প্রলয়োল্লাস(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 240 দশম শ্রেণী প্রলয়োল্লাস(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST প্রলয়োল্লাস(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল , তা হল – (A) বিশ্বমায়ের আসন (B) সিন্ধুপারের সিংহদ্বারে (C) নীল খিলানে (D) সপ্ত মহাসিন্ধু 2 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) নীচের কোনটি নজরুলের লেখা কাব্যগ্রন্থ নয় – (A) মানসী (B) ফণীমনসা (C) চক্রবাল (D) বিশের বাঁশি 3 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে , তা হল— (A) চাবুক (B) মশাল (C) প্রদীপ (D) কৃপাণ 4 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) যে ‘ ভেঙে আবার গড়তে জানে তার নাম হল – (A) প্রলয় – নেশার নৃত্যপাগল (B) জ্বালামুখী ধূমকেতু (C) বিশ্বমাতা (D) চিরসুন্দর 5 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ জীবনহারা অ – সুন্দরে করতে ছেদন । কে আসছে ? (A) নবীন (B) চিরসুন্দর (C) মহাকাল সারথি (D) মুমূর্ষু 6 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) কবি ‘ নূতনের কেতন ‘ বলেছেন – (A) দ্বাদশ রবির বহ্নিজ্বালা – কে (B) অট্টরোলের হট্টগোল – কে (C) বিশ্বমায়ের আসন – কে (D) কালবোশেখির ঝড় – কে 7 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ প্রলয়োল্লাস ‘ কবিতায় ‘ রথঘর্ষর ‘ বলতে বোঝানো হয়েছে – (A) রথ ভেঙে পড়ার শব্দ (B) বজ্রপাতের শব্দ (C) রথের চাকায় ঘর্ষণের শব্দ (D) রথে চড়ে যুদ্ধের শব্দ 8 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ মুমূর্ষু ‘ শব্দের একটি প্রতিশব্দ হল – (A) অসুস্থ (B) উপবাসী (C) অর্ধমৃত (D) ভয়ংকর 9 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ ঝামর ‘ শব্দের অর্থ হল – (A) ঝটকা (B) আলুথালু (C) কৃষ্ণবর্ণ (D) গভীর 10 / 10 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ধূমকেতুকে ‘ জ্বালামুখী ‘ বলার কারণ হল – (A) ধূমকেতুর পুচ্ছটি ধূম্রনির্মিত (B) ধূমকেতু আগুন উদ্গিরণ করে (C) ধূমকেতু সবকিছু পুড়িয়ে দেয় (D) ধূমকেতু নিজে পুড়ে যায় Your score is Facebook