অপাদান কারক

অপাদান কারক কাকে বলে ? অপাদান কারকের প্রকারভেদ।

অপাদান কারক কাকে বলে ?

 বাক্যের মধ্যে অনেক সময়ে কোনো কোনো শব্দের মাধ্যমে কোন কিছু উৎপন্ন, পতিত, জাত ইত্যাদি বোঝায়। অর্থাৎ হইতে, থেকে, চেয়ে বোঝালে আমরা অপাদান কারক বলি।

উদাহরণ – গাছ থেকে পাতা পড়ে। এখানে কোনো আধার বা স্থান থেকে বিশ্লেষ বা চ্যুতি বোঝাচ্ছে বলে এখানে অপাদান কারক হয়েছে। আমার বাড়ি থেকে স্কুল দুই-মাইল। এখানে যেহেতু ‘বাড়ি থেকে’ স্থানটির দূরত্ব নির্দেশিত হচ্ছে, তাই এখানে অপাদান কারক হয়েছে।

অপাদান কারকের প্রকারভেদ

অপাদান কারক সাধারণত ছয় প্রকার – ১) স্থানবাচক অপাদান , ২) অবস্থানবাচক অপাদান , ৩) কালবাচক অপাদান , ৪) দূরত্ববাচক অপাদান , ৫) তুলনাবাচক বা তারতম্যবাচক অপাদান , ৬) অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান।

স্থানবাচক অপাদান কাকে বলে ? উদাহরণ দাও।

কোনো স্থান বা আধার থেকে বিচ্যুতি বা প্রাপ্তি বোঝালে স্থান বাচক অপাদান হয়।

উদাহরণ – ছেলেটা গাড়ি থেকে লাফ দিয়ে নিচে পড়ল। এখানে ‘গাড়ি থেকে’ বা আধার থেকে  বিশ্লেষ বোঝাচ্ছে বলে স্থানবাচক অপাদান হয়েছে।

অবস্থানবাচক অপাদান কাকে বলে ? উদাহরণ দাও।

কোনো অবস্থান থেকে ক্রিয়া নিষ্পত্তি হলে তাকে অবস্থানবাচক অপাদান বলে।

উদাহরণ – আমি ছাদ থেকে ঘটনাটা দেখলাম। এখানে ‘ছাদ’ থেকে ক্রিয়া নিষ্পন্ন হয় বলে এখানে অবস্থানবাচক অপাদান হয়েছে।

 কালবাচক অপাদান কাকে বলে ? উদাহরণ দাও।

যে অপাদান কারকে কাল বা সময় বোঝায় তাকে কালবাচক অপাদান বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় বা কাল বুঝাবে।

উদাহরণ – আমি কাল থেকে রামপুরহাটে আছি। এই বাক্যে কাল থেকে একটা কাল ও সময় বোঝানো হচ্ছে বলে এখানে কাল বাচক অপাদান হয়েছে।

দূরত্ববাচক অপাদান কাকে বলে ? উদাহরণ দাও।

কোন স্থান থেকে দূরত্ব বোঝানো হলে তাকে দূরত্ব বাচক অপাদান বলে ।অর্থাৎ দুই বা ততোধিক নির্দিষ্ট স্থানের দূরত্ব বোঝায়।

উদাহরণ – রামপুরহাট থেকে আমাদের গ্রামের বাড়ি ছয় মাইল দূরে। এখানে যেহেতু ‘রামপুরহাট থেকে ‘স্থানটির দূরত্ব নির্দেশিত হচ্ছে তাই এখানে দূরত্ববাচক অপাদান হয়েছে।

তুলনাবাচক বা তারতম্যবাচক অপাদান কাকে বলে ? উদাহরণ দাও।

দুই বা ততোধিক বা তার বেশি ব্যক্তি বা বস্তুর তুলনা করতে যে অপাদান হয়, তাকে তারতম্যবাচক বা তুলনাবাচক অপাদান বলে।

উদাহরণ – রামের চেয়ে জয় বয়সে বড়ো। এখানে রাম ও জয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে বলে তারতম্য বাচক অপাদান হয়েছে।

অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান কাকে বলে ? উদাহরণ দাও।

অনেক সময় অসমাপিকা ক্রিয়া অপাদানের মতো আচরণ করে বলে একে অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান  বলে।

উদাহরণ – সত্য কথা বলতে ভয় পায় না। বাক্যটিতে ‘বলতে’ অর্থাৎ বলা থেকে একটি অসমাপিকা ক্রিয়া অপাদানের মতো আচরণ করায় এটি হল অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান।

Leave a Comment