কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 210 দ্বাদশ শ্রেণী কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ ধিক্ । শত ধিক্ আমাকে ।’— বক্তা হলেন – (A) নিখিল (B) টুনুর মা (C) মৃত্যুঞ্জয়ের ভাই (D) মৃত্যুঞ্জয় 2 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ নিখিলের মনটাও খারাপ হয়ে যায় ।’— নিখিলের মন খারাপ হয়ে যায় , কারণ— (A) মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছে (B) মৃত্যুঞ্জয় পাগলামি করছে (C) মৃত্যুঞ্জয়ের স্ত্রীর অবস্থা শোচনীয় (D) দুর্ভিক্ষের ভয়াবহতা , অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে 3 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ কিন্তু সেটা হয় অনিয়ম ।’— এখানে ‘ অনিয়ম ‘ বলতে বোঝানো হয়েছে – (A) রূঢ় বাস্তবকে গ্রাহ্য করা (B) সংসার ছেড়ে রিলিফ ওয়ার্কে অংশ নেওয়া (C) রুঢ় বাস্তব নিয়মকে উলটে মধুর আধ্যাত্মিক নীতিতে রূপান্তরিত করা (D) রূঢ় বাস্তব কিংবা আধ্যাত্মিক আদর্শ উভয়কেই বর্জন করা 4 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ ওটা পাশবিক স্বার্থপরতা ।’- মৃত্যুঞ্জয়ের মতে পাশবিক স্বার্থপরতাটি হল (A) দুর্ভিক্ষের সীমাহীন যন্ত্রণায় মর্মাহত না – হওয়া (B) বেঁচে থাকার প্রয়োজনে যথাযথ খাবার খাওয়ার মানসিকতা (C) সরকারি রিলিফ ওয়ার্কের গুণগান (D) সংসারের প্রতি অত্যধিক মনোযোগ 5 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম – (A) প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায় (B) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় (C) শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় (D) অশোককুমার বন্দ্যোপাধ্যায় 6 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে’- এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে– (A) মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সঙ্গে (B) রাগী জ্ঞানশূন্য উদ্ভ্রান্ত মানুষের সঙ্গে (C) অসুস্থ রুগির সঙ্গে (D) শার্শিতে আটকানো মৌমাছির সঙ্গে 7 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে থাকার টুনুর মায়ের সাতর অনুরোধে নিখিল শর্ত দিয়েছিল – (A) তাকে সুস্থ হয়ে ঘর সামলাতে হবে (B) তাকে সুস্থ হয়ে উঠতে হবে (C) তাকে ছেলেমেয়েদের আদরযত্ন করতে হবে (D) তাকে বিছানা থেকে উঠে দু – বেলা খেতে হবে 8 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ‘ — যে ঘটনা শোনা বা পড়ার কথা বলা হয়েছে , সেটি হল – (A) কলেরার প্রাদুর্ভাবের কথা (B) অনাহারে মৃত্যুর কথা (C) রাজনৈতিক হানাহানির কথা (D) ভারত ছাড়ো আন্দোলনের কথা 9 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) প্রতিমাসে ধার করছিস ।’- নিখিলের এমন কথা বলার কারণ – (A) মৃত্যুঞ্জয় ছিল অমিতব্যয়ী (B) মৃত্যুয়ের অফিসে অনেক দেনা ছিল (C) মৃত্যুঞ্জয়ের মাইনের টাকায় মাস চলত না (D) মৃত্যুঞ্জয়ের অসুস্থতার কারণে অনেক খরচ হত 10 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলেমেয়েগুলির চিৎকার করে কাঁদার কারণ – (A) টুনুর মায়ের কঠোর শাসন (B) মৃত্যুঞ্জয়ের বাড়িতে না – ফেরা (C) অনাদর ও অবহেলা (D) অনাদর , অবহেলা ও খিদের জ্বালা Your score is Facebook