আয় আরো বেঁধে বেঁধে থাকি(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 250 দশম শ্রেণী আয় আরো বেঁধে বেঁধে থাকি(কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST আয় আরো বেঁধে বেঁধে থাকি (কবিতা): দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) আমাদের কী নেই বলে কবির মত প্রকাশ ? (A) ভূগোল (B) ইতিহাস (C) বাংলা (D) জীবন 2 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) আমাদের মাথায় ______ (A) বোমারু (B) গিরিখাদ (C) চূড়া (D) পর্বত গহ্বর 3 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) পায়ে পায়ে হিমানীর বাঁধ ।’ — ‘ হিমানী ‘ শব্দের আক্ষরিক অর্থ (A) কাজল (B) আগুন (C) তুষার (D) পর্বত 4 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ বাক্যটির অর্থ (A) দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা (B) ছাড়া ছাড়া থাকা (C) বন্ধন মুক্ত থাকা (D) ঢিলেঢালা থাকা 5 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল ? (A) যাযাবর (B) মৌমাছি (C) নীললোহিত (D) কুত্তক 6 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হল (A) দিনগুলি রাতগুলি (B) নিহিত পাতাল ছায়া (C) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে (D) বাবরের প্রার্থনা 7 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) আমরা ভিখারি কত মাসে বলে কবির মত । (A) পাঁচ মাস (B) ছ – মাস (C) আট মাস । (D) বারো মাস 8 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) ‘ আমাদের বাঁয়ে গিরিখাদ ‘ ‘ গিরিখাদ ‘ শব্দটির আক্ষরিক অর্থ – (A) স্থানচ্যুতি (B) অদৃশ্য হওয়া (C) চূড়া (D) পর্বত গহ্বর 9 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) “ আমাদের চোখমুখ ঢাকা ।’— ‘ চোখমুখ ‘ অর্থে কবি বলেছেন (A) মুখোশাবৃত (B) সময়াবৃত (C) অলংকারাবৃত (D) সমাজাবৃত 10 / 10 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ কবিতাটির দ্বিতীয় পঙ্ক্তি (A) আমাদের ডানপাশে ধ্বস (B) আমাদের বাঁয়ে গিরিখাদ (C) আমাদের মাথায় বোমারু (D) আমাদের ঘর গেছে উড়ে Your score is Facebook