শিকার (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 123 দ্বাদশ শ্রেণী শিকার (XII-BENGALI): – MCQ TEST শিকার (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ একটা অদ্ভুত শব্দ ।’— এই শব্দটি হল— (A) জন্তুর ডাক (B) বন্দুকের গুলির (C) হরিণের আর্ত চিৎকার (D) মানুষের আর্তনাদ 2 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ এখন আকাশে রয়েছে ; – (A) একটি চন্দ্রমা (B) একটি তারা (C) একটি সূর্য (D) মেঘের দল 3 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য ; – হরিণের এই ‘ উল্লাস ‘ – তুলনা করা হয়েছে – (A) সকালের আকাশের সঙ্গে (B) ভোরের রৌদ্রের সঙ্গে (C) হিম অন্ধকারের সঙ্গে (D) হিম নদীর জলের সঙ্গে 4 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার ইচ্ছা হয়েছিল হরিণের – (A) ‘ সাহসে সাধে সৌন্দর্যে ‘ (B) ‘ সাহসে সৌন্দর্যে সংকল্পে ‘ (C) ‘ সাহসে সংকল্পে সাধে ‘ (D) ‘ সাধে উল্লাসে আনন্দে 5 / 10 Category: শিকার (XII-BENGALI) ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল রং হয়েছে , ভোরের— (A) আকাশের (B) মাঠের (C) বনের (D) জঙ্গলের 6 / 10 Category: শিকার (XII-BENGALI) সূর্যের সোনার বর্শার মতো জেগে উঠেছিল— (A) নীল আকাশ (B) বাদামি হরিণ (C) দেশোয়ালিদের জ্বালানো আগুন (D) বন ও আকাশ 7 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল । নদীর জল লাল হওয়ার কারণ – (A) সূর্যাস্তের আলো (B) ভোরের সূর্যের আলোর ছটা (C) চিতাবাঘিনির দেহের লাল রক্তের রং (D) নিহত হরিণের দেহের লাল রক্তের রং 8 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ একটি তারা এখন আকাশে রয়েছে : ‘ – এই তারাটিকে কবি তুলনা করেছেন – (A) মচকাফুলের সঙ্গে (B) মোরগফুলের সঙ্গে (C) সকালের আলোর টলমল শিশিরের সঙ্গে (D) পাড়াগাঁর বাসরঘরের গোধূলিমদির মেয়েটির সঙ্গে 9 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ শিকার ’ কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল— (A) বিকেলে (B) রাতে (C) ভোরে (D) অপরাহ্ণে 10 / 10 Category: শিকার (XII-BENGALI) নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় হত— (A) অনেক পুরোনো শিশিরভেজা গল্প (B) অনেক পুরোনো দিনের গল্প (C) অনেক পুরোনো বৃষ্টির দিনের গল্প (D) অনেক পুরোনো ভালোবাসার গল্প Your score is Facebook