পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 187 দশম শ্রেণী পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST পথের দাবী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: পথের দাবী (X-BENGALI) ‘ দয়ার সাগর ! পরকে সেজে দি , নিজে খাইনে ।’— বস্তুা হলেন (A) নিমাইবাবু (B) জগদীশবাবু (C) অপূর্ব (D) গিরীশ মহাপাত্র 2 / 10 Category: পথের দাবী (X-BENGALI) জগদীশবাবু পেশায় ছিলেন (A) তেলের কারখানার মিস্ত্রি (B) পুলিশ (C) ডাক্তার (D) পিয়াদা 3 / 10 Category: পথের দাবী (X-BENGALI) অপূর্ব ও তলওয়ারকরের সঙ্গে ভামো – তে যারা গিয়েছিল , তারা হল (A) আরদালি ও পেয়াদা (B) তেওয়ারি ও পেয়াদা (C) তেওয়ারি ও আরদালি (D) পেয়াদা ও বড়োসাহেব 4 / 10 Category: পথের দাবী (X-BENGALI) পোলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল (A) গিরীশ মহাপাত্র (B) নিমাইবাবু (C) সব্যসাচী মল্লিক D) রামদাস তলওয়ারকর 5 / 10 Category: পথের দাবী (X-BENGALI) যে – দেশটিকে ম্লেচ্ছদেশ বলা হয়েছে , সেটি হল – (A) ভারতবর্ষ বর্মা (B) পাকিস্তান (C) ইংল্যান্ড (D) বর্মা 6 / 10 Category: পথের দাবী (X-BENGALI) গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে ! ’ — ‘ বুনোহাঁস ‘ বলতে কী বোঝানো হয়েছে ? (A) জংলি হাঁসদের (B) চোর – ডাকাতদের (C) বিদ্রোহীদের (D) ইংরেজ কর্মচারীদের 7 / 10 Category: পথের দাবী (X-BENGALI) অপূর্ব ও তলওয়ারকরের সঙ্গে ভামো – তে যারা গিয়েছিল , তারা হল (A) আরদালি ও পেয়াদা (B) তেওয়ারি ও পেয়াদা (C) তেওয়ারি ও আরদালি (D) পেয়াদা ও বড়োসাহেব 8 / 10 Category: পথের দাবী (X-BENGALI) ‘ এমনি তাদের অভ্যাস হয়ে গেছে । যা অভ্যাস হওয়ার কথা বলা হয়েছে , তা হল (A) সময়মতো খাওয়া (B) পুলিশের মার খাওয়া (C) অপমানিত হওয়া (D) বিশৃঙ্খলা 9 / 10 Category: পথের দাবী (X-BENGALI) মহাপাত্রের সঙ্গে তার যেসব মালপত্র ছিল , তা হল (A) ভাঙা টিনের তোরা ও চাটাই জড়ানো ময়লা বিছানা (B) ভাঙা টিনের তোরা ও ছোটো – বড়ো পুঁটলি (C) টিনের তোরা ও একটি কাপড়ের ব্যাগ (D) একটি কাপড়ের ব্যাগ ও চাটাই জড়ানো ময়লা বিছানা 10 / 10 Category: পথের দাবী (X-BENGALI) তেওয়ারি বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল , তার নাম – (A) ফয়া (B) শোএবো (C) মিথিলা (D) এনাভাং Your score is Facebook