জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 279 দশম শ্রেণী জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST জ্ঞানচক্ষু: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় (A) তপন (B) মা (C) ছোটোমেসো (D) ছোটোমামা 2 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) না – না আমি বলছি- তপনের হাত আছে ।’- এখানে বক্তা হলেন (A) তপনের ছোটোমেসো (B) তপনের ছোটোমাসি (C) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকার সম্পাদক (D) তপনের মেজোকাকু 3 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে – (A) কবি , সাহিত্যিক , কথাশিল্পী (B) সাহিত্যিক , কথাশিল্পী (C) কবি , গল্পকার , কথাশিল্পী (D) কবি , নাট্যকার , ঔপন্যাসিক 4 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা করা দরকার , তা – (A) নতুন করে লেখা (B) টাইপ করিয়ে নেওয়া (C) একটু কারেকশন করা (D) পরিষ্কার হাতের লেখায় লেখা 5 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ তোমার গল্প তো দিব্যি হয়েছে । যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে , সে হল – (A) তপন (B) ছোটোমেসো (C) ছোটোমাসি (D) ছোটোমামা 6 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপনকে যেন আর কখনো শুনতে না হয় । যা না – শোনার কথা বলা হয়েছে , তা হল (A) সে গল্প লিখতে পারে না (B) ছোটোমেসো গল্প লিখে দিয়েছেন (C) ছোটোমাসি সুপারিশ করেছেন (D) অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন 7 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ তপন প্রথমটা ভাবে ঠাট্টা । যে বিষয়টিকে তপন ঠাট্টা বলে মনে করে , তা হল (A) তার লেখা গল্প ছাপতে দেওয়া (B) তার লেখা গল্প ছাপার অযোগ্য (C) ছোটোমেসোর অনেক বই ছাপা হয়েছে (D) ছোটোমাসি একটা গল্প লিখেছে 8 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ।’— যে – কথাটি ছড়িয়ে পড়ে , সেটি হল— (A) তপনের গল্প লেখার কথা (B) তপনের গল্প ‘ সন্ধ্যাতারা ‘ – য় ছেপে বেরোনোর কথা (C) তপনের লেখা ছোটোমেসোর কারেকশন করে দেওয়ার কথা (D) তপনের পরীক্ষায় পাসের কথা 9 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপন দ্যাখে মেসোর মুখে – (A) ঠাট্টার আভাস (B) বিষাদের ছায়া (C) বিরক্তির প্রকাশ (D) করুণার ছাপ 10 / 10 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল— (A) বৈঠকখানায় (B) বিকেলে চায়ের টেবিলে (C) রাতে খাবার টেবিলে (D) দুপুরে খাবার টেবিলে Your score is Facebook