বাক্যতত্ত্ব

বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস হতে দ্বিতীয় পর্ব ভাষা হতে বাক্যতত্ত্ব নামক চতুর্থ অধ্যায় হতে প্রশ্ন উত্তর নিম্নে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী বাংলা সিলেবাস অনুসারে দ্বিতীয় পর্ব ভাষা হতে বাক্যতত্ত্ব আলোচন করা হয়েছে ।

বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বিতীয় পর্ব ভাষা হতে বাক্যতত্ত্ব


১.গঠনগত দিক দিয়ে বাক্যের শ্রেণী বিভাগ করে আলোচনা কর

প্রশ্নের মান
উচ্চ মাধ্যমিক২০১

বাক্যের সংজ্ঞা :-

ভাষাকে বিশ্লেষণ করলে প্রথমে যে বৃহত্তম একক আমরা পাই তাই হল বাক্য। ভাষা প্রকাশের প্রয়োজন অনুসারে নির্বাচিত কয়েকটি শব্দ ব্যবহার করে বাক্য গড়ে ওঠে।

গঠনগত দিক দিয়ে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ :-

গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। যথা – ক) সরল বাক্য, খ) যৌগিক বাক্যএবং গ) জটিল বাক্য।

সরল বাক্য :-

যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়ার সাহায্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় প্রকাশিত হয়, তাকে সরল বাক্য বলে।

উদাহরণ :-

আমি ভাত খাই।

যৌগিক বাক্য :-

একাধিক সরল বাক্য স্বাধীন অর্থ প্রাধান্য অক্ষুন্ন রেখে এক বা একাধিক সংযোজক অব্যয়ের দ্বারা মিলিত হয়ে একটি মাত্র বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।

উদাহরণ :-

উচ্ছব এসব কথা শোনে এবং বুকে বল পায়।

জটিল বাক্য :-

একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য দ্বারা যে দীর্ঘ ও সম্পূর্ণ বাক্য গঠিত হয়, তাকে জটিল বাক্য বলে।

উদাহরণ :-

যদি তুমি আসো তাহলে আমি যাব।

Leave a Comment