জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 316 দশম শ্রেণী জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ।’- কথাটা হল (A) তপনের মামা একজন লেখক (B) তপনের লেখা ছাপা হয়েছে (C) তপনের মেসো একজন লেখক (D) সবাই তপনের গল্প শুনে হেসেছে 2 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) “ আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন যা দেখতে পাচ্ছে , তা হল – (A) গল্প লেখা কত কঠিন (B) চেনাজানা না থাকলে গল্প ছাপানো যায় না (C) নতুন মেসোমশাই ভারি ঘুমকাতুরে (D) লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় 3 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) গল্প পড়ার পর তপন সংকল্প করে – (A) আর কোনোদিন গল্প লিখবে না (B) আরও বেশি করে গল্প লিখবে (C) ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে (D) নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপবে 4 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপনকে যেন আর কখনো শুনতে না হয় । যা না – শোনার কথা বলা হয়েছে , তা হল (A) সে গল্প লিখতে পারে না (B) ছোটোমেসো গল্প লিখে দিয়েছেন (C) ছোটোমাসি সুপারিশ করেছেন (D) অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন 5 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ এবিষয়ে সন্দেহ ছিল তপনের । — তপনের সন্দেহের বিষয়টি হল – (A) লেখকরা ভারি অহংকারী হয় । (B) ছোটোমাসির বিয়েতে আদৌ কোনো ঘটা হয়েছিল কিনা (C) নতুন মেসোমশাই প্রকৃতই একজন লেখক কিনা (D) লেখকরা তপনের বাবা , ছোটোমামা বা মেজোকাকুর মতো সাধারণ মানুষ 6 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় (A) তপন (B) মা (C) ছোটোমেসো (D) ছোটোমামা 7 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) মামার বাড়ি এলে তপনের সব কিছুই – (A) দাদুর কাছে (B) দিদার কাছে (C) ছোটোমামার কাছে (D) ছোটোমাসির কাছে 8 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ জ্ঞানচক্ষু ‘ গল্পে গরমের ছুটি চলছিল— (A) তপনের (B) ছোটোমাসির (C) ছোটোমেসোর (D) তপন ও ছোটোমেসোর 9 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপন কখনো এত কাছ থেকে – (A) জলজ্যান্ত ভূত দেখেনি (B) সমুদ্র দ্যাখেনি (C) জলজ্যান্ত লেখক দ্যাখেনি (D) ক্রিকেট ম্যাচ দ্যাখেনি 10 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল (A) ছোটোমামাকে (B) ছোটোমেসোকে (C) ছোটোমাসিকে (D) ছোটকাকাকে Your score is Facebook