ভাত (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 9 দ্বাদশ শ্রেণী ভাত (XII-BENGALI): – MCQ TEST ভাত (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ কিন্তু সাগরে শিশির পড়ে । ‘ বলতে লেখিকা বুঝিয়েছেন— (A) উচ্ছবের খালি পেটে জল খাওয়া (B) উচ্ছবের খালি পেটে ছাতু খাওয়া (C) উচ্ছবের খালি পেটে চাল খাওয়া (D) উচ্ছবের খালি পেটে ভাত খাওয়া 2 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি , কারণ (A) তারা ঘরজামাই থাকে (B) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না (C) তারা অসুস্থ (D) তারা বাড়ির কাজে ব্যস্ত 3 / 10 Category: ভাত (XII-BENGALI) কালো বিড়ালের লোম দিয়ে তান্ত্রিক কী করেন ? (A) যজ্ঞ করেন (B) লোমে রোগকে বেঁধে ফেলেন (C) বুড়ো কর্তাকে সুস্থ করে তোলেন (D) উৎসব নাইয়াকে সব ফিরিয়ে দেন 4 / 10 Category: ভাত (XII-BENGALI) সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে । এখানে ‘ সে হল – (A) বড়ো বউ (B) সেজ বউ (C) বড়ো পিসিমা (D) উচ্ছব 5 / 10 Category: ভাত (XII-BENGALI) ভাত খেয়ে দেহে শক্তি পেলে উচ্ছব – (A) চন্নুনীদের খুঁজে বের করবে (B) বড়ো বাড়ির বাদাটা খুঁজবে (C) দেশে ফিরে যাবে (D) বুড়ো কর্তার সঙ্গে দেখা করবে 6 / 10 Category: ভাত (XII-BENGALI) উচ্ছবের ঠাকুমা অন্নকে বলত— (A) মা লক্ষ্মী (B) মা চণ্ডী (C) মা দুর্গা (D) মা সরস্বতী 7 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ বড়ো পিসিমা শেষ খোঁচাটা মারেন ।’— খোঁচাটা কী ছিল ? (A) বড়ো বউয়ের শ্বশুরই মরতে বসেছেন (B) ঝড়জলে উচ্ছবের দেশ ভেসে গেছে (C) পেটে দুটো খাবে বই তো নয় (D) কেনা চাল নয় , বাদা থেকে চাল আসছে 8 / 10 Category: ভাত (XII-BENGALI) শ্বশুরমশাইকে ঠাকুর দেবতা বলে মনে করে এ বাড়ির— (A) মেজ বউ (B) বড়ো পিসিমা (C) বাসিনী (D) বড়ো বউ 9 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ এরা শস্তা দেকে । ’ – কী সস্তা দেখে ? (A) গরিবের পেট (B) গরিবের মান (C) গরিবের শোক (D) গরিবের গতর 10 / 10 Category: ভাত (XII-BENGALI) বাসিনীর কথায় উচ্ছব চান করতে চায়নি , কারণ— (A) তার চান করলেই জ্বর আসে (B) তার শহরে চান করতে ভালো লাগে না (C) হোমযজ্ঞির বাড়িতে কোথায় চান করবে (D) মাথায় জল ঢাললে খিদে বেড়ে যায় Your score is Facebook