ভাত (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 91 দ্বাদশ শ্রেণী ভাত (XII-BENGALI): – MCQ TEST ভাত (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ সরকার ঘর কত্তে খরচা দেবে শুনছ না ? ’ – এ কথা বলেছিল – (A) গ্রামের সবাই (B) সাধনবাবু (C) সতীশবাবু (D) ঘ বাসিনীর ভাজ 2 / 10 Category: ভাত (XII-BENGALI) উচ্ছব তাড়াতাড়ি কাঠ কাটছিল , এই কথা ভেবে যে – (A) বড়ো বউ রাগ করবে (B) বড়ো পিসিমা রাগ করবে (C) কাঠ কাটলে হোম হবে , হোম হলে সে ভাত পাবে (D) তান্ত্রিক রাগ করবে 3 / 10 Category: ভাত (XII-BENGALI) নিভুই উচ্ছবের জমি চেয়ে দরখাস্তের নকল রাখা ছিল – (A) টিনের মুখখোলা কৌটোয় (B) টিনের মুখবন্ধ কৌটোয় (C) টিনের কৌটোয় (D) লাহোর তরঙ্গে 4 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ বাসিনী ব্যাগ্যতা করি তোর ।’— বক্তা কে – (D) উচ্চব (A) সেজ বউ (B) হরিচরণ (C) উচ্ছব 5 / 10 Category: ভাত (XII-BENGALI) মাছভাত খেলে বড়ো বাড়িতে কোন্ চালের ব্যবহার – (A) কনকপানি (B) রামশাল (C) ঝিঙেশাল (D) মোটা সাপ্টা চাল 6 / 10 Category: ভাত (XII-BENGALI) লোকটার উগ্র চাহনি ছাড়াও বড়ো বউয়ের আর যা যা পছন্দ হয়নি , তা হল— (A) কোমর পর্যন্ত ছোটো ময়লা লুঙ্গি (B) ময়লা লুঙ্গি ও বুনো চেহারা (C) কোমর পর্যন্ত ছোটো ময়লা লুঙ্গি বুনো চেহারা (D) বুনো চেহারা , উগ্র চাহনি ও ময়লা লুঙ্গি 7 / 10 Category: ভাত (XII-BENGALI) ভাত খেয়ে দেহে শক্তি পেলে উচ্ছব – (A) চন্নুনীদের খুঁজে বের করবে (B) বড়ো বাড়ির বাদাটা খুঁজবে (C) দেশে ফিরে যাবে (D) বুড়ো কর্তার সঙ্গে দেখা করবে 8 / 10 Category: ভাত (XII-BENGALI) বুড়ো কর্তার জন্য শরবত বানানো হত— (A) দই – চিনি দিয়ে (B) দই – বরফ দিয়ে (C) দই – ইসবগুল দিয়ে (D) ইসবগুল – চিনি দিয়ে 9 / 10 Category: ভাত (XII-BENGALI) মাছ খাওয়া বুঝি ঘুচে যায় । কার কথা বলা হয়েছে – (A) শ্বশুর (B) শাশুড়ি (C) বড়ো পিসিমা (D) বুড়ো কর্তা 10 / 10 Category: ভাত (XII-BENGALI) মোটা সাপ্টা চালের ভাত খায়— (A) বড়ো বউ (B) মেজ ছেলে (C) বুড়ো কৰ্তা (D) বামুন – ঝি – চাকর Your score is Facebook