শিকার (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 208 দ্বাদশ শ্রেণী শিকার (XII-BENGALI): – MCQ TEST শিকার (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল । নদীর জল লাল হওয়ার কারণ – (A) সূর্যাস্তের আলো (B) ভোরের সূর্যের আলোর ছটা (C) চিতাবাঘিনির দেহের লাল রক্তের রং (D) নিহত হরিণের দেহের লাল রক্তের রং 2 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ উষ্ণ লাল ‘ রংটি ছিল— (A) ভোরের সূর্যের (B) অস্তগামী সূর্যের (C) হরিণের মাংসের (D) দেশোয়ালিদের জ্বালানো আগুনের 3 / 10 Category: শিকার (XII-BENGALI) হরিণের হৃদয়ে সাহস , সাধ ও সৌন্দর্য জেগে ওঠার মুহূর্তেই – (A) সূর্যের সোনার বর্শা জেগে উঠেছিল (B) নদীর শীতল স্রোত আবেশ ধরিয়েছিল (C) বন ও আকাশ ঝিলমিল করে উঠেছিল (D) একটা অদ্ভুত শব্দ হয়েছিল 4 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ একটি তারা এখন আকাশে রয়েছে : ‘ – এই তারাটিকে কবি তুলনা করেছেন – (A) মচকাফুলের সঙ্গে (B) মোরগফুলের সঙ্গে (C) সকালের আলোর টলমল শিশিরের সঙ্গে (D) পাড়াগাঁর বাসরঘরের গোধূলিমদির মেয়েটির সঙ্গে 5 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ‘ — তার জলে নামার কারণ – (A) ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়া (B) জল খাওয়া (C) স্নান করা (D) সাঁতার কাটা 6 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য ; ‘ — বলার অর্থ – (A) জলের ঢেউয়ে সাঁতার কাটার জন্য (B) সকালের আলোয় জীবনীশক্তি আহরণ করার জন্য (C) জলে খেলা করার জন্য (D) জলে স্নান করার জন্য 7 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ নদীর জল _____ পাপড়ির মতো লাল । ‘ (A) মচকাফুলের (B) জবা ফুলের (C) গোলাপ ফুলের (D) মোরগফুলের 8 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ শিকার ‘ কবিতাটিতে যে ঋতুর ছবি ফুটে উঠেছে , সেটি হলো – (A) শরৎ ঋতু (B) বর্ষা ঋতু (C) হেমন্ত ঋতু (D) শীত ঋতু 9 / 10 Category: শিকার (XII-BENGALI) নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার নেমে এসেছিল – (A) ভোরে (B) রাতের সুন্দরী আর অর্জুনের বনে (C) আগুন জ্বালানো মাঠে (D) ঘাসের বিছানায় 10 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ চারি দিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ ।’— এখানে ‘ সবুজ ‘ রংটি – (A) নিসর্গে ভোর হওয়ার প্রতীক (B) বনজঙ্গলের প্রতীক (C) নিসর্গের প্রাণময়তার প্রতীক (D) মনুষ্যত্বের প্রতীক Your score is Facebook