দশম শ্রেণী বাংলা – MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 7 দশম শ্রেণী দশম শ্রেণী বাংলা – MCQ TEST দশম শ্রেণী বাংলা – MCQ TEST 1 / 30 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) “ বিশ্বমায়ের আসন – (A) দুলে উঠেছে (B) ছিন্ন হয়েছে (C) পাতা হয়েছে (D) মহাকাল ধারণ করে রেখেছেন 2 / 30 Category: পথের দাবী (X-BENGALI) পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করত – (A) বর্মা অয়েল কোম্পানিতে (B) বর্মা পুলিশে (C) ভামো শহরে (D) ম্যানডালে 3 / 30 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ সিন্ধুতীরে ’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (A) লোরচন্দ্রাণী (B) পদ্মাবতী (C) সতীময়না (D) তোহফা 4 / 30 Category: বাংলা ভাষায় বিজ্ঞান (X-BENGALI) ইউরোপ – আমেরিকায় যা লেখা সুসাধ্য , তা হল – (A) হোমসায়েন্স (B) পলিটিকাল সায়েন্স (C) এভরিডে সায়েন্স (D) পপুলার সায়েন্স 5 / 30 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ উল্কা ছুটায় নীল খিলানে ।’— ‘ নীল খিলান ‘ বলতে এখানে বোঝানো হয়েছে – (A) গাছপালাকে (B) আকাশকে (C) প্রাসাদকে (D) মন্দিরকে 6 / 30 Category: আফ্রিকা (X-BENGALI) আফ্রিকা হল একটি – (A) শহর (B) মহাসাগর (C) মহাদেশ (D) উপমহাদেশ 7 / 30 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ বাক্যটির অর্থ (A) দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা (B) ছাড়া ছাড়া থাকা (C) বন্ধন মুক্ত থাকা (D) ঢিলেঢালা থাকা 8 / 30 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) দেশে সবাই সাক্ষর না হলেও কলম এখন – (A) অস্পৃশ্য (B) সর্বজনীন (C) দুর্লভ (D) মহার্ঘ 9 / 30 Category: অদল বদল (X-BENGALI) ‘ ও মরিয়া হয়ে বলল , ‘ ‘ ও ‘ হল – (A) অমৃত (B) ইসাব (C) অমৃতের মা (D) ইসাবের বাবা 10 / 30 Category: বাংলা দশম শ্রেণী . ‘প্রথম দিন‘ গল্পের লেখক কে? Ⓐ শ্ৰীতপন রায় Ⓑ তপন রায় Ⓒ শ্ৰীতপন কুমার রায় Ⓓ তপন কুমার রায় 11 / 30 Category: বহুরূপী (X-BENGALI) যারা বহুরুপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয় – (A) এক আনা (B) এক পয়সা (C) এক টাকা (D) এক আনা দুআ – না 12 / 30 Category: বহুরূপী (X-BENGALI) সন্ন্যাসী সারাবছর খেতেন— (A) একটি বেল (B) একটি আমলকী (C) একটি বহেড়া (D) একটি হরীতকী 13 / 30 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ বাবা , তোর পেটে পেটে এত ।’— এখানে ‘ তোর ’ বলতে বোঝানো হয়েছে (A) তপনকে (B) তপনের মেজোকাকুকে (C) তপনের ছোটোমাসিকে (D) তপনের বন্ধুকে 14 / 30 Category: আফ্রিকা (X-BENGALI) কার নামে পুজার ঘণ্টা বাজছিল ? (A) সভ্য দেশগুলির নামে (B) ঔপনিবেশিক শাসকের নামে (C) আফ্রিকার রাজার নামে (D) দয়াময় দেবতার নামে 15 / 30 Category: অদল বদল (X-BENGALI) দুজনের বাবা পেশায় ছিলেন (A) তাঁতি (B) শিক্ষক (C) কুমোর (D) চাষি 16 / 30 Category: অস্ত্রের বিরুদ্ধে গান (X-BENGALI) ‘ বিরুদ্ধে ‘ শব্দের আক্ষরিক অর্থ – (A) বিপরীতে (B) অমিল (C) সহজে (D) সামনে 17 / 30 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) ‘ আমাদের পথ নেই আর ।’— ‘ পথ ‘ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে (A) দু – বার (B) একবার (C) চারবার (D) তিনবার 18 / 30 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ ভাঙ্গিল প্রবল বাও’— ‘ বাও ‘ শব্দের অর্থ হল – (A) প্রণাম (B) বজ্ৰ (C) বায়ু (D) আঘাত 19 / 30 Category: অসুখী একজন (কবিতা)(X-BENGALI) ‘ অসুখী একজন ‘ কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল— (A) চিমনির (B) মশারির (C) বিছানার (D) বসার ঘরের 20 / 30 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) নদীর চাঞ্চল্য ছিল ____ প্রকাশ (A) বর্ষণ – পুষ্ট মূর্তির (B) পরিপূর্ণতার আনন্দের (C) উন্মত্ততার (D) নূতন সজ্জিত শক্তির 21 / 30 Category: পথের দাবী (X-BENGALI) ‘ বুড়োমানুষের কথাটা শুনো ।’- ‘ বুড়ো মানুষটি হলেন (A) জগদীশবাবু (B) অপূর্ব (C) গিরীশ মহাপাত্র (D) নিমাইবাবু 22 / 30 Category: অসুখী একজন (কবিতা)(X-BENGALI) ‘ অসুখী একজন ‘ কবিতাটি অনুবাদকের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (A) এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় (B) পৃথিবীর শেষ কমিউনিস্ট (C) বিদেশি ফুলে রক্তের ছিটে (D) ফ্যাতাড়ুর কুম্ভীপাক 23 / 30 Category: অস্ত্রের বিরুদ্ধে গান (X-BENGALI) ‘ সহস্র উপায়ে ‘ শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে (A) অনেক উপায়ে (B) অল্প উপায়ে (C) মধ্যম উপায়ে (D) শাব্দিক উপায়ে 24 / 30 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক তাঁর প্রথম ফাউন্টেন পেনটি কবে নাগাদ কেনেন ? (A) প্রথম বিশ্বযুদ্ধের পর (B) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর (C) ভারতের স্বাধীনতার পর (D) ভারত ছাড়ো আন্দোলনের সময় 25 / 30 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) যে – বছরে নদীর ক্ষীণ স্রোতধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল , সেই বছরটি ছিল – (A) অতিবৃষ্টির বছর (B) অনাবৃষ্টির বছর (C) দুর্ভিক্ষের বছর (D) বন্যার বছর 26 / 30 Category: অভিষেক (X-BENGALI) মধুসূদনের অভিষেক ’ নামাঙ্কিত পাঠ্য অংশটি কোন্ কাব্য থেকে নেওয়া ? (A) হেক্টরবধ কাব্য (B) তিলোত্তমাসম্ভব কাব্য (C) মেঘনাদবধ কাব্য (D) ব্রজাঙ্গনা কাব্য 27 / 30 Category: অভিষেক (X-BENGALI) ‘ কোথায় পাইলে তুমি , শীঘ্ৰ কহ দাসে ।’— দাস হলেন – (A) লক্ষ্মণ (B) ইন্দ্ৰজিৎ (C) রাবণ (D) বিভীষণ 28 / 30 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) ‘ তপনের অপরিচিত ।’- যে – বস্তুর কথা বলা হয়েছে , তা হল – (A) মেসোর পরিচয় (B) তার নিজের লেখা গল্প (C) ‘ সন্ধ্যাতারা ‘ – র সম্পাদকের পরিচয় (D) ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকাটি 29 / 30 Category: বাংলা দশম শ্রেণী এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলে কী দেখা যায়? Ⓐ কঞ্চির কলম Ⓑ কাঠের কলম Ⓒ রকমারি কলম Ⓓ পিতলের কলম 30 / 30 Category: বাংলা ভাষায় বিজ্ঞান (X-BENGALI) বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যোৎসাহী লেখকদের পরিভাষা রচনার উদ্যোগের যে – ত্রুটি ছিল , তা হল – (A) তাঁরা একযোগে কাজ করেছিলেন (B) তাঁরা কাজ সম্পূর্ণ করেননি (C) তাঁদের কাজ ছিল নিয়মবহির্ভূত (D) তাঁরা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন । Your score is Facebook