ভাত (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 179 দ্বাদশ শ্রেণী ভাত (XII-BENGALI): – MCQ TEST ভাত (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: ভাত (XII-BENGALI) বাসিনী উচ্ছবকে ডেকে এনেছিল কারণ – (A) কাঠ কাটায় উচ্ছব খুব পটু (B) উচ্ছব এক গরিব ভাগচাষি (C) ঝড়জলে উচ্ছবের দেশ ভেসে গেছে (D) উচ্ছব তার গ্রাম – সম্পর্কিত দাদা 2 / 10 Category: ভাত (XII-BENGALI) বুড়ো কর্তা তাঁর বাড়িগুলোকে বহু নামে শিবকে দিয়ে । রেখেছিলেন , কারণ- (A) তাঁর দেবভক্তি (B) তিনি শৈব ছিলেন (C) তাঁর স্ত্রীয়ের মৃত্যু (D) তাঁর দূরদর্শিতা 3 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ মানুষের সঙ্গে বিয়ে দিও না ।’— বড়ো পিসিমার এমন কথা বলার কারণ— (A) তিনি অসুস্থ ও শয্যাশায়ী (B) শিবঠাকুর তাঁর পতিদেবতা (C) তিনি শিবঠাকুরের দাসী (D) তিনি দেবদাসী 4 / 10 Category: ভাত (XII-BENGALI) বড়ো বাড়িতে হোমযজ্ঞ করার জন্য তান্ত্রিককে ডেকে এনেছেন— (A) ছোটো বউ (B) মেজ বউয়ের বাবা (C) ছোটো বউয়ের বাবা (D) বড়ো বউয়ের বাবা 5 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ এসব কথা শুনে উচ্ছব বুকে বল পায় ।’— উচ্ছব বুকে বল পায়— (A) বড়ো বাড়িতে রান্নার আয়োজন সম্পূর্ণ হচ্ছে শুনে (B) মাতলার জল কম গেছে শুনে (C) চন্নুনীর মা ফিরে এসেছে শুনে (D) বাসিনী তার হাতে ছাতু গুঁজে দেয় দেখে 6 / 10 Category: ভাত (XII-BENGALI) চোখ ঠিকরে বেরিয়ে আসে তার । এর কারণ – (A) বড়ো বউয়ের হম্বিতম্বি শুনে (B) পিসিমার বেশভূষা দেখে (C) নানারকম চালের আয়োজন দেখে (D) শিবমন্দির দেখে 7 / 10 Category: ভাত (XII-BENGALI) মোটা সাপ্টা চালের ভাত খায়— (A) বড়ো বউ (B) মেজ ছেলে (C) বুড়ো কৰ্তা (D) বামুন – ঝি – চাকর 8 / 10 Category: ভাত (XII-BENGALI) বড়ো বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়— (A) বামুন – চাকর – ঝি – দের জন্য (B) মেজ আর ছোটোর জন্য (C) বড়োবাবুর জন্য (D) নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্য 9 / 10 Category: ভাত (XII-BENGALI) তিনটে ছেলে মন্দিরের চাতালে বসে – (A) গল্প করে (B) দাবা খেলে (C) তামাশা দেখে (D) তাস পেটে 10 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি ? ‘ — যার প্রসঙ্গে এমন উক্তি , সে হল— (A) বড়ো পিসিমা (B) উচ্ছব (C) বড়ো বউ (D) বুড়ো কর্তা Your score is Facebook