দশম শ্রেণী বাংলা – MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 17 দশম শ্রেণী দশম শ্রেণী বাংলা – MCQ TEST দশম শ্রেণী বাংলা – MCQ TEST 1 / 30 Category: পথের দাবী (X-BENGALI) জগদীশবাবু পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিদের যেসব জিনিস খুলে দেখছিলেন , তা হল (A) টিনের তোরঙ্গ (B) ছোটো – বড়ো পুঁটলি (C) টিনের তোরঙ্গ ও বিছানাপত্র (D) ঘটিনের তোরঙ্গ ও ছোটো – বড়ো পুঁটলি 2 / 30 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) পায়ে পায়ে হিমানীর বাঁধ ।’ — ‘ হিমানী ‘ শব্দের আক্ষরিক অর্থ (A) কাজল (B) আগুন (C) তুষার (D) পর্বত 3 / 30 Category: অদল বদল (X-BENGALI) ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল— (A) তিন ইঞ্চি (B) চার ইঞ্চি (C) ছ – ইঞ্জি (D) পাঁচ ইঞ্চি 4 / 30 Category: অস্ত্রের বিরুদ্ধে গান (X-BENGALI) আসি , উঠে দাঁড়াই । ‘ (A) সামনে (B) দূরে (C) এগিয়ে (D) পিছনে 5 / 30 Category: সিন্ধুতীরে (X-BENGALI) ‘ অনুমান করে নিজ চিতে— সে অনুমান করেছিল যে— (A) মেয়েটি হল দেবী (B) মেয়েটি হল পরি (C) মেয়েটি হল রাজকন্যা (D) মেয়েটি হল বিদ্যাধরি 6 / 30 Category: বাংলা দশম শ্রেণী চণ্ডী কোথায় পড়েন? Ⓐ বাগবাজারে Ⓑ হাতিবাগানে Ⓒ কালীঘাটে Ⓓ শ্যামবাজারে 7 / 30 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) পঁয়তাল্লিশের যে ট্রেনটিকে নদেরচাদ রওনা করিয়ে দিয়েছিল , সেটি ছিল— (A) মেল ট্রেন (B) প্যাসেঞ্জার ট্রেন (C) মালগাড়ি (D) টয় ট্রেন 8 / 30 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) “ বিশ্বমায়ের আসন – (A) দুলে উঠেছে (B) ছিন্ন হয়েছে (C) পাতা হয়েছে (D) মহাকাল ধারণ করে রেখেছেন 9 / 30 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) রত্নের মূল্য – (A) দস্যুর কাছে (B) জহুরির কাছে (C) রত্নাকরের কাছে (D) নারীর কাছে 10 / 30 Category: বাংলা ভাষায় বিজ্ঞান (X-BENGALI) বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি প্রধান বাধা হল – (A) বাংলা ভাষার প্রতি অনীহা (B) ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ (C) ইংরেজি পারিভাষিক শব্দের অভাব (D) বাংলা পারিভাষিক শব্দের অভাব 11 / 30 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক জন্মেছেন ‘ হারিয়ে যাওয়া কালি কলম ‘ প্রবন্ধরচনার— (A) ২০ – ২৫ বছর আগে (B) ৩০ বছর আগে (C) ৫০–৬০ বছর আগে (D) ৭৫ বছর আগে 12 / 30 Category: আয় আরো বেঁধে বেঁধে থাকি(X-BENGALI) শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল ? (A) যাযাবর (B) মৌমাছি (C) নীললোহিত (D) কুত্তক 13 / 30 Category: আফ্রিকা (X-BENGALI) অরণ্যপথে ধূলি পঙ্কিল হল – (A) রক্তে মিশে (B) অশ্রুতে মিশে (C) ঘামে ভিজে (D) রক্তে – অশ্রুতে মিশে 14 / 30 Category: বহুরূপী (X-BENGALI) ‘ বাসের যাত্রীরা কেউ হাসে , কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত ।’— বাসযাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ – (A) বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে (B) বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার (C) হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন (D) কাপালিক সেজে এলেও হরিদা কোনো পয়সা নেন না 15 / 30 Category: বাংলা ভাষায় বিজ্ঞান (X-BENGALI) ‘ পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক ।’— তার বলতে যার কথা বোঝানো হয়েছে – (A) ইংরেজি না – জানা পাঠক (B) বাংলা না – জানা পাঠক (C) ইংরেজি জানা পাঠক (D) বাংলা জানা পাঠক 16 / 30 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) উন্নতমানের ফাউন্টেন পেনের নির্মাতা কে ছিলেন ? (A) ওয়াটারম্যান (B) লুইস ওয়াল্টার (C) অ্যান্ডারসন (D) জন স্টিভেনসন 17 / 30 Category: অদল বদল (X-BENGALI) ‘ ও মরিয়া হয়ে বলল , ‘ ‘ ও ‘ হল – (A) অমৃত (B) ইসাব (C) অমৃতের মা (D) ইসাবের বাবা 18 / 30 Category: আফ্রিকা (X-BENGALI) নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন— (A) কবি (B) ছায়াবৃতা (C) দয়াময় দেবতা (D) স্রষ্টা 19 / 30 Category: প্রলয়োল্লাস (X-BENGALI) ‘ তোরা সব জয়ধ্বনি কর ।’— যাঁর জয়ধ্বনি করতে হবে , তিনি হলেন – (A) দেশনেতা (B) মহাকাল (C) দেশমাতা (D) প্রলয়ংকর শিব 20 / 30 Category: অভিষেক (X-BENGALI) ‘ কোথায় পাইলে তুমি , শীঘ্ৰ কহ দাসে ।’— দাস হলেন – (A) লক্ষ্মণ (B) ইন্দ্ৰজিৎ (C) রাবণ (D) বিভীষণ 21 / 30 Category: নদীর বিদ্রোহ (X-BENGALI) শৈশবে , কৈশোরে ও প্রথম যৌবনে মানুষ (A) ভালোমন্দের হিসেব করে নানা (B) বড়ো – ছোটোর হিসেব করে না (C) সাদা – কালোর হিসেব করে না (D) ন্যায় – অন্যায়ের হিসেব করে 22 / 30 Category: পথের দাবী (X-BENGALI) গিরীশ মহাপাত্রের চুলে যে – গন্ধ ছিল , তার কারণ ছিল— (A) গঞ্জিকা (B) প্রসাধনী (C) বহুদিন স্নান না করা (D) নেবুর তেল 23 / 30 Category: জ্ঞানচক্ষু (X-BENGALI) তপন কখনো এত কাছ থেকে – (A) জলজ্যান্ত ভূত দেখেনি (B) সমুদ্র দ্যাখেনি (C) জলজ্যান্ত লেখক দ্যাখেনি (D) ক্রিকেট ম্যাচ দ্যাখেনি 24 / 30 Category: অসুখী একজন (কবিতা)(X-BENGALI) তারা আর স্বপ্ন দেখতে পারল না । কারা স্বপ্ন দেখতে পারল না ? (A) দেবতারা (B) শয়তানরা (C) মানুষেরা (D) যক্ষরা 25 / 30 Category: সিন্ধুতীরে (X-BENGALI) অচেতন কন্যাদের সংখ্যা ছিল — (A) পাঁচ (B) ছয় (C) চার (D) তিন 26 / 30 Category: বহুরূপী (X-BENGALI) ভবতোষ চেঁচিয়ে উঠেছিল— (A) হরিদার বাঘ সাজা দেখে (B) জগদীশবাবুর টাকার পরিমাণ শুনে (C) বকশিশের কথা শুনে (D) হরিদার টাকা ত্যাগ করার কথায় 27 / 30 Category: বাংলা দশম শ্রেণী কোন কলম তাড়াতাড়ি ভেঁতা হয়ে যায়? Ⓐ কঞ্চির কলম Ⓑ খাগের কলম Ⓒ পালকের কলম Ⓓ কাঠের কলম 28 / 30 Category: অভিষেক (X-BENGALI) ‘ ঘুচাব এ অপবাদ , বধি _____ । (A) অসুরকুলে (B) দেবকুলে (C) বানরকুলে (D) রিপুকুলে 29 / 30 Category: অস্ত্রের বিরুদ্ধে গান (X-BENGALI) শকুন বা চিল বলতে বোঝানো হয়েছে – (A) উদার মানুষকে (B) সুযোগসন্ধানী মানুষকে (C) ভালো মানুষকে (D) সংখ্যালঘু মানুষকে 30 / 30 Category: অসুখী একজন (কবিতা)(X-BENGALI) ‘ অসুখী একজন ‘ কবিতায় একটা কী চলে গেল বলতে কবি কোন্ জন্তুর উল্লেখ করেছেন ? (A) মানুষ (B) কুকুর (C) হরিণ । (D) বিড়াল Your score is Facebook