নিমিত্তকারক

নিমিত্তকারক কাকে বলে ? নিমিত্ত কারকের প্রকারভেদ। নিমিত্ত অর্থে কাকে বলে ? উদাহরণ দাও।

নিমিত্তকারক কাকে বলে ?

ক্রিয়া সম্পর্কে ‘কাকে’, ‘কেন’, ‘কী জন্য’ বা ‘কার উদ্দেশ্যে’ প্রশ্ন করলে উত্তরে যে পদ পাওয়া যায় তা-ই নিমিত্তকারক।

উদাহরণ – ভিখারিকে ভিক্ষা দাও। প্রদত্ত বাক্যে ‘ভিখারিকে’ অর্থে ‘ভিখারির জন্য’। তাই এটি নিমিত্তকারক।

ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছেন। প্রদত্ত বাক্যে ‘দেশের ’ অর্থে ‘দেশের জন্য’। তাই এটি নিমিত্তকারক।

নিমিত্ত কারকের প্রকারভেদ

নিমিত্ত কারক সাধারণত তিন রকম যথা- ১) নিমিত্ত অর্থে ,  ২) উদ্দেশ্য অর্থে , ৩) উদ্দেশ অর্থে

নিমিত্ত অর্থে কাকে বলে ? উদাহরণ দাও।

জন্য বা নিমিত্ত বোঝালে নিমিত্ত অর্থে নিমিত্ত কারক হয়।

উদাহরণ – ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছেন। এই বাক্যে ‘দেশের’ জন্য হলো নিমিত্তার্থে ।

উদ্দেশ্য অর্থে কাকে বলে ? উদাহরণ দাও।

 যে নিমিত্ত কারকে উদ্দেশ্য অর্থ বোঝাবে তাকে উদ্দেশ্য অর্থে নিমিত্ত বলে।

উদাহরণ – রামবাবু দোকানে গেছেন। এই বাক্যে ‘দোকানে’ যাওয়া একটি উদ্দেশ্য বোঝাচ্ছে।

উদ্দেশ অর্থে কাকে বলে ? উদাহরণ দাও।

 যে নিমিত্ত কারকে কোন কিছুর উদ্দেশে বুঝায় তাকে উদ্দেশ অর্থে নিমিত্ত কারক বলে।

উদাহরণ –  মাস্টারমশাই ছাত্রদের উদ্দেশে একটি প্রশ্ন করলেন।  

Leave a Comment