জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 353 দশম শ্রেণী জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপনের গল্প শুনে সবাই – (A) হাসে (B) দুঃখ পায় (C) বিরক্ত হয় (D) রেগে যায় 2 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপনকে যেন আর কখনো শুনতে না হয় । যা না – শোনার কথা বলা হয়েছে , তা হল (A) সে গল্প লিখতে পারে না (B) ছোটোমেসো গল্প লিখে দিয়েছেন (C) ছোটোমাসি সুপারিশ করেছেন (D) অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন 3 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপন দ্যাখে মেসোর মুখে – (A) ঠাট্টার আভাস (B) বিষাদের ছায়া (C) বিরক্তির প্রকাশ (D) করুণার ছাপ 4 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় । এখানে যার কথা বলা হয়েছে , সে হল – (A) ছোটোমাসি (B) তপন (C) মেজোকাকু (D) মা 5 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন … এখানে যে – সুযোগের কথা বলা হয়েছে , তা হল— (A) মামার বাড়িতে থাকার সুযোগ (B) গল্প লেখার সুযোগ (C) জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ (D) ছুটির সুযোগ 6 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। এখানে বক্তা হলেন – (A) তপনের বাবা (B) তপনের ছোটোমামা (C) তপনের মেজোকাকু (D) তপনের ছোটোমেসো 7 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপন কখনো এত কাছ থেকে – (A) জলজ্যান্ত ভূত দেখেনি (B) সমুদ্র দ্যাখেনি (C) জলজ্যান্ত লেখক দ্যাখেনি (D) ক্রিকেট ম্যাচ দ্যাখেনি 8 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে— (A) একটা – আধটা (B) রাশি রাশি (C) বাবার মুখে (D) ঠাকুমার মুখে 9 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ জ্ঞানচক্ষু ‘ গল্পের রচয়িতা (A) মহাশ্বেতা দেবী (B) আশাপূর্ণা দেবী (C) অনিমা দেবী (D) লীলা মজুমদার 10 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপন যে – বিষয়টি নিয়ে গল্প লেখে সেটি হল – (A) খুন – জখম – অ্যাকসিডেন্ট (B) ওর ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা (C) ঝড়ের রাতের অভিজ্ঞতা (D) রূপকথা Your score is Facebook