গদ্য সাহিত্যের বিকাশ: আধুনিক বাংলা সাহিত্যের ধারা (MCQ QUESTION)

গদ্য সাহিত্যের বিকাশ: আধুনিক বাংলা সাহিত্যের ধারা: একাদশ শ্রেণী বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি (প্রথম পর্ব চতুর্থ অধ্যায়) (MCQ QUESTION ANSWER)

গদ্য সাহিত্যের বিকাশ MCQ QUESTION ANSWER

১। বাংলা গদ্যসাহিত্যে অক্ষয়কুমার দত্তকে কীভাবে দেখা যায়? 

(ক) বিশুদ্ধ নির্মোহজ্ঞানসাধক

(খ) অধ্যাত্মবাদী

(গ) বৈজ্ঞানিক

(ঘ) তাত্ত্বিক

২। অক্ষয়কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

(ক) দিগ্‌দর্শন

(খ) সংবাদ প্রভাকর

(গ) তত্ত্ববোধিনী

(ঘ) দর্শন

৩। অক্ষয়কুমার দত্ত অনেকগুলি — পাঠ্যশ্রেণির বই লিখেছিলেন ?

(ক) বিদ্যালয়

(খ) মহাবিদ্যালয়

(গ) বিশ্ববিদ্যালয়

(ঘ) কোনোটাই নয় 

৪। অক্ষয়কুমার দত্ত তাঁর কোন গ্রন্থটিতে জড়বিজ্ঞান ও ঈশ্বরতত্ত্বের সমন্বয় সাধন করেছেন?

(ক) চারুপাঠ

(খ) পদার্থবিদ্যা

গ) ধর্মনীতি

(ঘ) অনামোহন

৫। অক্ষয়কুমার দত্তের কাছে তরুণসমাজ কীভাবে উপকৃত?

(ক) জ্ঞান-বিজ্ঞানকে সরলভাষায় বর্ণনায় 

(খ) সাহিত্যের অনুবাদে

(গ) নতুন তথ্যের সমাবেশে

(ঘ) ভাষাভঙ্গিমার সারল্যে

৬। কুম্বের Moral philosophy অবলম্বনে অক্ষয়কুমার দত্তের রচিত গ্রন্থটির নাম –

(ক) চারুপাঠ

(খ) পদার্থবিদ্যা

(গ) ধর্মনীতি

(ঘ) কোনোটাই নয়

৭। উইলসন সাহেবের The Religions Sects of the Hindoos গ্রন্থ অবলম্বনে অক্ষয়কুমার দত্তের রচিত গ্রন্থটির নাম –

(ক) ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়

(খ) চারুপাঠ

(গ) ধর্মনীতি

(ঘ) পদার্থবিদ্যা

৮। অক্ষয়কুমার দত্তের কোন গ্রুন্থ থেকে প্রাচীন পুরাতত্ত্ব সম্পর্কে জানা যায় ?

(ক) চারুপাঠ

(খ) ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়

(গ) প্রাচীন হিন্দুদের নৌযাত্রা  

(ঘ) ধর্মনীতি

৯। অক্ষয়কুমার দত্তের প্রথম রচিত গ্রন্থ –

(ক) চারুপাঠ

(খ) অনঙ্গমোহন

(গ) ভূগোল

(ঘ) পদার্থবিদ্যা

১০। জর্জ কুম্বের Constitution of Man অবলম্বনে রচিত অক্ষয়কুমারের গ্রন্থের নাম হল –

(ক) বাহ্যবস্তুর সহিত মানবপ্রকৃতির প্রকৃতির সম্বন্ধ বিচার

(খ) ধর্মনীতি

(গ) ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়

(ঘ) চারুপাঠ

১১। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় – 

(ক) ১৮১৭, ২০ জানুয়ারি

(খ) ১৮১৮, ২০ জানুয়ারি 

(গ) ১৮১৯, ২০ জানুয়ারি

(ঘ) ১৮২০, ২০ জানুয়ারি

১২। হিন্দু কলেজের একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন –

(ক) অক্ষয়কুমার

(খ) ডিরোজিও 

(গ) রামমোহন

(ঘ) কেউ নয়

১৩। হিন্দু কলেজের একজন উল্লেখযোগ্য ছাত্র হলেন –

(ক) রামমোহন

(খ) মধুসূদন দত্ত 

(গ) বিদ্যাসাগর

(ঘ) অক্ষয়কুমার দত্ত

১৪। দি শায়ার এন্ড দি আদার পোয়েম্স’ (The Shair and The Other Poems) গ্রন্থটির রচয়িতা ছিলেন –

(ক) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(খ) শশীচন্দ্ৰ দত্ত 

(গ) কালীপ্রসাদ ঘোষ

(ঘ) ডিরোজিও

১৫। দি পার্সিকিউটেড’ (The Persecuted) শীর্ষক প্রথম নাটকটির রচয়িতা হলেন –

(ক) কালীপ্রসাদ ঘোষ

(খ) শশীচন্দ্র দত্ত

(গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(ঘ) ডিরোজিও

১৬। ‘বিদ্যাকল্পদ্রুম’ শীর্ষক পাঠ্যগ্রন্থের রচয়িতা ছিলেন – 

(ক) কালীপ্রসাদ ঘোষ

(খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(গ) শশীচন্দ্র দত্ত

(ঘ) ডিরোজিও

১৭। ‘বিদ্যাকল্পদ্রুম’ গ্রন্থটির মোট কটি খণ্ড?

(ক) ১০ 

(খ) ১২

(গ) ১৩

(ঘ) ১৪

১৮। ‘বিদ্যাকল্পদ্রুম’ গ্রন্থের কোন সংস্করণে ‘বাংলা সাহিত্যে গদ্য’ বিষয়টি রয়েছে?

(ক) দ্বিতীয় সংস্করণে

(খ) তৃতীয় সংস্করণে

(গ) চতুর্থ সংস্করণে

(ঘ) পশ্চম সংস্করণে

১৯। ‘উপন্যাসমালা’ গ্রন্থটির রচয়িতার নাম কী ?

(ক) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 

(খ) শশীচন্দ্ৰ দত্ত

(গ) কাশীপ্রসাদ ঘোষ

(ঘ) ডিরোজিও

২০। শশীচন্দ্র দত্তের কোন উপন্যাসে ঐতিহাসিক নানাসাহেব ও সিপাহি বিদ্রোহের বিষয় আলোচিত হয়েছে?

(ক) শংকর

(খ) দি ইয়ং জমিদার

(গ) ষড়দর্শনসংবাদ

(ঘ) কোনোটাই নয়

২১। বিদ্যাসাগরের রচিত গ্রন্থগুলি কোন্ জাতীয় ?

(ক) অনুবাদ জাতীয়

(খ) পাঠ্যপুস্তক জাতীয়

(গ) ধর্মীয়

(ঘ) সমালোচনামূলক

২২। ‘শকুন্তলা’ ও ‘সীতার বনবাস’ গ্রন্থ দুটি সংস্কৃতে কী অবলম্বনে লেখা?

(ক) গল্প 

(খ) নাটক

(গ) কাব্য 

(ঘ) দৃশ্য কাব্য

২৩। বিদ্যাসাগরের ‘শকুন্তলা’ গ্রন্থটি কালিদাসের কোন নাটকের স্বচ্ছন্দ গদ্যানুবাদ?

(ক) উত্তরচরিত

(খ) দূতবাক্যম্

(গ) অভিজ্ঞানশকুন্তলম্

(ঘ) পদ্মরাত্রম্

২৪। বিদ্যাসাগরের ‘সীতার বনবাস’ গ্রন্থটি ভবভূতির কোন গ্রন্থের অনুসরণে লিখিত –

(ক) অভিজ্ঞানশকুন্তলম্

(খ) দূতবাক্যম 

(গ) উত্তরচরিত

(ঘ) কোনোটাই নয়

২৫। বিদ্যাসাগর শেক্‌সপিয়রের গ্রন্থের অনুবাদ করে যে বইটি লিখেছেন, তার নাম হল –

(ক) সীতার বনবাস

(খ) ভ্রান্তিবিলাস

(গ) বোধোদয়

(ঘ) কথামালা

২৬। বিদ্যাসাগর কী অবলম্বনে ‘কথামালা’ গ্রন্থটি রচনা করেছেন?

(ক) ঈশপের ফেবলস

(খ) মার্শম্যানের History of Bengal

(গ) চেম্বার্সের Biographies

(ঘ) শেক্‌সপিয়রের Comedy of Errors 

২৭। বিদ্যাসাগরের রচিত একটি মৌলিক গ্রন্থ হল –

(ক) বেতাল পঞ্চবিংশতি

(খ) সীতার বনবাস

(গ) প্রভাবতী সম্ভাষণ

(ঘ) বোধোদয়

২৮। বিদ্যাসাগরের ব্যঙ্গ রচনা গ্রন্থ হল –

(ক) প্রভাবতী সম্ভাষণ

(খ) ব্রজবিলাস

(গ) কথামালা

(ঘ) বোধোদয়

২৯। তারাশংকর তর্করত্ন রচিত গ্রন্থের নাম হল –

(ক) কাদম্বরী

(খ) সংবাদ পূর্ণচন্দ্রোদয়

(গ) বিধবা বিষম বিপদ

(ঘ) কথামালা

৩০। ভূদেব মুখোপাধ্যায়ের একটি স্কুলের পাঠ্যপুস্তক রূপে জনপ্রিয় –

(ক) আচারপ্রবন্ধ

(খ) বিবিধ প্রবন্ধ

(গ) ঐতিহাসিক উপন্যাস

(ঘ) ক্ষেত্রতত্ত্ব

৩১। ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থটির লেখক হলেন –

(ক) ভূদেব মুখোপাধ্যায়

(খ) প্যারীচাঁদ মিত্র 

(গ) বিদ্যাসাগর

(ঘ) তারাশংকর তর্করত্ন 

৩২। টেকচাঁদ মিত্রের লেখা একটি গ্রন্থ হল –

(ক) রামারঞ্জিকা

(খ) বিবিধ প্রবন্ধ

(গ) প্রাকৃতিক বিজ্ঞান 

(ঘ) পুরাবৃত্তসার

৩৩। প্যারীচাঁদ মিত্রের ব্যঙ্গধর্মী রচনার নাম –

(ক) বামাতোষিণী

(খ) যৎকিঞ্চিৎ

(গ) মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়

(ঘ) এতদেশীয় স্ত্রীলোকের পূর্বাবস্থা

৩৪। প্যারীচাঁদের রচনার মধ্যে একটি প্রধান উদ্দেশ্য ছিল –

(ক) ছাত্রকল্যাণ

(খ) সামাজিক কল্যাণসাধন

(গ) সাহিত্যসৃষ্টি

(ঘ) নারীকল্যাণ

৩৫। ‘বিদ্যোৎসাহিনী পত্রিকা’ প্রকাশ করেন –

(ক) প্যারীচাঁদ মিত্র

(খ) টেকচাঁদ ঠাকুর

(গ) ভূদেব মুখোপাধ্যায় 

(ঘ) কালীপ্রসন্ন সিংহ

৩৬। ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামটি ছিল –

(ক) প্যারীচাঁদ মিত্রের 

(খ) মধুসূদনের 

(গ) বিদ্যাসাগরের

(ঘ) কালীপ্রসন্ন সিংহের

৩৭। কালীপ্রসন্ন সিংহের যে রচনাটিকে ‘সমাজদর্পণ’ বলা হয় তা হল –

(ক) হুতোম প্যাঁচার নকশা

(খ) মালতীমাধব 

(গ) বিক্রমোর্বশী

(ঘ) বাবু

৩৮। ‘আত্মতত্ত্ববিদ্যা’ গ্রন্থটির রচয়িতা হলেন –

(ক) প্যারীচাদ

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(গ) ভূদেব মুখোপাধ্যায়

(ঘ) অক্ষয়কুমার দত্ত

৩৯। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) অক্ষয়কুমার দত্ত

(খ) কেশবচন্দ্র সেন

(গ) তুকারাম

(ঘ) ড. আত্মারাম পান্ডুরং

৪০। অক্ষয়কুমার দত্ত তাঁর কোন গ্রন্থে জড়বিজ্ঞান ও ঈশ্বরতত্ত্বের সমন্বয় সাধন করেছেন? 

(ক) অনঙ্গমোহন

(খ) ধর্মনীতি 

(গ) পদার্থবিদ

(ঘ) চারু পাঠ

৪১। অক্ষয়কুমার দত্তের প্রথন রচিত গ্রন্থ হল –

(ক) ভূগোল

(খ) চারু পাঠ

(গ) অনঙ্গমোহন

(ঘ) পদার্থবিদ্যা 

৪২। ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থটির লেখক হলেন –

(ক) বিদ্যাসাগর

(খ) অক্ষয়কুমার দত্ত 

(গ) রামরাম বসু

(ঘ) এঁদের কেউ নন

৪৩। ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটিতে কারণে-অকারণে — শব্দের প্রয়োগ করা হয়।

(ক) ইংরেজি

(খ) আরবি ও ফারসি

(গ) উর্দু

(ঘ) হিন্দি

৪৪। ‘বত্রিশ সিংহাসন’, ‘হিতোপদেশ’, ‘রাজাবলি’, ‘প্রবোধচন্দ্রিকা’ গ্রন্থগুলির লেখক হলেন –

(ক) রামরাম বসু

(খ) বিদ্যাসাগর

(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

(ঘ) এঁদের কেউ নন

৪৫। বাঙালির রচিত প্রথম ইতিহাস হল –

(ক) রাজাবলি

(খ) বত্রিশ সিংহাসন

(গ) হিতোপদেশ

(ঘ) কোনোটাই নয়

৪৬। বিদ্যাসাগরের পূর্বে যথার্থ ভাষাশিল্পী হলেন –

(ক) রামরাম বসু 

(খ) উইলিয়ম কেরি

(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

(ঘ) কোনোটাই নয়

৪৭। ধর্মসংস্কার ও সমাজচেতনার বশবর্তী হয়ে বাংলা গদ্যে কলম ধরেছিলেন –

(ক) বিদ্যাসাগর 

(খ) মৃত্যুঞ্জর বিদ্যালংকার

(গ) রামমোহন

(ঘ) রামরাম বসু

৪৮। ‘গোস্বামীর সহিত বিচার’, ‘বেদান্ত সার’, ‘ব্রাক্ষ্মণ সেবধি’, ‘পথ্য প্রদান’ প্রভৃতি গ্রন্থের লেখক হলেন –

(ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

(খ) রামমোহন রায়

(গ) বিদ্যাসাগর

(ঘ) এঁদের কেউ নন

 খ

৪৯। বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ হল –

(ক) ব্যাকরণকৌমুদী

(খ) গৌড়ীয় ব্যাকরণ

(গ) ব্রহ্ম সংগীত

(ঘ) সংবাদকৌমুদী

৫০। বাংলা গদ্যকে কাহিনি ও গালগল্প প্রকাশের বাহন করে তুলেছিল –

(ক) ফোর্ট উইলিয়ম কলেজ গোষ্ঠী

(খ) মিশনারী কলেজ গোষ্ঠী

(গ) হিন্দু কলেজ গোষ্ঠী

(ঘ) কোনোটাই নয়

৫১। বাংলা গদ্যকে যুক্তিতে, তর্কে, চিন্তায় সজ্জিত করেছিলেন –

(ক) বিদ্যাসাগর

(খ) রামরাম বসু

(গ) মৃত্যুপ্রয় বিদ্যালংকার

(ঘ) রামমোহন

৫২। ‘পাষণ্ডপীড়ন’ গ্রন্থটির লেখক হলেন –

(ক) কাশীনাথ তর্কপঞ্চানন

(খ) রামমোহন

(গ) মৃত্যুর বিদ্যালংকার

(ঘ) এঁদের কেউ নন

Leave a Comment