কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 435 দ্বাদশ শ্রেণী কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মরে গেল । না খেয়ে মরে গেল ।’- বন্তা কে ? (A) টুনুর মা (B) নিখিল (C) মৃত্যুঞ্জয় (D) টুনু 2 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) নিখিল মাসিক মাইনে থেকে মোট কত টাকা রিলিফ ফান্ডের জন্য রাখতে পারবে বলে ভেবেছে ? (A) দশ টাকা (B) পনেরো টাকা (C) কুড়ি টাকা (D) পঁচিশ টাকা 3 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মৃত্যুঞ্জয় দুপুরে কী কী খেয়ে অফিসে এসেছিল ? (A) ভাত , ডাল , ভাজা , তরকারি , মাছ , দই (B) ভাত , ডাল , ভাজা , তরকারি , মাংস , দই (C) ভাত , ডাল , ভাজা , ডিমের তরকারি , মাছ , দই (D) ভাত , ডাল , ভাজা , মাছ , দই , মাছ 4 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ যথেষ্ট রিলিফ ওয়ার্ক ‘ না – হওয়ার কারণ – (A) টাকার অভাব (B) সদিচ্ছার অভাব (C) লোকের অভাব (D) পরিকল্পনার অভাব 5 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ আনমনে অর্ধ – ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় ।’ মৃত্যুন্বয়ের এই আর্তনাদের কারণ – (A) অনাহারে একজনকে মরে যেতে দেখে সে দুঃখ পেয়েছে (B) অনাহারে একজনকে মরে যেতে দেখে সে ভয় পেয়েছে (C) অনাহারে মৃত মানুষটিকে সে স্বপ্নে দেখেছে (D) অনাহারে মৃত মানুষটি ছিল তার অত্যন্ত পরিচিত 6 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের – (A) বমি হয় (B) রাগ হয় (C) শরীরে তার প্রতিক্রিয়া হয় (D) ঘুম পায় 7 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।’— এমন বলার কারণ – (A) কয়েকজন মানুষের কৃপা – করুণায় খাদ্যাভাব মেটে না (B) এ অনেকটা একজনের বদলে আর একজনকে খাওয়ানো (C) সকলে সমান স্বার্থত্যাগী নয় (D) আসলে এটাও এক ধরনের স্বার্থপরতা 8 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল ।’- কারণ – (A) অফিসে কাজের প্রবল চাপ ছিল (B) প্রচন্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল (C) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল । (D) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল 9 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে – (A) দশজন লোক (B) সাতজন লোক (C) পাঁচজন লোক (D) ন – জন লোক 10 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) নিখিল মাইনে থেকে টাকা পাঠাত— (D) পাঁচ জায়গায় (A) দু – জায়গায় (B) চার জায়গায় (C) তিন জায়গায় Your score is Facebook