ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা একাদশ শ্রেণী বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি (দ্বিতীয় পর্ব চতুর্থ অধ্যায়) MCQ QUESTION ANSWER
ভাষাবৈচিত্র্য ও বাংলা ভাষা একাদশ শ্রেণী বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি MCQ QUESTION ANSWER
১। কথ্য বাংলার উপভাষার সংখ্যা –
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
ঘ
২। রাঢ়ি উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) নদিয়া
(খ) কোচবিহার
(গ) বাঁকুড়া
(ঘ) যশোর
ক
৩। বঙ্গালি উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) বরিশাল
(খ) কাছাড়
(গ) হুগলি
(ঘ) চব্বিশ পরগনা
ক
৪। বরেন্দ্রী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) চট্টগ্রাম
(খ) রংপুর
(গ) জলপাইগুড়ি
(ঘ) পূর্ব মেদিনীপুর
গ
৫। ঝাড়খণ্ডি উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) ঢাকা
(খ) মানভূম
(গ) কোচবিহার
(ঘ) শ্রীহট
খ
৬। কামরূপী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল –
(ক) জলপাইগুড়ি
(খ) দিনাজপুর
(গ) ঢাকা
(ঘ) শ্রীহট
ক
৭। শব্দের আদ্য অক্ষর অ-কার > ও-কার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায়?
(ক) কামরূপী
(খ) ঝাড়খণ্ডি
(গ) রাঢ়ি
(ঘ) বরেন্দ্রী
গ
৮। ‘ও’-কার > ‘অ’-কার রূপে উচ্চারিত হয় কোন্ উপভাষায় ?
(ক) রাঢ়ি
(খ) ঝাড়খণ্ডি
(গ) কামরূপী
(ঘ) বরেন্দ্রী
খ
৯। ‘স’ ও ‘শ’ স্থানে ‘হ’-কার উচ্চারিত হয় কোন্ উপভাষায়?
(ক) রাঢ়ি
(খ) বরেন্দ্রী
(গ) কামরূপী
(ঘ) বঙ্গালি
ঘ
১০। শব্দের আদিতে ‘র’ হয় ‘অ’ এবং ‘অ’ ধ্বনি হয় ‘র’ কোন উপভাষায়?
(ক) বরেন্দ্রী
(খ) রাঢ়ি
(গ) কামরূপী
(ঘ) ঝাড়খণ্ডি
ক
১১। শব্দের প্রথমে ‘অ’-কার ‘আ’-কার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় ?
(ক) রাঢ়ি
(খ) বরেন্দ্রী
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) কামরূপী
ঘ
১২। কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে ‘গো’ বিভক্তি হয় কোন উপভাষায়?
(ক) রাঢ়ি
(খ) বঙ্গালি
(গ) বরেন্দ্রী
(ঘ) কামরূপী
খ
১৩। ‘ও’-কার ধ্বনি ‘উ’-কার ধ্বনিতে রূপান্তরিত হয় কোন উপভাষায় ?
(ক) বঙ্গালি
(খ) ঝাড়খণ্ডি
(গ) বরেন্দ্রী
(ঘ) কামরূপী
ঘ
১৪। কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে ‘দের’ বিভক্তি যোগ হয় কোন উপভাবা
(ক) বঙ্গালি
(খ) রাঢ়ি
(গ) কামরূপী
(ঘ) ঝাড়খণ্ডি
খ
১৫। অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় কোন উপভাষায়?
(ক) রাঢ়ি
(খ) বরেন্দ্রী
(গ) বঙ্গালি
(ঘ) ঝাড়খণ্ডি
ঘ
১৬। গৌণ কর্মে ‘ক’ বিভক্তি হয় কোন উপভাষায়?
(ক) রাঢ়ি
(খ) বরেন্দ্রী
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) কামরূপী
খ
১৭। অধিকরণ কারকের ‘ত’ বিভক্তি হয় কোন উপভাষায়?
(ক) রাঢ়ি
(খ) বরেন্দ্রী
(গ) কামরূপী
(ঘ) বঙ্গালি
ঘ
১৮। ময়মনসিংহ কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল?
(ক) কামরূপী
(খ) বঙ্গালি
(গ) রাঢ়ি
(ঘ) ঝাড়খণ্ডি
খ
১৯। রংপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল?
(ক) রাঢ়ি
(খ) বঙ্গালি
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) কামরূপী
ঘ
২০। দক্ষিণ দিনাজপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল?
(ক) বঙ্গালি
(খ) বরেন্দ্রী
(গ) ঝাড়খন্ডি
(ঘ) রাঢ়ি
খ
২১। বর্ধমান কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল?
(ক) রাঢ়ি
(খ) বঙ্গালি
(গ) কামরূপী
(ঘ) ঝাড়খণ্ডি
ক
২২। দক্ষিণ-পশ্চিম মেদিনীপুর কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল?
(ক) বঙ্গালি
(খ) কামরূপী
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) রাঢ়ি
গ
২৩। অভিশ্রুতি কোন উপভাষার অন্যতম বৈশিষ্ট্য?
(ক) বঙ্গালি
(খ) রাঢ়ি
(গ) কামরূপী
(ঘ) ঝাড়খণ্ডি
খ
২৪। কোন উপভাষায় অধিকরণ কারকে ‘এ’ ও ‘তে’ বিভক্তি প্রয়োগ হয়?
(ক) বঙ্গালি
(খ) কামরূপী
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) রাঢ়ি
ঘ
২৫। কোন উপভাষায় সামান্য অতীতকালে উত্তমপুরুষে ‘লম’ বিভক্তি যোগ হয়?
(ক) বঙ্গালি
(খ) রাঢ়ি
(গ) বরেন্দ্রী
(ঘ) ঝাড়খণ্ডি
গ
২৬। কোন উপভাষায় ‘ও’-কার কখনো-কখনো ‘ঔ’-কার রূপে উচ্চারিত হয়?
(ক) বরেন্দ্রী
(খ) বঙ্গালি
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) কামরূপী
ঘ
২৭। চলিত ভাষায় কোন শব্দের বহুল প্রয়োগ দেখা যায়?
(ক) তৎসম
(খ) তদ্ভব
(গ) সংস্কৃত
(ঘ) কোনোটাই নয়
খ
২৮। সাধুভাষায় ক্রিয়ার — রূপ ব্যবহৃত হয়।
(ক) পূর্ণ
(খ) আংশিক
(গ) অপূর্ণ
(ঘ) কোনোটাই নয়
ক