আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 1 দশম শ্রেণী আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST আফ্রিকা(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) শিশুরা খেলছিল _____ । (A) মায়ের কোলে (B) পাড়ায় পাড়ায় (C) গুপ্ত গহ্বরে (D) বাষ্পাকুল অরণ্যপথে 2 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) ‘ তাণ্ডব ‘ শব্দের অর্থ হল – (D) উদ্দাম নাচ (A) অপমান (B) তছনছ করা (C) হইচই করা 3 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্য ছিল – (A) ভাষাহীন ক্রন্দন (B) কৃপণ আলো (C) সূর্যহারা অরণ্য (D) বীভৎস কাদার শিশু 4 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) পূজার ঘণ্টা কখন বাজছিল । (A) সকালে (B) সন্ধ্যায় (C) সকালে – সন্ধ্যায় (D) মধ্যরাতে 5 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) অরণ্যপথে ধূলি পঙ্কিল হল – (A) রক্তে মিশে (B) অশ্রুতে মিশে (C) ঘামে ভিজে (D) রক্তে – অশ্রুতে মিশে 6 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল ? (A) উপেক্ষার আবিল দৃষ্টি (B) মানুষের শুভবুদ্ধি (C) সভ্যের বর্বর লোভ (D) আফ্রিকার মানবরূপ 7 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) যারা কাঁটা – মারা জুতো পরেছিল , তারা হল— (A) দস্যু (B) নেকড়ে (C) মানুষ – ধরার দল (D) পশু 8 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) ‘ এল ওরা লোহার হাতকড়ি নিয়ে — ওরা হল – (A) ভারতীয় (B) আমেরিকান (C) ইউরোপীয় (D) জংলি উপজাতি 9 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) কবি আদিম যুগের যে – বিশেষণ ব্যবহার করেছেন , তা হল— (A) চেতনাতীত (B) দৃষ্টি – অতীত (C) অপমানিত (D) উদভ্রান্ত 10 / 10 Category: আফ্রিকা (X-BENGALI) কবির সংগীতে বেজে উঠেছিল— (A) মধুর বাংকার (B) পূজার ঘণ্টা (C) সুন্দরের আরাধনা (D) সুরের মূর্ছনা Your score is Facebook