পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 94 দশম শ্রেণী পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: পথের দাবী (X-BENGALI) ‘ আশ্চয্যি নেহি হ্যায় বাবুসাহেব ।’— ‘ বাবুসাহেব টি হলেন (A) সব্যসাচী মল্লিক (B) অপূর্ব (C) বড়োবাবু (D) তলওয়ারকর 2 / 10 Category: পথের দাবী (X-BENGALI) গিরীশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদ ছিল— (A) পরিপাটি ও সাফসুতরো (B) নোংরা ও বিরক্তিকর (C) সাদাসিধে (D) অদ্ভুত ও হাস্যকর 3 / 10 Category: পথের দাবী (X-BENGALI) পুলিশস্টেশনে মোটঘাট নিয়ে বসে থাকা বাঙালির সংখ্যা হল— (A) আট জন (B) ছ জন (C) পাঁচ জন (D) সাত জন 4 / 10 Category: পথের দাবী (X-BENGALI) গিরীশ মহাপাত্রের চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল – (A) তার কথা বলার কায়দা (B) তার উজ্জ্বল চোখ (C) তার হাসি (D) তার ফরসা রং 5 / 10 Category: পথের দাবী (X-BENGALI) তুমি তো ইউরোপিয়ান নও ! ‘ — কথাটি অপূর্বকে কে বলেছিলেন ? (A) রেঙ্গুনের সাব – ইনস্পেক্টর (B) বর্মা সাব – ইনস্পেক্টর (C) বড়োসাহেব (D) বর্মার জেলাশাসক 6 / 10 Category: পথের দাবী (X-BENGALI) ‘ এমনি তাদের অভ্যাস হয়ে গেছে । যা অভ্যাস হওয়ার কথা বলা হয়েছে , তা হল (A) সময়মতো খাওয়া (B) পুলিশের মার খাওয়া (C) অপমানিত হওয়া (D) বিশৃঙ্খলা 7 / 10 Category: পথের দাবী (X-BENGALI) ‘ দয়ার সাগর ! পরকে সেজে দি , নিজে খাইনে ।’— বস্তুা হলেন (A) নিমাইবাবু (B) জগদীশবাবু (C) অপূর্ব (D) গিরীশ মহাপাত্র 8 / 10 Category: পথের দাবী (X-BENGALI) জগদীশবাবু পুলিশস্টেশনে বসে থাকা বাঙালিদের যেসব জিনিস খুলে দেখছিলেন , তা হল (A) টিনের তোরঙ্গ (B) ছোটো – বড়ো পুঁটলি (C) টিনের তোরঙ্গ ও বিছানাপত্র (D) ঘটিনের তোরঙ্গ ও ছোটো – বড়ো পুঁটলি 9 / 10 Category: পথের দাবী (X-BENGALI) বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল (A) উত্তর ব্রহ্মদেশে (B) মিক্থিলায় (C) ভামো শহরে (D) রেঙ্গুনে 10 / 10 Category: পথের দাবী (X-BENGALI) তেওয়ারি বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল , তার নাম – (A) ফয়া (B) শোএবো (C) মিথিলা (D) এনাভাং Your score is Facebook