বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 512 দশম শ্রেণী বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বিরাগীর ঝোলার ভিতর যে – বইটি ছিল , সেটি হল— (A) গীতা (B) কোরান (C) মহাভারত (D) উপনিষদ 2 / 10 Category: বহুরূপী (X-BENGALI) ভবতোষ ভেবেছিল জগদীশবাবু হরিদাকে বকশিশ হিসেবে দেবেন – (A) আট আনা বা দশ আনা (B) দশ আনা বা বারো আনা (C) ছ – আনা বা আট আনা (D) পাঁচ আনা 3 / 10 Category: বহুরূপী (X-BENGALI) হরিদার কাছে যা অসম্ভব , তা হল – (A) রোজই ভাত রান্না করা (B) রোজ চা তৈরি করা (C) রোজ বহুরূপী সাজা (D) রোজই একটা চাকরির কাজ করে যাওয়া 4 / 10 Category: বহুরূপী (X-BENGALI) জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল— (A) বারো লক্ষ টাকার (B) কুড়ি লক্ষ টাকার (C) আঠারো লক্ষ টাকার (D) এগারো লক্ষ টাকার 5 / 10 Category: বহুরূপী (X-BENGALI) লেখক ও তার বন্ধুরা কোন কোন সময়ে আড্ডা দিতেন ? (A) রাত্রে (B) সকাল – দুপুরে (C) রাতদিন (D) সকালসন্ধে 6 / 10 Category: বহুরূপী (X-BENGALI) হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল – (A) মহাপুরুষ (B) অশরীরী (C) অতিমানব (D) বহুরূপী 7 / 10 Category: বহুরূপী (X-BENGALI) লেখকের কানের কাছে ফিশফিশ করে যে – বলেছিল — ‘ না না , হরিদা নয় । হতেই পারে না । ‘ তার নাম হল – (A) ভবতোষ (B) জগদীশ (C) সুবোধ (D) অনাদি 8 / 10 Category: বহুরূপী (X-BENGALI) সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন— (A) একটা দশ টাকার নোট (B) একটা পঞ্চাশ টাকার নোট (C) একটা কুড়ি টাকার নোট (D) একটা একশো টাকার নোট 9 / 10 Category: বহুরূপী (X-BENGALI) হরিদার ছোট্ট ঘরটির অবস্থান – (A) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে (B) চকের বাস স্ট্যান্ডের কাছে (C) দয়ালবাবুর লিচু বাগানে (D) জগদীশবাবুর বাড়ির বাগানে 10 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল— (A) আট টাকা দশ আনা (B) আট টাকা তিন আনা (C) দশ টাকা আট আনা (D) তিন টাকা আট আনা Your score is Facebook