কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 269 দ্বাদশ শ্রেণী কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে ।’— এই হতাশার কারণ – (A) মন্বন্তর ক্রমশ জটিল আকার ধারণ করছে (B) মৃত্যুঞ্জয়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে (C) টুনুর মায়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে (D) যথাসর্বস্ব দান করলেও আকালে পীড়িতদের ভালো করা যাবে না । 2 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) চোখ বুলিয়ে নজরে পড়ল’- নিখিলের নজরে পড়ল – (A) ফুটপাথে অনাহারে মৃত মানুষের ছবি (B) গোটা কুড়ি মৃতদেহকে যথাযথভাবে সদ্গতির ব্যবস্থা না করার হা – হুতাশ (C) সরকারি রিলিফ ওয়ার্কের প্রশংসা (D) দুর্ভিক্ষপীড়িত মানুষের দুরবস্থার কথা 3 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল ? (A) একবেলার খাবার বিলিয়ে দিতে (B) মাইনের অর্থ দান করতে (C) আর্থিক সাহায্য করতে (D) মৃতুঞ্জয়ের খেয়াল রাখতে 4 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) “ নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে ।’— এর কারণ— (A) মৃত্যুঞ্জয় শারীরিকভাবে অসুস্থ (B) মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে না (C) মৃত্যুঞ্জয় অফিসে যায় না (D) মৃত্যুঞ্জয়ের স্ত্রী অসুস্থ 5 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ‘ — যে ঘটনা শোনা বা পড়ার কথা বলা হয়েছে , সেটি হল – (A) কলেরার প্রাদুর্ভাবের কথা (B) অনাহারে মৃত্যুর কথা (C) রাজনৈতিক হানাহানির কথা (D) ভারত ছাড়ো আন্দোলনের কথা 6 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।’— এমন বলার কারণ – (A) কয়েকজন মানুষের কৃপা – করুণায় খাদ্যাভাব মেটে না (B) এ অনেকটা একজনের বদলে আর একজনকে খাওয়ানো (C) সকলে সমান স্বার্থত্যাগী নয় (D) আসলে এটাও এক ধরনের স্বার্থপরতা 7 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে ।’- কার মনে হতাশা জেগেছে ? (A) নিখিলের মনে (B) মৃত্যুঞ্জয়ের মনে (C) টুনুর মা – র মনে (D) দুর্ভিক্ষপীড়িতদের মনে 8 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে’- এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে– (A) মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে (B) রাগী জ্ঞানশূন্য উদ্ভ্রান্ত মানুষের সঙ্গে (C) অসুস্থ রুগির সঙ্গে (D) শার্শিতে আটকানো মৌমাছির সঙ্গে 9 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) নিখিল পাঁচ টাকা করে সাহায্য কমিয়ে নেওয়ার কথা ভেবেছিল , কারণ— (A) রিলিফ ফান্ডে দেবে বলে (B) আকালের সময় পেরিয়ে যাওয়ায় আর সাহায্যের প্রয়োজন নেই (C) অফিসে মন্দার কারণে নিখিলের মাইনে বন্ধ হয়ে গিয়েছিল (D) মৃত্যুঞ্জয় সেখানে পুরো মাইনে পাঠাতে শুরু করেছিল 10 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) টুনুর মা ‘ নিখিলকে ডেকেছে যা বলে – (A) ঠাকুরপো (B) ভাসুরপো (C) দেবরপো (D) বটঠাকুরপো Your score is Facebook