পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 239 দশম শ্রেণী পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: পথের দাবী (X-BENGALI) বড়োসাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন— (A) ভামো – তে (B) ম্যানডালে (C) উত্তর ব্রহ্মদেশে (D) রেঙ্গুনে 2 / 10 Category: পথের দাবী (X-BENGALI) এতবড়ো কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর । কার্যকুশলা মেয়েটি হল – (A) তলওয়ারকরের স্ত্রী (B) অপূর্বর স্ত্রী (C) উপরতলার বাসিন্দা ক্রিশ্চান মেয়েটি (D) অপূর্বর বোন 3 / 10 Category: পথের দাবী (X-BENGALI) গিরীশ মহাপাত্রের চোখ দুটি ছিল (A) ধূর্ততায় ভরা (B) উদাস ও স্নিগ্ধ (C) নিষ্প্রভ ও বিষণ্ণ (D) গভীর জলাশয়ের মতো 4 / 10 Category: পথের দাবী (X-BENGALI) পুলিশ যাঁর খোঁজে তল্লাশি করছিল , তিনি ছিলেন একজন— (A) রাজদ্রোহী (B) দেশদ্রোহী (C) খুনি জন (D) অপরাধী 5 / 10 Category: পথের দাবী (X-BENGALI) ‘ কাকাবাবু , এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন …’- এক্ষেত্রে অপূর্বর ‘ কাকাবাবু ’ কে ? (A) জগদীশবাবু (B) গিরিশ মহাপাত্র (C) নিমাইবাবু (D) রামদাস তলওয়ারকর 6 / 10 Category: পথের দাবী (X-BENGALI) পোলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল (A) গিরীশ মহাপাত্র (B) নিমাইবাবু (C) সব্যসাচী মল্লিক D) রামদাস তলওয়ারকর 7 / 10 Category: পথের দাবী (X-BENGALI) অপূর্ব ও তলওয়ারকরের সঙ্গে ভামো – তে যারা গিয়েছিল , তারা হল (A) আরদালি ও পেয়াদা (B) তেওয়ারি ও পেয়াদা (C) তেওয়ারি ও আরদালি (D) পেয়াদা ও বড়োসাহেব 8 / 10 Category: পথের দাবী (X-BENGALI) তুমি তো ইউরোপিয়ান নও ! ‘ — কথাটি অপূর্বকে কে বলেছিলেন ? (A) রেঙ্গুনের সাব – ইনস্পেক্টর (B) বর্মা সাব – ইনস্পেক্টর (C) বড়োসাহেব (D) বর্মার জেলাশাসক 9 / 10 Category: পথের দাবী (X-BENGALI) সব্যসাচী মল্লিক পেশায় ছিল— (A) ডাক্তার (B) পুলিশ (C) কেরানি (D) শিক্ষক 10 / 10 Category: পথের দাবী (X-BENGALI) জগদীশবাবু পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিদের যেসব জিনিস খুলে দেখছিলেন , তা হল (A) টিনের তোরঙ্গ (B) ছোটো – বড়ো পুঁটলি (C) টিনের তোরঙ্গ ও বিছানাপত্র (D) ঘটিনের তোরঙ্গ ও ছোটো – বড়ো পুঁটলি Your score is Facebook