নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 323 দশম শ্রেণী নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST নদীর বিদ্রোহ: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদীর বিদ্রোহের কারণ ছিল— (A) অতিরিক্ত বর্ষণ (B) অনাবৃষ্টি (C) বন্দিদশা থেকে মুক্তি (D) ক্ষীণস্রোত 2 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) বউকে পাঁচ পাতার চিঠি লিখতে নদেরচাদের সময় লেগেছিল (A) পাঁচ দিন (B) সাত দিন (C) এক দিন (D) দু – দিন 3 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) এত উঁচুতে জল উঠে এসেছে যে , মনে হয় ইচ্ছা করলেই বুঝি— (A) ঝাঁপ দেওয়া যায় (B) হাত বাড়িয়ে স্পর্শ করা যায় (C) স্নান করা যায় (D) পান করা যায় 4 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) এতক্ষণ নদেরচাঁদ যে – নদীর কথা ভাবছিল , তা – (A) বিস্তীর্ণ খরস্রোতা (B) ফেনোচ্ছ্বাসিত স্রোতস্বিনী (C) উন্মত্তা আবর্তসংকুল (D) সংকীর্ণ ক্ষীণস্রোতা 5 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) যে – বছরে নদীর ক্ষীণ স্রোতধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল , সেই বছরটি ছিল – (A) অতিবৃষ্টির বছর (B) অনাবৃষ্টির বছর (C) দুর্ভিক্ষের বছর (D) বন্যার বছর 6 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাদের উন্মত্ত নদীর কয়েক হাত উঁচুতে বসে থাকা উচিত হয়নি মনে হল , কারণ (A) বজ্রপাতে সে মারা যেতে পারত (B) ব্রিজ ভেঙে পড়তে পারত (C) সে পড়ে যেতে পারত (D) সে নদীর প্রতিহিংসার শিকার হতে পারত 7 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) ব্রিজের ধারকস্তম্ভের উপাদানগুলি হল (A) পাথর ও বালি (B) ইট , সুরকি ও সিমেন্ট (C) মাটি ও পাথর (D) ইট , পাথর ও মাটি 8 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাদের বয়স হল – (A) বাইশ বছর (B) আটাশ বছর (C) ত্রিশ বছর (D) চল্লিশ বছর 9 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরমারীয়া মরে যাওয়ার উপক্রম করলে মানুষ কাঁদে (A) তাকে বাঁচাতে না পারার অসহায়তায় (B) চিকিৎসা ভালোভাবে না – হওয়ার জন্য (C) ঈশ্বরের কাছে তার জীবন প্রার্থনা করে (D) তার চিকিৎসায় প্রচুর অর্থব্যয় হওয়ার জন্য 10 / 10 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদেরচাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল , উঠিল না । কারণ (A) সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসত (B) তার উঠতে ইচ্ছে করছিল না (C) এটা তার ছেলেমানুষি (D) সে নদীর শব্দ শুনছিল Your score is Facebook