Class 11 Bengali Question 2022

Class 11 Bengali Question 2022

বিষয় বাংলা
ভাষা‘ক’ ভাষা
বছর2022
পূর্ণমান৮০
সময়৩ ঘন্টা ১৫ মিনিট

Class 11 Bengali Question 2022

                        নতুন পাঠক্রম

                            বাংলা

                          ‘ক’ ভাষা

                           (2022)

সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০

(পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।)

১. ঠিক উত্তরটি নির্বাচন করো :       ১×১৮ = ১৮

১.১ তাকে ঠেকানো হয় মুশকিল।’ কাকে ঠেকানো মুশকিল? 

(ক) পুলিশকে

(খ) দলের বিশ্বাসঘাতক সদস্যকে

(গ) সৌখির একগুঁয়েমিকে

(ঘ) দারিদ্যকে।

১.২ ভুতুড়ে জেলখানার দারোগা ছিল –

(ক) ভুতুড়ে রায়াত

(খ) ভুতের নায়েব

(গ) ভূতের জমিদার

(ঘ) ভূতের গোমস্তা।

১.৩ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?

(ক) মাত্র দশ মাইল

(খ) মাত্র কুড়ি মাইল

(গ) মাত্র ত্রিশ মাইল

(ঘ) মাত্র পঁচিশ মাইল।

১.৪ “গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়।” গন্ধগোকুল হল –

(ক) নেকড়ে বাঘ

(খ) চিতা বাঘ

(গ) খট্টাশ জাতীয় প্রাণী

(ঘ) রামছাগল।

১.৫ ‘সনাতন ঘুম’ বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ?

(ক) আদিমকালের ঘুম

(খ) অন্ধকারে ঘুম

(গ) ভাত ঘুম

(ঘ) চিরকালের ঘুম।

১.৬ গ্যালিলিওর ছোটো ভাই মাইকেল এঞ্জেলো যে রাজ দরবারে কলাবিদ হিসাবে প্রতিষ্ঠিত হলেন, সেটি অবস্থিত –

(ক) ফ্লোরেন্সে

(খ) পোল্যান্ডে

(গ) ভেনিসে

(ঘ) তাসকানিতে।

১.৭ জনার পুত্রের নাম কি ?

(ক) কান

(খ) প্রবীর

(গ) অভিমন্যু

(ঘ) অশ্বত্থামা।

১.৮ ”পড়শী যদি আমায় ছুঁত’ – পড়শী ছুঁলে কী হবে? 

(ক) যম যাতনা দূর হবে

(খ) সুবুদ্ধির বিকাশ হবে

(গ) সমাজ সচেতনতা বাড়বে

(ঘ) ভালোবাসা বোধ জাগিবে।

১.৯ জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য –

(ক) কথোপকথন

(খ) যারা বৃষ্টিতে ভিজেছিল

(গ) যেতে পারি কিন্তু কেন যাব

(ঘ) বনলতা সেন।

১.১০ চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে ? চন্ডাল ও ব্রাহ্মণ কারা ?

(ক) অর্জুন ও কৃষ্ণ

(খ) কৃষ্ণ ও ব্যাস

(গ) ব্যাস ও বিধুর

(ঘ) অর্জুন ও নীলধ্বজ।

১.১১ প্রজাদের মধ্যে কোনো কোনো লোক ভূতের কানমলা খায়, কারণ –

(ক) তারা অন্যায় করে

(খ) তারা কর্তার ক্ষমতাকে মানে না।

(গ) তারা বিদ্রোহ করে

(ঘ) তারা নিজে ভাবতে যায়।

১.১২ মালাধর বসু অনূদিত গ্রন্থের নাম –

(ক) শ্রীকৃষ্ণকীর্তন

(খ) শ্রীকৃষ্ণসন্দর্ভ

(গ) শ্রীকৃষ্ণবিজয়

(ঘ) শ্রীকৃষ্ণমঙ্গল।

১.১৩ চণ্ডীমঙ্গলের একজন কবির নাম –

(ক) ঘনরাম চক্রবর্তী

(খ) রূপরাম চক্রবর্তী

(গ) রামপ্রসাদ সেন

(ঘ) দ্বিজ মাধব ।

১.১৪ বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয় –

(ক) অন্ধকার যুগ

(খ) সুবর্ণ যুগ

(গ) গৌরবময় যুগ

(ঘ) সৃষ্টিশীল যুগ।

১.১৫ প্রাচীন ভারতীয় আর্যভাষার নমুনা হলো –

(ক) ঋগবেদ

(খ) সামবেদ

(গ) সংহিতা

(ঘ) উপনিষদ।

১.১৬ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা –

(ক) সাঁওতালি 

(খ) তেলুগু

(গ) নাগা

(ঘ) ওড়িয়া।

১.১৭ সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি কোনটি ?

(ক) চিত্রলিপি

(খ) ধ্বনিলিপি

(গ) ভাবলিপি

(ঘ) গ্রন্থলিপি।

১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল –

(ক) চিত্রপ্রতীক লিপি

(খ) চীনা লিপি

(গ) বাগমুখ লিপি

(ঘ) স্বরলিপি।

২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১×১২=১২

২.১ “দেশের লোক ভারি নিশ্চিন্ত হল ” – নিশ্চিন্ত হওয়ার কারণ কী?

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কর্তার ভূত’ গল্পের আলোচ্য অংশ দেশের লোক ভারী নিশ্চিন্ত হল, কারণ বুড়োকর্তা মৃত্যুর পরেও তাদের ঘাড়ে চেপে থাকবে।

২.২ “তখন তো মাথা হেঁট হয়নি তার” – কোন সময়ের কথা বলা হয়েছে ?

সতীনাথ ভাদুড়ীর রচিত ‘ডাকাতের মা’ গল্পে পাঁচ-সাত বছর আগে এক ভোর রাতে বন্দুকের খোঁজে পুলিশ ডাকাত সৌখীর বাড়ি ঘেরাও করেছিল তখন সৌখীর মায়ের মাথা হেঁট হয় নি। সেই সময়ের কথাই বলা হয়েছে।

২.৩ “নিবাইতে এ শোকাগ্নি” – কার, কীসের শোক?

মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতার আলোচ্য অংশের অর্জুনের হাতে মাহীশ্বরপুরীর রাজমহীষী জনার পুত্র প্রবীরের হত্যার শোকের কথা বলা হয়েছে।

২.৪ ODBL গ্রন্থের প্রণেতা কে? 

ODBL গ্রন্থের প্রণেতা হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

২.৫ গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কী কী আবিষ্কার করেন? 

সত্যেন্দ্রনাথ বসু রচিত ‘গালিলিও’ প্রবন্ধে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে বৃহস্পতির উপগ্রহ, সূর্যবিন্বে কলঙ্কবিন্দু, শুক্রগ্রহের ঔজ্জল্যের হ্রাস-বৃদ্ধি ও শনির বলয় ইত্যাদি নতুন বিষয় আবিষ্কার করেন।

২.৬ ‘নুন’ কবিতায় আমরা কারা ?

কবি জয় গোস্বামী তার ‘নুন’ কবিতায় ‘আমরা’ বলতে সমাজের সাধারণ মানুষ, যারা নিত্য পরিশ্রম করে অর্থ উপার্জন করে তাদের কথাই বলেছেন।

২.৭ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কী ?

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হল রাধাবিরহ।

২.৮ চিত্রলিপি কী ?

লিপির বিবর্তনের ধারায় ছবির আদলে যে লিখন পদ্ধতি প্রচলিত হয়েছিল, তাকে চিত্রলিপি বলা হয়।

২.৯ ‘এসপেরান্তো’-র উদ্ভাবক কে?

‘এসপেরান্তো’-র উদ্ভাবক ছিলেন এল এল জামেনহফ।

২.১০ নব্যভারতীয় আর্যভাষার বিস্তারকাল লেখো।

নব্য ভারতীয় আর্যভাষার বিস্তারকাল হল ৯০০ খ্রিস্টাব্দে থেকে বর্তমান সময় পর্যন্ত।

২.১১ অবর্গীভূত বা অশ্রেণিবদ্ধ ভাষা কাকে বলে ?

পৃথিবীর যে সব ভাষায় এমন কোনো ভাষাতাত্ত্বিক প্রমাণ বা সূত্র স্থাপন করা যায় নি, যার মাধ্যমে বংশ চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে। এই ভাষাগুলিকে তাই অবর্গীভূত বা আশ্রেণিবদ্ধ ভাষা বা Unclassified Language বলে

২.১২ পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি ? 

পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম হল ‘অষ্টাধ্যায়ী’।

অথবা, ঝাড়খণ্ডী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত?

ঝাড়খণ্ডী উপভাষা দক্ষিণ-পশ্চিম প্রান্ত বঙ্গ ও বিহারের কিছু অংশে (মানভূম, সিংভূম, দক্ষিণ-পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ-পশ্চিম মেদিনীপুর) প্রচলিত।

৩. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

৩.১ ‘কর্তার ভূত’ কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী? ব্যাখ্যাসহ লেখো। ৫

৩.২ ‘মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই’ – একথা কার, কেন মনে হবে ? এই মনে হবার কারণ কী?    ১+১+৩

৪. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১ = ৫

৪.১ সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও। ৫

৪.২ ক্যাথলিক খ্রীস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর সংঘাতের বর্ণনা দাও। ৫

৫. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :     ৫ × ২ = ১০

৫.১ “মহারথী প্রথা কি হে এই মহারথি।” – “মহারথী প্রথা’ কি ? কে, কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও।  ১+৪

৫.২ “বলব কি সেই পড়শির কথা” – ‘পড়শি’ কে? উক্তিটির আলোকে ‘পড়শি’র স্বরূপ সম্পর্কে আলোচনা করো। ১+৪

৫.৩ “আমরা তো অল্পে খুশী” – ‘অল্পে খুশি’ মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি ‘নুন’ কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও।    ৫

৫.৪ ‘আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক’ – কারা, কাদের কাছে এই দাবী করেছে ? এই দাবী কতটা যুক্তিসংগত?

৬. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :       ৫x২ = ১০

৬.১ “তোমার জয়জয়কার হবে সুভদ্র; তিনশো পঁয়তাল্লিশ বছরের আগল তুমি ঘুচিয়েছ।” – কে, কাকে বলেছে ? কেন বক্তার একথা মনে হয়েছে? ২+৩

৬.২ ‘গুরু’ নাটকটিতে মোট কটি সঙ্গীত আছে? নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো।    ১+8

৬.৩ ‘ভয়ানক পুণ্য’ – কোন পুণ্যের কথা বলা হয়েছে? তা ভয়ানক কেন ? ১+8

৬.৪ “তোমাদের হাত দিয়ে আমার যে শাস্তি আরম্ভ হল তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে।” – নাটকে যে গুরুর পরিচয় আছে তা সংক্ষেপে লেখো।   ৫

৭. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২ = ১০

৭.১ চর্যাপদের পুঁথি কে আবিস্কার করেন? সন্ধ্যাভাষা বলতে কী বোঝো? চর্যাপদে তৎকালীন সমাজজীবনের যে প্রতিফলন দেখা যায় সংক্ষেপে লেখো। ১+১+৩

৭.২ বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়েকটি খণ্ডনাম উল্লেখ করে কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।  ১+৪

৭.৩ শ্রীচৈতন্যদেব কত খ্রিস্টাব্দে, কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। ২+৩

৭.৪ গীতিকবিতা কাকে বলে? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। ২+৩

৮. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২ = ১০

৮.১ মিশ্রভাষা কাকে বলে ? এই ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো।  ১+৪

৮.২ উপভাষা কাকে বলে ? বাংলা উপভাষা কয় প্রকার ও কী কী? যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লেখো। ১+২+২

৮.৩ কিউনিফর্ম বা কীলক লিপির নামকরণ কে করেছিলেন ? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে । এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+১+৩

৮.৪ মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪

Leave a Comment