হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST April 7, 2023 by বাংলার শিক্ষা কেন্দ্র 190 দশম শ্রেণী হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ – MCQ TEST হারিয়ে যাওয়া কালি কলম: দশম শ্রেণী বাংলা প্রবন্ধ- MCQ TEST 1 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ‘ অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন । তিনি হলেন – (A) সত্যজিৎ রায় (B) অন্নদাশঙ্কর রায় (C) রাজশেখর বসু (D) সুবোধ ঘোষ 2 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) বিদেশে উন্নত ধরনের টেকসই নিব তৈরি হত – (A) বাঁশ বা কঞ্চি কেটে (B) পালক কেটে (C) গোরুর শিং বা কচ্ছপের খোল কেটে (D) প্ল্যাটিনাম কেটে 3 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক প্রথম যে – ফাউন্টেন পেনটি কিনেছিলেন , তার নাম হল (A) শেফার্ড (B) পার্কার (C) ওয়াটারম্যান (D) জাপানি পাইলট 4 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কালির অক্ষর নাইকো পেটে , চন্ডী পড়েন – (A) কালীঘাটে (B) বাবুঘাটে (C) গঙ্গাঘাটে (D) খেয়াঘাটে 5 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) কলমের কালি ধীরে ধীরে চুঁইয়ে পড়ার জন্য কী করণীয় ? (A) কলমের মুখটা চিরে দিতে হবে (B) কলমের মুখটা সাপ করতে হবে (C) কলমের মুখটা ঘষে নিতে হবে (D) কলমের মুখটা একটু ভোঁতা হতে হবে 6 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) প্রথম দিকে শুকনো বালি দিয়ে কালি শুকনো করলেও পরের দিকে তা করা হত – (A) ব্লটিং পেপার দিয়ে (B) চক দিয়ে (C) শুকনো কাপড় দিয়ে (D) কোনোটিই নয় 7 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক প্রাচীন মিশরে জন্মালে কী দিয়ে লিখতেন ? (A) বাঁশের কঞ্চি (B) নলখাগড়ার কলম (C) পালক (D) হাড়ের কলম 8 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) ‘ বাবু কুইল ড্রাইভারস ‘ কথাটি কাদের বলা হত ? (A) গরম গরম ইংরেজি বলা বাঙালি সাংবাদিকদের (B) সরল হিন্দি ভাষায় কথা বলা সাংবাদিকদের (C) ভাঙা ভাঙা হিন্দিভাষী সাংবাদিকদের (D) সাবলীল বাংলাভাষী সাংবাদিকদের 9 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখকরা হোমটাস্ক করতেন (A) শুকনো তালপাতায় (B) কলাপাতায় (C) পদ্মপাতায় (D) শালপাতায় 10 / 10 Category: হারিয়ে যাওয়া কালি কলম (X-BENGALI) লেখক জন্মেছেন ‘ হারিয়ে যাওয়া কালি কলম ‘ প্রবন্ধরচনার— (A) ২০ – ২৫ বছর আগে (B) ৩০ বছর আগে (C) ৫০–৬০ বছর আগে (D) ৭৫ বছর আগে Your score is Facebook