বাংলা ভাষা : রূপতত্ত্ব

বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস হতে দ্বিতীয় পর্ব ভাষা হতে রূপতত্ত্ব নামক তৃতীয় অধ্যায় হতে প্রশ্ন উত্তর নিম্নে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী বাংলা সিলেবাস অনুসারে দ্বিতীয় পর্ব ভাষা হতে  রূপতত্ত্ব  আলোচন করা হয়েছে ।

বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বিতীয় পর্ব ভাষা হতে রূপতত্ত্ব


১. মুণ্ডমাল শব্দ কাকে বলে ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও

প্রশ্নের মান
উচ্চ মাধ্যমিক২০১

ভদ্র – ইতর নির্বিশেষে সর্ব সাধারণের দ্রুত উচ্চারণের কারণেবা মৌখিক ভাষা ব্যবহারের সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার্থে শব্দের অংশ বিশেষ কেটে দিয়ে তার একটা অংশকে সম্পূর্ণ শব্দটির অর্থেই ব্যবহৃত হয়। এই প্রবণতার উপর ভিত্তি করে শব্দ বা পদ গঠনের প্রক্রিয়ায় দুই ধরনের রূপ তৈরি হয়েছে। —

  • ক) ক্লিপিংস বা সংক্ষেপিত পদ,
  • খ)অ্যাক্রোনিম বা মুণ্ডমাল শব্দ।

মুণ্ডমাল শব্দ :-

একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি হয়, তখন তাকেই অ্যাক্রোনিম বা মুণ্ডমাল শব্দ বলে। মুণ্ডমাল শব্দ তৈরির প্রবণতা বিশেষ ভাবে লক্ষ্য করা যায় ইংরেজি ভাষায়। বাংলা ভাষায় মুণ্ডমাল শব্দ গঠনের প্রবণতা খুবই কম।

উদাহরণ :-

  • VIP : Very Important Person.
  • DM : District Magistrate.
  • পিপুফিশু : পিঠ পুড়ে ফিরে শুই।
  • গুগাবাবা : গুপি গাইন বাঘা বাইন।

২. রূপমূল কাকে বলে ? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও।

প্রশ্নের মান১+২+২
উচ্চ মাধ্যমিক২০১৭, ২০২০

রূপমূল কাকে বলে ?

রূপিমবা রূপমূল হল এক বা একাধিক স্বনিমের সমন্বয়ে গঠিত এক অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। এককথায় ধ্বনি দ্বারা গঠিত ক্ষুদ্রতম অর্থবোধক ভাষাতাত্ত্বিক উপাদান বা একককে রূপমূল বলে।

স্বাধীন রূপমূল :-

ভাষার ক্ষুদ্রতম, অর্থপূর্ণ একক তথা রূপ বা রূপমূল স্বাধীন ভাবে বাক্যে ব্যবহৃত হলে তাকে স্বাধীন রূপমূল বলে।স্বাধীন রূপমূল হল মৌলিক শব্দ।

উদাহরণ :-

মানুষ, ফুল, দেশ, ছেলে, তামা ইত্যাদি।

পরাধীন রূপমূল :-

ভাষার ক্ষুদ্রতম, অর্থপূর্ণ একক তথা রূপ বা রূপমূল স্বাধীন ভাবে বাক্যে ব্যবহৃত হতে না পারলে তাকে পরাধীন রূপমূল বলে। এরা স্বাধীন রূপমূলের গায়ে হেলান দিয়ে থাকে।

উদাহরণ :-

  • মানুষ + কে (পরাধীন রূপমূল) = মানুষকে।
  • ফুল + ওয়ালা (পরাধীন রূপমূল) = ফুলওয়ালা।

Leave a Comment