ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখট এর জীবনী আলোচনা করা হল । ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখট হলেন জার্মানির নাট্যকার ও কবি।
জন্ম | ১০ ফেব্রুয়ারি ১৮৯৮ খ্রিস্টাব্দ |
পিতামাতা | বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখট, সোফিয়া |
পেশা | নাট্যকার, কবি |
দেশ | জার্মানি |
মৃত্যু | ১৪ আগস্ট ১৯৫৬ সাল |
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখট জীবনী
ভূমিকা :- একজন জার্মান নাট্যকর্মী, নাট্যকার ও কবি ছিলেন ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখট। ব্রের্টোল্ট ব্রেখট নামেই তিনি সমধিক পরিচিত। ভাইমার প্রজাতন্ত্রের যুগে তিনি মিউনিখে নাট্যকার হিসেবে প্রথম সাফল্য অর্জন করেন।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখটের জন্ম ও পিতৃপরিচয়
১৮৯৮ খ্রিস্টাব্দের ১০ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরের চল্লিশ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত বাভারিয়ার অগসবার্গে বের্টোল্ট ব্রেখট -এর জন্ম। তার বাবা বের্টোল্ট ফ্রেডরিখ ব্রেখট ছিলেন স্থানীয় হাইতুল কাগজ কারখানার কর্মচারী এবং তার মা ছিলেন সোফিয়া।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখটের শিক্ষা
১৯০৪ সালে ছ-বছর বয়সে ব্রেখটকে ভরতি করে করা হয় স্থানীয় প্রোটেস্ট্যান্ট প্রাথমিক স্কুলে। দশ বছর বয়সে তাকে পাঠানো হয় রয়্যাল বাভারিয়ান বালজিমনেসিয়ামে। ১৯১৭ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত ব্রেখট মিউনিখে চিকিৎসাবিদ্যার ওপর পড়াশোনা করেন, কিন্তু তার ঝোঁক ছিল সাহিত্যের দিকে।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখটের নাট্য সংস্থা প্রতিষ্ঠা
যুদ্ধের পরে পূর্ব বার্লিনে ফিরে এসে তিনি তার স্ত্রী এবং দীর্ঘকালীন সহযোগী অভিনেত্রী হেলেন ভেইগেলের সঙ্গে নাট্য সংস্থা বার্লিনার এনসেম্বল প্রতিষ্ঠা করেন।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখটের কর্মজীবন
তিনি বার্লিনে কিছুদিনের জন্য মঞ্চ পরিচালক মাক্স রাইনহার্ট ও এর্ভিন পিস্কাটর, এবং নাট্যকার কার্ল সুক্মাইয়ারের সাথে কাজ করেন। ১৯২৮ সালে ব্রেখট সুরকার কুর্ট ভাইলের সহযোগিতায় ইংরেজি অপেরা “দ্য বেগার্স অপেরা”-র একটি সম্পূর্ণ সংশোধিত সংস্করণ প্রস্তুত করেন। ১৯৪৭ সালে মার্কিন-সোভিয়েত রাশিয়া ঠান্ডা যুদ্ধের জের হিসেবে ব্রেখটকে অন্যান্য অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বের সাথে মার্কসবাদী সাম্যবাদী সন্দেহে জেরা করা হয়। জেরার দিনেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখটের নাটকসমূহ
ব্রেখটের লেখা উল্লেখযোগ্য নাটক গুলি হল ড্রামস্ ইন দ্য নাইট (১৯১৮-২০), দ্য বেগার (১৯১৯), আ রেসপেকটেবল ওয়েডিং (১৯১৯), ইন দ্য জা অফ সিটিস (১৯২১-২৪), ম্যান ইকোয়ালস্ ম্যান (১৯২৪-২৬), লিটল মাহাগনি (১৯২৭), দ্য থ্রি পেনি অপেরা (১৯২৮), সেন্ট জোন অফ স্টকইয়ার্ডস (১৯২৯-৩১), লাইফ অফ দ্য গ্যালিলিও (১৯৩৭-৩৯), দ্য ট্রায়াল অব লুকুলাস (১৯৩৮-৩৯), দ্য ডেস অফ দি কমিউন (১৯৪৮-৪৯), করিওলেনাস (১৯৫১-৫৩) ইত্যাদি।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখটের কবিতা সমূহ
ব্রেখটের লেখা উল্লেখযোগ্য কবিতা গুলি হল আ ব্যাড টাইম ফর পোয়েট্রি, আলবামা সং, চিলড্রেনস ক্রুসেড, হিম টু কমিউনিজম, আই অ্যাম নট সোয়িং এনিথিং, সেন্ড মি আ লিফ, টু দোস বর্ন আফটার, হোয়াট হ্যাস হ্যাপেণ্ড, কোয়েশ্চেন ফ্রম আ ওয়ার্কার হু রীডস ইত্যাদি।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখটের পুরস্কার ও সম্মাননা
১৯২২ সালে তাকে সাহিত্যে জার্মানির সর্বোচ্চ সম্মান ‘লিস্ট’ (kleist) পুরস্কারে সম্মানিত করা হয়। ১৯৫৫ সালে ব্রেখট সম্মানিত হন লেনিন আন্তর্জাতিক পুরস্কারে।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখটের মৃত্যু
১৯৫৬ সালের ১৪ই আগস্ট ব্রেখট পূর্ব বার্লিনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
উপসংহার
মৃত্যুর পূর্বে মাত্র আটান্ন বছরের জীবনেই তিনি বিশ্বনাটকের উচ্চ স্থানে অধিষ্ঠিত হন ।
ইগুয়েন বের্টোল্ট ফ্রেডরিক ব্রেখট সম্পর্কে জিজ্ঞাস্য (FAQ)
-
ব্রের্টোল্ট ব্রেখট কে ছিলেন?
জার্মান কবি ও নাট্যকার
-
ব্রের্টোল্ট ব্রেখটের জন্ম কোথায়?
জার্মানির অগসবার্গ শহরে
-
ব্রেখটের বিখ্যাত নাটকের নাম কি?
দ্য থ্রি পেনি অপেরা
-
ব্রেখটের জার্মান নাগরিকত্ব খারিজ করে কে?
– নাৎসি সরকার