখির পালক দিয়ে (B) নলখাগড়া দিয়ে (C) হাড় দিয়ে (D) রোগা বাঁশের কঞ্চি দিয়ে 8 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কীসে লিখে লেখকের সুখ নেই ? (A) কম্পিউটারে (B) টাইপরাইটারে (C) গলা – শুকনো ভোঁতা – মুখ কলমে (D) ফাউন্টেন পেন – এ 9 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কোনো কোনো অতি আধুনিক ছেলে কোথায় কলম রাখে ? (A) বুক পকেটে (B) পাঞ্জাবির পকেটে (C) কাঁধের ছোট্ট পকেটে (D) পায়ের মোজায় 10 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকের মতে তিনিই হলেন দার্শনিক , যিনি – (A) দর্শনের অধ্যাপক (B) কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন (C) চোখে চশমা এঁটে বই পড়েন (D) ভাবের জগতে থাকেন Your score is Facebook