অধিকরণ কারক

অধিকরণ কারক কাকে বলে ? অধিকরণ কারকের প্রকারভেদ

অধিকরণ কারক কাকে বলে ?

বাক্যের মধ্যের ক্রিয়াসম্পাদনকে ঘিরে অর্থাৎ, কীভাবে ক্রিয়াটি করা হচ্ছে তার ভিত্তিতে কিছু পদকে আশ্রয় করে ক্রিয়াটির স্থান, সময়, কাল, বিষয় বা ভাব ফুটে উঠলে তাকে অধিকরণ কারক বলে।

উদাহরণ – কলকাতায়খুব ভিড়। আলোচ্য বাক্যে ‘ কলকাতায়’ এই বিশেষ্য পদটি স্থান বোঝাচ্ছে। তাই এটি অধিকরণকারক।

শীতকালে গাছের পাতা পড়ে যায়। আলোচ্য বাক্যে ‘ শীতকালে’ এই বিশেষ্য পদটি কাল বোঝাচ্ছে। তাই এটি অধিকরণকারক।

অধিকরণ কারকের প্রকারভেদ

অধিকরণকারক সাধারণত চার রকম যথা – ১) স্থানাধিকরণ , ২) কালাধিকরণ , ৩) ভাবাধিকরণ , ৪) বিষয়াধিকরণ

স্থানাধিকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

যে স্থানে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, বা কর্তা যে স্থানে ক্রিয়াটি সম্পাদন করে তাকেই স্থানাধিকরণ কারক বলে।

উদাহরণ – মালদায় প্রচুর আম চাষ হয়। এই বাক্যে ‘মালদা’ স্থানটিতে অধিকরণ কারক হয়েছে।

ক) একদেশ সূচক স্থানাধিকরণ সর্বত্র বিস্তার লাভ করেনি মাত্র কোন বিশেষ অংশে কোন কিছুর অবস্থান বোঝালে এক দেশ সূচক স্থানাধিকরণ হয়।

উদাহরণ – বইটা ব্যাগে রাখো। এই বাক্যে স্থান হিসেবে শুধুমাত্র ‘ব্যাগ’ কে বোঝানো হয়েছে।

) ব্যপ্তিসূচক স্থানাধিকরণ কোনো বিশেষ অংশে নয় সর্বত্রই রয়েছে এমন বোঝালে তাকে ব্যপ্তিসূচক স্থানাধিকরণ বলে।

উদাহরণ – রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বিশ্বে ছড়িয়ে আছে।এই বাক্যে ক্রিয়াটি কোন বিশেষ অংশে নয় , সমস্ত জায়গা জুড়ে অনুষ্ঠিত হওয়া বোঝাচ্ছে। তাই এখানে ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ হয়েছে।

) সামীপ্য সূচক স্থানাধিকরণ – কাছে অবস্থিত এমন বোঝালে তাকে সামীপ্যসূচক স্থানাধিকরণ বলে।

উদাহরণ – পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলা হয়। এই বাক্যে গঙ্গাসাগরে অর্থে সাগরের জল নয় ‘সাগরের’ তীর বোঝানো হয়েছে তাই এটি সামীপ্য স্থানাধিকরণের উদাহরণ।

কালাধিকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

যে সময়ে ক্রিয়াটি অনুষ্ঠিত বা সম্পাদিত হয় তাকে কালাধিকরণ বলে।

উদাহরণ – সকাল ন’টায় আমাদের বাস আছে। এই বাক্যে সময় বোঝানো হয়েছে,  তাই এটি কালাধিকরণ কারকের উদাহরণ।

) ক্ষণমূলক কালাধিকরণ অতি কম সময়ের মধ্যে কোন ক্রিয়া অনুষ্ঠিত হলে তাকে ক্ষণমূলক কালাধিকরণ বলে।

উদাহরণ – রাত্রি একটায় পুজো শুরু হল। আলোচ্য বাক্যে ক্রিয়াটি অল্প সময় অর্থে ব্যবহার হয়েছে।

) ব্যাপ্তি মূলক কালাধিকরণ বেশি সময় ধরে ক্রিয়াটি অনুষ্ঠিত হলে ব্যাপ্তি মূলক কালাধিকরণ বলে।

উদাহরণ – শীতকালে দিন ছোট, রাত বড়ো। আলোচ্য বাক্যে ‘শীতকাল’ একটি দীর্ঘ সময় পর্ব।

ভাবাধিকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

যখন কোন ভাব এর উপর নির্ভর করে বা কোন একটি মনোভাবকে নির্দেশ করে তখন তাকে ভাবাধিকরণ কারক বলে।

উদাহরণ – যতীন মামার বাড়ি বেড়াতে যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। এই বাক্যে বেড়াতে যাওয়ার ‘আনন্দে’ আত্মহারা হওয়ার ভাবটি প্রকাশিত হয়েছে।

বিষয়াধিকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

যে বিষয়ে ক্রিয়া নিষ্পন্ন হয় বা যখন কোন বিষয়কে আশ্রয় করে অধিকরণ হয়, তখন তাকে বিষয়াধিকরণ কারক বলে।

উদাহরণ – আমি ইংরেজিতে খুব কাঁচা। আলোচ্য বাক্যে ‘ইংরেজি’ এই বিষয়কে আশ্রয় করে অধিকরণ হয়েছে।

Leave a Comment