শিকার (XII-BENGALI): – MCQ TEST April 8, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 2 দ্বাদশ শ্রেণী শিকার (XII-BENGALI): – MCQ TEST শিকার (XII-BENGALI): – MCQ TEST 1 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ হিমের রাতে শরীর ‘ উম্ ‘ রাখবার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে’ – (A) গান করেছে (B) খেলায় মেতেছে (C) নাচ করেছে (D) আগুন জ্বেলেছে 2 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ হিমের রাতে শরীর ‘ উম্ ‘ রাখবার জন্য ‘ আগুন জ্বালিয়েছিল— (A) পর্যটকেরা (B) দেশোয়ালিরা (C) বনবাসীরা (D) গ্রামবাসীরা 3 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ‘ — তার জলে নামার কারণ – (A) ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়া (B) জল খাওয়া (C) স্নান করা (D) সাঁতার কাটা 4 / 10 Category: শিকার (XII-BENGALI) চারি দিকে পেয়ারা ও নোনার গাছ’ – (A) গোধূলিমদির মেয়েটির মতো (B) মচকাফুলের পাপড়ির মতো (C) ভোরের রৌদ্রের মতো (D) টিয়ার পালকের মতো 5 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ! ‘ – এখানে বলা হয়েছে— (D) বাদামি হরিণটির কথা (A) দেশোয়ালিদের কথা (B) গোধূলিমদির মেয়েটির কথা (C) মিশরের মানুষীর কথা 6 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ একটা অদ্ভুত শব্দ ।’— এখানে ‘ অদ্ভুত ‘ শব্দটি ব্যবহারের কারণ – (A) শানিত ছুরির ধাতব আওয়াজ (B) জঙ্গলের রহস্যময় শব্দ (C) হরিণের ছুটে যাওয়ার শব্দ (D) নৈসর্গিক পরিবেশে বন্দুকের ধাতব আওয়াজ 7 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ নদীর জল _____ পাপড়ির মতো লাল । ‘ (A) মচকাফুলের (B) জবা ফুলের (C) গোলাপ ফুলের (D) মোরগফুলের 8 / 10 Category: শিকার (XII-BENGALI) সুন্দর বাদামি হরিণ ভোরের আলোয় নেমে প্রথমে – (A) নদীর তীক্ষ্ণ শীতল জলে নেমেছে (B) সুন্দরী অর্জুনের বনে ছুটেছে (C) বাতাবিলেবুর মতো সবুজ সুগন্ধী ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে (D) হরিণীর পর হরিণীতে চমকে দিতে চেয়েছে 9 / 10 Category: শিকার (XII-BENGALI) ‘ রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ।’ (A) কবি হৃদয়ের রং (B) আকাশের রং (C) সূর্যের আলোর রং (D) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং 10 / 10 Category: শিকার (XII-BENGALI) সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে – (A) আশ্বস্ত হয়ে (B) ভয় পেয়ে (C) চিতাবাঘিনিটির তাড়া খেয়ে (D) বনের পথ ভুলে Your score is Facebook