আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 36 দশম শ্রেণী আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) মানুষ – ধরার দলের নথ ছিল – (A) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ (B) ইগলের চেয়ে কঠিন (C) সিংহের চেয়ে ধারালো (D) বাঘের চেয়ে নির্দয় 2 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) কবি আদিম যুগের যে – বিশেষণ ব্যবহার করেছেন , তা হল— (A) চেতনাতীত (B) দৃষ্টি – অতীত (C) অপমানিত (D) উদভ্রান্ত 3 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) কে শঙ্কাকে হার মানাতে চাইছিল ? (A) কবি (B) আফ্রিকা (C) রুদ্র সমুদ্রের বাহু (D) দৃষ্টি – অতীত জাদু 4 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) ‘ আফ্রিকা ‘ কবিতায় ‘ ওরা ’ এল— । (A) লোহার হাতকড়ি নিয়ে (B) মানুষ – ধরার দল নিয়ে (C) অরণ্যপথে (D) সমুদ্রপারে 5 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) আফ্রিকা বিদ্রূপ করছিল – (A) নতুন সৃষ্টিকে (B) শঙ্কাকে (C) আপনাকে (D) ভীষণকে 6 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) ‘ আফ্রিকা ‘ কবিতায় কবি ‘ ছায়াবৃতা ‘ সম্বোধন করেছেন – (A) আদিম অরণ্যকে (B) আফ্রিকার কৃষ্ণাঙ্গী ক্রীতদাসীকে (C) আফ্রিকাকে (D) ঔপনিবেশিক শাসনকে 7 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) আজ কোন্ দিকে ঝড় আসছে ? (A) পূর্ব দিগন্তে (B) পশ্চিম দিগন্তে (C) উত্তর দিগন্তে (D) দক্ষিণ দিগন্তে 8 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল , সে হল – (A) দুর্গমের রহস্য (B) দৃষ্টি – অতীত জাদু (C) যুগান্তরের কবি (D) রুদ্র সমুদ্রের বাহু 9 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) আফ্রিকা হল একটি – (A) শহর (B) মহাসাগর (C) মহাদেশ (D) উপমহাদেশ 10 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) পূজার ঘণ্টা কখন বাজছিল । (A) সকালে (B) সন্ধ্যায় (C) সকালে – সন্ধ্যায় (D) মধ্যরাতে Your score is Facebook