কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 12 দ্বাদশ শ্রেণী কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ নিখিলকে বার বার আসতে হয় ।’– এর কারণ— (A) মৃত্যুঞ্জয়ের শারীরিক অসুস্থতা (B) টুনুর মায়ের শারীরিক অসুস্থতা (C) মৃত্যুঞ্জয় , টুনুর মা ও তাদের প্রতি নিখিলের দরদ এবং দায়বদ্ধতা (D) মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়ের প্রতি নিখিলের ভালোবাসা 2 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ একটা কাজ করে দিতে হবে ভাই’— এখানে উল্লিখিত কাজটি ছিল— (A) মানি অর্ডারে টাকা পাঠানো (B) অফিসে কিছু বাড়তি দায়িত্ব পালন (C) সাংসারিক বিষয়ে বিশেষ উপকার (D) মাইনের পুরো টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসা 3 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) টুনুর মা – র যা স্বাস্থ্যের অবস্থা , তাতে একবেলা খেয়ে কতদিন টিকতে পারবে বলে নিখিলের মনে সংশয় জাগে – (A) দশ – পনেরো দিন (B) পনেরো – কুড়ি দিন (C) কুড়ি – পঁচিশ দিন (D) পঁচিশ – তিরিশ দিন 4 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ একস্থানে তীক্ষ্ণধার হা – হুতাশ করা মন্তব্য করা হয়েছে ।’— কোথায় এমন করা হয়েছে ? (A) পত্রিকায় (B) চিঠিতে (C) সংবাদপত্রে (D) বইয়ে 5 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) মরে গেল । না খেয়ে মরে গেল ।’- বন্তা কে ? (A) টুনুর মা (B) নিখিল (C) মৃত্যুঞ্জয় (D) টুনু 6 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) সে এক সঙ্গে পাহাড়প্রমাণ মালমশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণাশক্তির থলিটিতে ।’- এমন বলার কারণ , মৃত্যুঞ্জয় – (A) গভীরভাবে আতঙ্কিত হয়েছে (B) অনাহারে মৃত্যুর যাবতীয় কার্যকারণ বুঝতে চাইছে (C) শুধুই মৃত্যুযন্ত্রণার কথা ভাবছে (D) খিদের যন্ত্রণার কথা ভাবছে 7 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল ।’- কারণ – (A) অফিসে কাজের প্রবল চাপ ছিল (B) প্রচন্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল (C) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল । (D) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল 8 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) ‘ অন্নের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে ।’— যা সমিধে পরিণত হবে , (A) দুর্ভিক্ষের আগুন (B) হৃদয়ের আগুন (C) চিতার আগুন (D) ক্ষুধার আগুন 9 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) সংবাদপত্রে কতজনের মৃতদেহ ভালোভাবে সদ্গতির ব্যবস্থা হয়নি বলে নিন্দা করা হয়েছে – (A) কুড়ি জনের (B) তিরিশ জনের (C) দশ জনের (D) কুড়ি – তিরিশ জনের 10 / 10 Category: কে বাঁচায় কে বাঁচে! (XII-BENGALI) নিখিলের কীসে মন নেই ? (A) কাজে (B) সংসারে (C) অফিসে (D) খেলায় Your score is Facebook