বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 298 দশম শ্রেণী বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST বহুরূপী: দশম শ্রেণী বাংলা- MCQ TEST 1 / 10 Category: বহুরূপী (X-BENGALI) দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল— (A) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে (B) পুলিশ সেজে (C) স্কুলের মাস্টারমশাই সেজে (D) বাউল সেজে 2 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল— (A) আট টাকা দশ আনা (B) আট টাকা তিন আনা (C) দশ টাকা আট আনা (D) তিন টাকা আট আনা 3 / 10 Category: বহুরূপী (X-BENGALI) রাগ হল এক ধরনের— (A) অনুভূতি (B) প্রবৃত্তি (C) রিপু (D) আচরণ 4 / 10 Category: বহুরূপী (X-BENGALI) সন্ন্যাসী সারাবছর খেতেন— (A) একটি বেল (B) একটি আমলকী (C) একটি বহেড়া (D) একটি হরীতকী 5 / 10 Category: বহুরূপী (X-BENGALI) হরিদার মতে সব তীর্থ— (A) মানুষের বুকের ভিতর (B) গভীর অরণ্যে (C) শূন্য আকাশে (D) হিমালয়ের চূড়ায় 6 / 10 Category: বহুরূপী (X-BENGALI) জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল— (A) বারো লক্ষ টাকার (B) কুড়ি লক্ষ টাকার (C) আঠারো লক্ষ টাকার (D) এগারো লক্ষ টাকার 7 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বাসের ড্রাইভারের নাম ছিল – (A) ভবতোষ (B) অনাদি (C) কাশীনাথ (D) জগদীশ 8 / 10 Category: বহুরূপী (X-BENGALI) সন্ন্যাসী থাকেন – (A) হিমালয়ের চূড়াতে (B) মরুভূমিতে (C) হিমালয়ের গুহাতে (D) বনভূমিতে 9 / 10 Category: বহুরূপী (X-BENGALI) চাকর বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল – (A) একজন বাইজি (B) একটি উন্মাদ পাগল (C) একজন সন্ন্যাসী (D) একজন কাপালিক 10 / 10 Category: বহুরূপী (X-BENGALI) বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল – (A) ক্ষমা (B) অশ্রু (C) জ্যোৎস্না (D) ক্রোধ Your score is Facebook