ভাত (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 123 দ্বাদশ শ্রেণী ভাত (XII-BENGALI): – MCQ TEST ভাত (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: ভাত (XII-BENGALI) উচ্ছব খিচুড়ি না – পেয়ে কিছুদিন যা খেয়ে কাটিয়েছিল – (A) ড্রাইঅ্যাশ (B) ড্রাইরাইস (C) ড্রাইঝোল (D) ড্রাইডোল 2 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে ? ‘ — এখানে ‘ তা ‘ বলতে বোঝানো হয়েছে – (A) দশটা টাকা (B) দশটা কলা (C) দশটা পয়সা (D) বাদার চাল 3 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ বড়ো বাড়িতে শিবমন্দিরও আছে ___ ।’ (A) দুটো (B) একটা (C) চারটে (D) তিনটে 4 / 10 Category: ভাত (XII-BENGALI) লোকটার উগ্র চাহনি ছাড়াও বড়ো বউয়ের আর যা যা পছন্দ হয়নি , তা হল— (A) কোমর পর্যন্ত ছোটো ময়লা লুঙ্গি (B) ময়লা লুঙ্গি ও বুনো চেহারা (C) কোমর পর্যন্ত ছোটো ময়লা লুঙ্গি বুনো চেহারা (D) বুনো চেহারা , উগ্র চাহনি ও ময়লা লুঙ্গি 5 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে ‘ — কারণ (A) বড়ো বাড়িতে হোমযজ্ঞি হচ্ছে (B) খিদের জ্বালায় উচ্ছব কাঁদছে (C) উচ্ছব ঠাকুমার কথা ভেবে কাঁদছে (D) ঝড়জলে সব নাশ হয়ে গেছে বলে উচ্ছব কাঁদছে 6 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ তা দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল । ‘ –উচ্ছবের মাথায় হাত দেওয়ার কারণ – (A) তার সংসার মাটিতে লুটোপুটি যাচ্ছে (B) কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল (C) চন্নুনীর মায়ের সাড়া শব্দ নেই (D) বাসিনীর মনিব বাড়িতে প্রচুর ভাত 7 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ এ গল্প গ্রামে সবাই শুনেছে ‘ — গল্পটা হল— (A) বাসিনীর মনিব বাড়িতে হেলাঢেলা ভাত (B) বাসিনীর মনিব খুব ভালো লোক (C) বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয় (D) বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা 8 / 10 Category: ভাত (XII-BENGALI) বড়ো বাড়ির লোকেরা বলে— (A) বড়ো পিসিমা খুব ঝগড়াটে (B) বড়ো পিসিমা দেবতার সেবিকা (C) বড়ো পিসিমা হাসপাতালের সেবিকা (D) বড়ো পিসিমা সেবিকা 9 / 10 Category: ভাত (XII-BENGALI) ‘ এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি , কারণ (A) তারা ঘরজামাই থাকে (B) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না (C) তারা অসুস্থ (D) তারা বাড়ির কাজে ব্যস্ত 10 / 10 Category: ভাত (XII-BENGALI) বাড়িতে ভাড়াটে মিস্তিরি লাগিয়েছিলেন— (A) বড়ো পিসিমা (B) বড়ো বউ (C) বুড়ো কর্তা (D) ছোটো বউয়ের বাবা Your score is Facebook