বাংলা নাট্যমঞ্চের ইতিহাস-আধুনিক বাংলা সাহিত্যের ধারা (একাদশ শ্রেণী)

বাংলা নাট্যমঞ্চের ইতিহাস-আধুনিক বাংলা সাহিত্যের ধারা (একাদশ শ্রেণী)

               বাংলা নাট্যমঞ্চের ইতিহাস

১। শখের নাট্যশালা তৈরিতে কারা প্রধান ভূমিকা নিয়েছিল?

(ক) বাঙালিরা

(খ) ধনী বাঙালিরা

(গ) ইংরেজরা

(ঘ) নাট্যমোদীরা

২। বাঙালির দ্বারা প্রথম কোন নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছিল?

(ক) মিনার্ভা 

(খ) স্টার থিয়েটার

(গ) হিন্দু থিয়েটার

(ঘ) কোনোটাই নয়

৩। প্রথম বাংলা নাটক কোন্ রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল ?

(ক) রংমহলে

(খ) জোড়াসাঁকো নাট্যমঞ্চে 

(গ) বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চে

(ঘ) কোনোটাই নয়

৪। ‘স্টার থিয়েটার’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(ক) উপেন্দ্রনাথ মিত্র।

(খ) গুরমুখ রায়

(গ) অমৃতলাল বসু

(ঘ) সলিল কুমার মিত্র

৫। হিন্দু থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন?

(ক) প্রসন্নকুমার ঠাকুর

(খ) শ্রীকৃষ্ণ সিংহ

(গ) কৃষ্ণচন্দ্র দত্ত

(ঘ) মাধব মল্লিক

৬। ‘জোড়াসাঁকো থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা কে?

(ক) নবীন বসু

(খ) প্যারীমোহন বসু

(গ) প্রসন্নকুমার ঠাকুর

(ঘ) কৃষ্ণচন্দ্র দত্ত

৭। ‘জোড়াসাঁকো থিয়েটার’ কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল?

(ক) ১৮৫০

(খ) ১৮৫১

(গ) ১৮৫২

(ঘ) ১৮৫৪

৮। আশুতোষ দেবের (সতুবাবুর) বাড়ির নাট্যশালা কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৮৫৫ 

(খ) ১৮৫৭

(গ) ১৮৫৬ 

(ঘ) ১৮৫৮

৯। ‘ন্যাশনাল থিয়েটার’ কত সালে প্রতিষ্ঠিত হয়?  

(ক) ১৮৭২, ৭ ডিসেম্বর

(খ) ১৮৭২, ৪ ডিসেম্বর

(গ) ১৮৭২, ৫ ডিসেম্বর

(ঘ) ১৮৭২, ৬ ডিসেম্বর

১০। ‘বেঙ্গল থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(ক) প্যারীমোহন রায়।

(খ) বিহারীলাল চট্টোপাধ্যায়

(গ) গিরীশচন্দ্র ঘোষ

(ঘ) শরৎচন্দ্র ঘোষ

১১। ‘গ্রেট ন্যাশনাল থিয়েটার’ কে প্রতিষ্ঠা করেন ?

(ক) ভুবনমোহন নিয়োগী

(খ) অমৃতলাল বসু

(গ) মহেন্দ্রলাল বসু

(ঘ) ধর্মদাস সুর

১২। ‘স্টার থিয়েটার’-এ প্রথম অভিনীত নাটক কী ছিল?

(ক) বিল্বমঙ্গল

(খ) দক্ষযজ্ঞ

(গ) কমলেকামিনী

(ঘ) চৈতন্যলীলা

১৩। ‘স্টার থিয়েটার’ (হাতিবাগান) কত সালে উদবোধন করা হয়?

(ক) ১৮৮৮, ২৫ মে 

(খ) ১৮৮৬, ২৫ মে

(গ) ১৮৮৭, ২৫ মে

(ঘ) ১৮৮৫, ২৫ মে

১৪। মিনার্ভা থিয়েটারে প্রথম নাটক কী ছিল?

(ক) সীতারাম 

(খ) ম্যাকবেথ

(গ) নল-দময়ন্তী 

(ঘ) সিরাজদৌল্লা

১৫। ‘রংমহল থিয়েটার’ প্রতিষ্ঠা কে করেছিলেন?

(ক) রবি রায় ও সতু সেন

(খ) যোগেশ চৌধুরী

(গ) সতু সেন

(ঘ) রবি রায়

১৬। ‘রঙ্গনা থিয়েটার’-এ প্রথম নাটক কী ছিল?

(ক) চন্দ্ৰনাথ

(খ) নৌকাডুবি

(গ) বিনিপয়সার ভোজ

(ঘ) দম্পতি

১৭। মঞ্চ বেঁধে নাট্যাভিনয় শুরু হয় কোন শতকের তিরিশের দশক থেকে।

(ক) পনেরো শতকের

(খ) ষোলো শতকের

(গ) আঠারো শতকের

(ঘ) উনিশ শতকের

১৮। শখের নাট্যশালায় বিশেষত অগ্রণী ভূমিকা নেয় কলকাতার

(ক) অভিজাত ধনী বাঙালি

(খ) মধ্যবিত্ত বাঙালি

(গ) ইংরেজরা

(ঘ) নাট্যপ্রেমীরা

১৯। বাঙালির দ্বারা প্রতিষ্ঠিত প্রথম নাট্যশালা হল –

(ক) ওরিয়েন্টাল থিয়েটার

(খ) জোড়াসাঁকো থিয়েটার

(গ) হিন্দু থিয়েটার

(ঘ) কোনোটাই নয়

২০। ‘হিন্দু থিয়েটার’ প্রতিষ্ঠা করেন –

(ক) নবীনচন্দ্র বসু

(খ) প্রসন্নকুমার ঠাকুর

(গ) প্যারীমোহন বসু

(ঘ) যতীন্দ্রমোহন ঠাকুর

২১। হিন্দু থিয়েটার কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

(ক) ১৮৩০

(খ) ১৮৩২

(গ) ১৮৩৪

(ঘ) ১৮৩১

২২। ‘হিন্দু থিয়েটার’-এ প্রথম কোন নাটক অভিনীত হয়?

(ক) শকুন্তলা

(খ) বিদ্যাসুন্দর

(গ) উত্তররামচরিত

(ঘ) কোনোটাই নয়

২৩। হিন্দু থিয়েটারে প্রথম নাটক অভিনীত হয়েছিল ১৮৩১ সালের –

(ক) ১৪ ডিসেম্বর 

(খ) ১৫ ডিসেম্বর

(গ) ১৬ ডিসেম্বর

(ঘ) ১৭ ডিসেম্বর 

২৪। নবীন বসুর নাট্যশালা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে।

(ক) ১৮৩৪

(খ) ১৮৩৬

(গ) ১৮৩৭

(ঘ) ১৮৩৫

২৫। নবীন বসুর নাট্যশালায় পরিবেশিত প্রথম বাংলা নাটক হল –

(ক) বিদ্যাসুন্দর

(খ) মার্চেন্ট অফ ভেনিস 

(গ) কুলীনকুলসর্বস্ব

(ঘ) কোনোটাই নয়

২৬। ‘বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চে’র প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) লাটুবাবু

(খ) প্রিয়নাথ বসু

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) রাজা প্রতাপচন্দ্ৰ

২৭। ‘বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

(ক) ১৮৫৬

(খ) ১৮৫৪

(গ) ১৮৫৭

(ঘ) ১৮৫৮

২৮। ‘বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চে’ অভিনীত প্রথম বাংলা নাটক হল –

(ক) বেণীমাধব

(খ) বেণীসংহার

(গ) বিক্রমোর্বশী

(ঘ) সাবিত্রী-সত্যবান

২৯। ‘বেলগাছিয়া নাট্যশালা’ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮৫৬ 

(খ) ১৮৫৭

(গ) ১৮৫৪

(ঘ) ১৮৫৮

৩০। শখের নাট্যশালাগুলির মধ্যে কোন নাট্যশালায় নিয়মিত ও ধারাবাহিক নাট্যাভিনয় হত?

(ক) মেট্রোপলিটান থিয়েটার

(খ) পাথুরিয়াঘাটা বঙ্গনাট্যালয় 

(গ) বেলগাছিয়া নাট্যশালা

(ঘ) বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ 

৩১। ‘জোড়াসাঁকো নাট্যশালা’ ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠিত হয় কত সালে?

(ক) ১৮৬৫

(খ) ১৮৬৪

(গ) ১৮৬৩

(ঘ) ১৮৬২

৩২। বহুবাজার রঙ্গনাট্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৮৬৫

(খ) ১৮৬৬

(গ) ১৮৬৭

(ঘ) ১৮৬৮

৩৩। কোন নাট্যমঞ্চে নাট্যাভিনয়ের মাধ্যমেই এদেশে সাধারণ রঙ্গালয়ের সূত্রপাত?

(ক) ন্যাশনাল থিয়েটার

(খ) বেঙ্গল থিয়েটার

(গ) গ্রেট ন্যাশনাল থিয়েটার

(ঘ) স্টার থিয়েটার

৩৪। ‘ন্যাশনাল থিয়েটার’ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

(ক) ১৮৭০

(খ) ১৮৭২ 

(গ) ১৮৭১

(ঘ) ১৮৭৩

৩৫। ‘বাগবাজার অ্যামেচার থিয়েটার’ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

(ক) ১৮৬৬ 

(খ) ১৮৬৫

(গ) ১৮৬৪

(ঘ) ১৮৬৭

৩৬। ন্যাশনাল থিয়েটারে কোন নাটক অভিনয়ের মধ্য দিয়ে উদবোধন হয়।

(ক) নীলদর্পণ

(খ) নবীন তপস্বিনী

(গ) জামাই বারিক

(ঘ) সধবার একাদশী

৩৭। বেঙ্গল থিয়েটারে প্রথম কোন নাটক অভিনীত হয়?

(ক) নীলদর্পণ

(খ) জামাই বারিক

(গ) শর্মিষ্ঠা

(ঘ) নবীন তপস্বিনী

৩৮। ‘গ্রেট ন্যাশনাল থিয়েটার’ প্রতিষ্ঠিত হয় কখন?

(ক) ১৮৭৩, ৩১ ডিসেম্বর 

(খ) ১৮৭৪, ৩১ ডিসেম্বর

(গ) ১৮৭২, ৩১ ডিসেম্বর 

(ঘ) ১৮৭৫, ৩১ ডিসেম্বর 

৩৯। ‘স্টার থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা হলেন –

(ক) অমৃতলাল বসু 

(খ) গুরমুখ রায়

(গ) গিরিশচন্দ্র ঘোষ

(ঘ) উপেন্দ্রনাথ মিত্র।

৪০। স্টার থিয়েটার’ (বিডন সিটি) প্রতিষ্ঠা করা হয় –

(ক) ১৮৮৩, ২১ জুলাই

(খ) ১৮৮২, ২১ জুলাই 

(গ) ১৮৮১, ২১ জুলাই

(ঘ) ১৮৮০, ২১ জুলাই

৪১। গুরমুখ রায় স্টার থিয়েটারের মালিক হিসাবে ছিলেন মাত্র –

(ক) একবছর

(খ) দু-বছর

(গ) তিনবছর

(ঘ) ছ-মাস

৪২। ‘এমারেল্ড থিয়েটারে’র প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) গিরিশচন্দ্র

(খ) গোপাললাল শীল

(গ) অর্ধেন্দুশেখর

(ঘ) প্রমদাসুন্দরী

৪৩। রবীন্দ্রনাথের কোন নাটক এমারেল্ড থিয়েটারে অভিনীত হয়?

(ক) ডাকঘর 

(খ) রাজা ও রানী

(গ) রক্তকরবী 

(ঘ) অচলায়তন

৪৪। ‘বীণা থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) গিরিশচন্দ্র

(খ) অমৃতলাল বসু

(গ) অমৃতলাল মিত্র

(ঘ) রাজকৃষ্ণ রায়

৪৫। হাতিবাগান ‘স্টার থিয়েটার’-এর উদবোধন হয় কত খ্রিস্টাব্দে?

(ক) ১৮৮৮ 

(খ) ১৮৮৭

(গ) ১৮৮৯

(ঘ) ১৮৮৬

৪৬। ১৯৩৪ খ্রিস্টাব্দে স্টার থিয়েটার ভাড়া নিয়ে ‘নবনাট্য মন্দির’ খোলেন –

(ক) গিরিশচন্দ্র

(খ) শিশির তাসুডি

(গ) অমৃতলাল বসু

(ঘ) অমৃতলাল মিত্র

৪৭। ১৯৩৭ খ্রিস্টাব্দে শিশির ভাদুড়ি ‘স্টার থিয়েটার’ ছেড়ে দিলে লিজ নেন –

(ক) সলিলকুমার মিত্র

(খ) উপেন্দ্রনাথ মিত্র

(গ) মহেন্দ্ৰ গুপ্ত

(ঘ) এঁদের কেউ নন

৪৮। ১৯৫৩ সালে স্টার থিয়েটারের দায়িত্ব নেন –

(ক) সলিলকুমার মিত্র

(খ) সৌমিত্র চট্টোপাধ্যায়

(গ) মহেন্দ্ৰ গুপ্ত 

(ঘ) এঁদের কেউ নন 

৪৯। সলিলকুমার মিত্রের দায়িত্বে স্টার থিয়েটারে পরিচালক ও নাট্যকার হিসাবে যোগ দেন –

(ক) মহেন্দ্র গুপ্ত

(খ) দেবনারায়ণ গুপ্ত

(গ) কালীপ্রসাদ ঘোষ

(ঘ) শিশির ভাদুড়ি 

৫০। ১৯৭১ সালে স্টার থিয়েটার হস্তান্তরিত হয়ে যায় কার হাতে?

(ক) কুণাল মুখোপাধ্যায়

(খ) রঞ্জিতমল কঙ্কারিয়া

(গ) বঙ্কিম ঘোষ

(ঘ) শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৫১। ‘মিনার্ভা থিয়েটার’ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

(ক) ১৮৯৩, ২৮ জানুয়ারি

(খ) ১৮৯০, ২৮ জানুয়ারি 

(গ) ১৮৯১, ২৮ জানুয়ারি

(ঘ) ১৮৯২, ২৮ জানুয়ারি

৫৩। মিনার্ভায় অভিনীত প্রথম নাটক ছিল –

(ক) শর্মিষ্ঠা 

(খ) চৈতন্যলীলা

(গ) ম্যাকবেথ

(ঘ) সীতারাম

৫৪। ‘মিনার্ভা থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) প্রসন্নকুমার ঠাকুর 

(খ) অহীন্দ্র চৌধুরী

(গ) অর্ধেন্দুশেখর মুস্তাফি

(ঘ) নাগেন্দ্রভূষণ মুখোপাধ্যায়

৫৫। মিনার্ভাতে অভিনীত একটি সফল নাটক হল –

(ক) কমলেকামিনী 

(খ) জনা

(গ) বিসর্জন

(ঘ) পলাশীর যুদ্ধ 

৫৬। মিনার্ভা থিয়েটার কত বৎসরেরও বেশি সময় ধরে চলে? 

(ক) একশো

(খ) পঞ্চাশ

(গ) পঁচাত্তর

(ঘ) দেড়শো

৫৭। ক্লাসিক থিয়েটার প্রতিষ্ঠা করেন –

(ক) অহীন্দ্র চৌধুরী

(খ) অমরেন্দ্রনাথ দত্ত

(গ) অঘোর পাঠক

(ঘ) এঁদের কেউ নন

৫৮। ক্লাসিক থিয়েটার প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮৯৭, ১৬ এপ্রিল 

(খ) ১৮৯৮, ১৬ এপ্রিল

(গ) ১৮৯৯, ১৬ এপ্রিল

(ঘ) ১৮৯৬, ১৬ এপ্রিল

৫৯। ক্লাসিক থিয়েটারে অভিনীত প্রথম নাটক হল –

(ক) বিবাহ বিভ্রাট

(খ) দেবী চৌধুরানী

(গ) বিল্বমঙ্গল

(ঘ) নল-দময়ন্তী ও বেল্লিক বাজার

৬০। ‘অরোরা থিয়েটার’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

(ক) ১৯০১

(খ) ১৯০২

(গ) ১৯০৩

(ঘ) ১৯০৪ 

৬১। ‘অরোরা থিয়েটার’ শুরু হয়েছিল — বাড়িতে?

(ক) ন্যাশনাল থিয়েটারের

(খ) বেঙ্গল থিয়েটারের 

(গ) নতুন

(ঘ) কোনোটাই নয়

৬২। ‘কোহিনূর থিয়েটার’ প্রতিষ্ঠিত কত সালে?

(ক) ১৯০৫

(খ) ১৯০৪

(গ) ১৯০৩

(ঘ) ১৯০৭

৬৩। ‘কোহিনূর থিয়েটার এর প্রতিষ্ঠাতা –

(ক) শরৎকুমার রায় 

(খ) দানীবাবু

(গ) মন্মথনাথ পাল

(ঘ) গিরিশচন্দ্র

৬৪। আর্ট থিয়েটার কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯২০ 

(খ) ১৯২১

(গ) ১৯২২

(ঘ) ১৯২৩

৬৫। আর্ট থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) অপরেশচন্দ্র মুখোপাধ্যায়

(খ) আর্ট থিয়েটার লিমিটেড

(গ) প্রবোধ গুহ

(ঘ) অহীন্দ্র চৌধুরী

৬৬। রংমহল থিয়েটার কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৩০

(খ) ১৯৩১

(গ) ১৯৩২

(ঘ) ১৯৩৩

৬৭। রবি রায় ও সতু সেন কোন থিয়েটারের প্রতিষ্ঠাতা?

(ক) আর্ট থিয়েটারের

(খ) বাংলা থিয়েটারের

(গ) রংমহল থিয়েটারের

(ঘ) কোনোটাই নয়

৬৮। শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া কোন থিয়েটারের প্রথম নাটক?

(ক) ন্যাশনাল

(খ) রংমহল

(গ) প্রেসিডেন্সি

(ঘ) আর্ট

৬৯। মনোমোহন পাঁড়ে প্রতিষ্ঠা করেছিলেন –

(ক) বিশ্বরূপা থিয়েটার

(খ) বিজন থিয়েটার

(গ) মনোমোহন থিয়েটার

(ঘ) কোনোটাই নয়

৭০। মনোমোহন বাবু কোন থিয়েটার কিনে মনোমোহন থিয়েটার প্রতিষ্ঠা করেন?

(ক) এমারেল্ড থিয়েটার

(খ) কোহিনূর থিয়েটার

(গ) রঙ্গনা থিয়েটার 

(ঘ) কোনোটাই নয়

৭১। ‘ইউনিক থিয়েটার’ প্রতিষ্ঠা করেছিলেন –

(ক) গিরিমোহন মল্লিক

(খ) অহীন্দ্র চৌধুরী

(গ) চুনীবাবু

(ঘ) দানীবাবু

৭২। গ্র্যান্ড ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) অহীন্দ্র চৌধুরী 

(খ) ক্ষেত্রমোহন মিত্রর

(গ) চুনীলাল দেব।

(ঘ) কেউ নয়।

৭৩। থেসপিয়ান টেম্পল প্রতিষ্ঠা করেছিলেন –

(ক) যোগেশচন্দ্র চৌধুরী

(খ) তিনকড়ি

(গ) চুনীবাবু

(ঘ) ক্ষেত্রমোহন মিত্র

৭৪। প্রেসিডেন্সি থিয়েটার প্রতিষ্ঠিত হয় কোন মঞ্চে?

(ক) বেঙ্গল থিয়েটার

(খ) আর্ট

(গ) ন্যাশনাল

(ঘ) সিটি

৭৫। প্রেসিডেন্সি থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) চারুশীলা

(খ) অবিনাশ চট্টোপাধ্যায়

(গ) ভুবনেশ মুস্তাফি

(ঘ) পি. সি. চ্যাটার্জি

৭৬। ‘ন্যাশনাল থিয়েটার’ প্রতিষ্ঠিত হয় কোন মঞ্চে?

(ক) আর্ট 

(খ) সিটি

(গ) বেঙ্গল

(ঘ) ইউনিক

১। বাঙালিরা কীভাবে থিয়েটারের প্রতি আকৃষ্ট হয়েছিল?

কলকাতার সাহেবদের থিয়েটারে অভিনয় দেখে বাঙালিরা থিয়েটারের প্রতি আকৃষ্ট হয়।

২। দল বেঁধে নাট্যাভিনয়ের প্রচলন কোন সময়ে শুরু হয়?

কলকাতার ধনী ও অভিজাত বাঙালিরা উনিশ শতকের তিরিশের দশক থেকে দল বেঁধে নাট্যাভিনয় শুরু করেন।

৩। রামজয় বসাকের বাড়ির নাট্যশালা কবে, কে প্রতিষ্ঠা করেন? 

কলকাতার নতুন বাজারে চড়কডাঙায় রামজয় বসাকের অর্থানুকুল্যে তাঁরই বাড়িতে নাট্যশালাটি প্রতিষ্ঠিত হয়। এব্যাপারে উদ্যোগ নেন কেশব গঙ্গোপাধ্যায়, প্রিয়নাথ বসু, রাজেন্দ্রনাথ প্রমুখ ব্যক্তিবর্গ।

৪। ‘বিদ্যাৎসাহিনী রঙ্গমঞ্চ’ কে প্রতিষ্ঠা করেন? 

প্রখ্যাত বিদ্যোৎসাহিনী ও সাহিত্যরসিক কালীপ্রসন্ন সিংহ ১৮৪০ খ্রিস্টাব্দে তাঁর বাড়িতে এই রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন।

৫। ‘বেঙ্গল থিয়েটার’ কত সালে উদবোধন করা হয় ?

বেঙ্গল থিয়েটার ১৮৭৩ সালের ১৬ আগস্ট উদ্বোধন করা হয়।

৬। ‘গ্রেট ন্যাশনাল থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা কে?

ভুবনমোহন নিয়োগী ছিলেন গ্রেট ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা।

৭। ‘গ্রেট ন্যাশনাল থিয়েটারে প্রথম কোন নাটক অভিনীত হয়েছিল?

গ্রেট ন্যাশনাল থিয়েটারে প্রথম অমৃতলাল বসুর ‘কাম্যকানন’ নাটক অভিনীত হয়েছিল। 

৮। ‘স্টার থিয়েটার’ কে, কবে প্রতিষ্ঠা করেন?

১৮৮৩ সালের ২১ জুলাই কলকাতার ধনী ব্যবসায়ীর পুত্র গুরমুখ রায় বিডন স্ট্রিটে স্টার থিয়েটার প্রতিষ্ঠা করেন।

৯। ‘স্টার থিয়েটার’-এ প্রথম কোন নাটক অভিনীত হয়েছিল?

‘স্টার থিয়েটার’-এ প্রথম গিরিশচন্দ্র ঘোষের লেখা ‘দক্ষযজ্ঞ’ নাটক অভিনীত হয়।

১০। রামকৃষ্ণদেব স্টার-এ কোন নাটক দেখে বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন? 

রামকৃষ্ণদেব স্টার-এ ‘চৈতন্যলীলা’ নাটকে চৈতন্যরূপী বিনোদিনীকে ‘চৈতন্য হোক’ বলে আশীর্বাদ করেছিলেন।

১১। ‘এমারেল্ড থিয়েটার’ এর প্রতিষ্ঠা কবে, কে করেছিলেন?

গোপাললাল শীল ১৮৮৭ সালের ৮ অক্টোবর ‘এমারেল্ড থিয়েটার’ প্রতিষ্ঠা করেন।

১২। হাতিবাগানে স্টার থিয়েটারে প্রথম কোন নাটক অভিনীত হয়েছিল? 

হাতিবাগান ‘স্টার থিয়েটার’-এ প্রথম গিরিশচন্দ্রের ‘নসীরাম’ নাটক অভিনীত হয়েছিল।

১৩। মিনার্ভা থিয়েটার কে, কবে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? 

৬ নম্বর বিডন স্ট্রিটে ১৮৯৩ সালের ২৮ জানুয়ারি নাগেন্দ্রভূষণ মুখোপাধ্যায় মিনার্ভা থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন।

১৪। মিনার্ভা থিয়েটারের ঐতিহ্য কী?

শতবর্ষব্যাপী অস্তিত্ব ধরে রাখাটাই মিনার্ভা থিয়েটারের ঐতিহ্য।

১৫। ক্লাসিক থিয়েটার কে, কত সালে প্রতিষ্ঠা করেন ? 

ক্লাসিক থিয়েটার অমরেন্দ্রনাথ দত্ত ১৮৯৭ সালের ১৬ এপ্রিল প্রতিষ্ঠা করেন।

১৬। ‘অরোরা থিয়েটার’ কে, কত সালে প্রতিষ্ঠা করেন?

বেঙ্গল থিয়েটারের বাড়ি ভাড়া নিয়ে গুরুপ্রসাদ মৈত্র ১৯০১ সালের ১৭ আগস্ট আরোরা থিয়েটার’ শুরু করেন।

১৭। ‘অরোরা থিয়েটারে’ প্রথম কোন নাটক মঞ্চস্থ হয়েছিল?

‘অরোরা থিয়েটার’-এ প্রথম ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের ‘দক্ষিণা’ নাটকটি মঞ্চস্থ হয়েছিল। 

১৮। ‘কোহিনূর থিয়েটার’ কে, কবে প্রতিষ্ঠা করেন?

‘এমারেল্ড থিয়েটার’ বাড়িটি কিনে সেখানেই শরৎকুমার রায় ১৯০৭ সালের ১১ আগস্ট ‘কোহিনূর থিয়েটার’ প্রতিষ্ঠা করেন।

১৯। ‘নাট্য নিকেতন’-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

‘নাট্য নিকেতন’ এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রবোধ গুহ।

২০। ‘শ্রীরঙ্গম’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

শিশির কুমার ভাদুড়ি ‘নাট্যনিকেতন’ বাড়িটি লিজ নিয়ে ‘শ্রীরঙ্গম’ প্রতিষ্ঠা করেছিলেন।

২১। ‘শ্রীরঙ্গম’ রঙ্গমঞ্চের উদবোধন করে হয়েছিল?

‘শ্রীরঙ্গম’ রঙ্গমঞ্চের উদবোধন হয়েছিল ১৯৪১ সালের ২৮ নভেম্বর।

২২। শিশিরকুমার ভাদুড়িকে ‘নটরাজ’ উপাধি কে দিয়েছিলেন?

শিশিরকুমার ভাদুড়িকে নটরাজ’ উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

২৩। আর্ট থিয়েটারে প্রথম কোন নাটক অভিনীত হয়েছিল ?

১৯২৩ খ্রিস্টাব্দে ৩০ জুন অপরেশচন্দ্রের লেখা নতুন নাটক ‘কর্ণার্জুন’ নাটক দিয়ে অভিনয় শুরু হয়।

২৪। রংমহল থিয়েটার কে প্রতিষ্ঠা করেন?

১৯৩১ খ্রিস্টাব্দে রবীন্দ্রমোহন (রবি রায়) ও সতু সেনের উদ্যোগে একটি যৌথ প্রতিষ্ঠান রূপে রংমহল থিয়েটার প্রতিষ্ঠিত হয়।

২৫। ‘রিভলভিং স্টেজ’ প্রথম কোন নাট্যমঞ্জে ব্যবহার করা হয়? 

‘রংমহল’ থিয়েটারে প্রথম রিভলভিং স্টেজ ব্যবহার করা হয়।

২৬। রংমহলে অভিনীত উপন্যাসের নাট্যরূপ দেওয়া কয়েকটি নাটকের নাম লেখো।

রংমহলে অভিনীত উপন্যাসের নাট্যরূপ দেওয়া কয়েকটি নাটক হল দেবদাস, চরিত্রহীন, নিষ্কৃতি, আনন্দমঠ, দুই পুরুষ, সাহেব-বিবি-গোলাম,

২৭। ‘রঙ্গনা’ থিয়েটার এর প্রতিষ্ঠা কবে হয়েছিল?

১৯৭০ সালের ৫ অক্টোবর গণেশ মুখোপাধ্যায় ‘রঙ্গনা’ থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন।

২৮। ‘রঙ্গনা’ থিয়েটারে অভিনীত প্রথম নাটক ছিল?

‘রঙ্গনা’ থিয়েটারে অভিনীত প্রথম নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বিনি পয়সার ভোজ’।

২৯। ‘রঙ্গনা থিয়েটার’ কোথায় প্রতিষ্ঠিত হয়?

কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র রোডে ‘রঙ্গনা থিয়েটার’ প্রতিষ্ঠিত হয়।

৩০। ‘বিশ্বরূপা থিয়েটার’ কোন জায়গায় অবস্থিত? 

‘বিশ্বরূপা’ থিয়েটারটি ২ বি, রাজা রাজকৃষ্ণ স্ট্রিট-এ অবস্থিত।

৩১। ‘কাশী বিশ্বনাথ মঞ্চ’ কোন জায়গায় রয়েছে?

‘কাশী বিশ্বনাথ মঞ্চ’ ২০/২, ক্যানেল ওয়েস্ট রোডে অবস্থিত।

৩২। ‘মুক্তাঙ্গন থিয়েটার’ কোন রাস্তার ওপরে গড়ে উঠেছে?

‘মুক্তাঙ্গন থিয়েটার’ ১২৩, শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে অবস্থিত।

৩৩। ‘প্রতাপ মেমোরিয়াল হল’ কোথায় রয়েছে?

‘প্রতাপ মেমোরিয়াল হল’ রাজাবাজারে অবস্থিত।

৩৪। ‘সুজাতা সদন’ রঙ্গমঞ্চটি কোথায় রয়েছে?

‘সুজাতা সদন’ রঙ্গমঞ্চটি হাজরা রোডে অবস্থিত।

৩৫। ‘তপন থিয়েটার’ রঙ্গমঞ্চটির অবস্থান কোথায়?

‘তপন থিয়েটার’ রঙ্গমঞ্চটি ৩৭৩/বি, সদানন্দ রোডে অবস্থিত।

৩৬। ‘উত্তমমঞ্চ’ কোথায় রয়েছে?

মনোহরপুকুর রোডে অবস্থিত ‘উত্তমমঞ্চ’। 09 

৩৭। ‘বিজন থিয়েটার’ কোথায় অবস্থিত?

‘বিজন থিয়েটার’ শ্যামবাজারের রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে অবস্থিত।

১। বাংলা থিয়েটারের উদ্ভব ও তার প্রাথমিক পর্যায় বিবৃত করো। 

বাংলা থিয়েটারের উদ্ভব হয়েছে উনিশ শতকে। বাঙালিরা কলকাতার সাহেবদের থিয়েটারে অভিনয় দেখে, ইংরেজি নাটক পড়ে, ইংরেজি নাটকে অংশগ্রহণ করে থিয়েটারের প্রতি আকৃষ্ট হয়। প্রথমে ধনী-বাঙালির প্রাসাদমঞ্চে ইংরেজি আদলের থিয়েটার তৈরি করে নাটকের অভিনয় শুরু করেছিল। প্রথম অবস্থায় বাংলায় সে রূপ নাটক না থাকায় ইংরেজি ও সংস্কৃত নাটকের সাহায্য নেওয়া হয়েছিল। প্রথমে ইংরেজি নাটক, পরে সংস্কৃত ইংরেজি নাটকের অনুবাদকৃত নাটক এবং সবশেষে মৌলিক বাংলা নাটক রচনা করে অভিনয় শুরু হয়। 

প্রাথমিক অবস্থার ধনীদের প্রাসাদমঞ্চে তাদেরই পৃষ্ঠপোষকতায় নাটক নির্বাচিত হত এবং তাঁদেরই খেয়াল-খুশি-মর্জি অনুযায়ী অভিনয় হত। কোনো নাটক মঞ্চকে অভিনয়ের জন্য ধারাবাহিকভাবে ব্যবহার করা যেত না। কোনোভাবে ধনী ব্যক্তির ইচ্ছা-উদ্যম নষ্ট হলে বা কারো মৃত্যু হলে বা কোনো কারণে কলকাতার বাইরে গেলে অভিনয় বন্ধ থাকত। ফলে অভিনয়ের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না, শখই ছিল প্রধান। আসলে ধনী ব্যক্তিরা সাহেবদের কাছে নিজেদেরকে জাহির করতে, প্রিয় হয়ে কিছু ভোগ করার উদ্দেশ্যে এই নাট্যাভিনয়ের ব্যবস্থা করেছিল। তা ছাড়া এসব নাট্যশালায় সাধারনের প্রবেশাধিকার ছিল না।

১৮৭২ সালের ৭ ডিসেম্বর ‘ন্যাশনাল থিয়েটার’-এর উদ্বোধন হয় এবং এই দিনে ‘নীলদর্পণ’ নাটক অভিনীত হয়। এই থিয়েটারটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন ‘বাগবাজার অ্যামেচার থিয়েটারের যুবকবৃন্দ। যাদের মধ্যে বিশেষভাবে কয়েকজনের নাম অবশ্যই উল্লেখ করতে হয় তাঁরা হলেন রাধামাধব কর, মতিলাল সুর, অমৃতলাল বসু, অর্ধেন্দুশেখর মুস্তাফি, ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গ। এই থিয়েটারে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে বাধা না থাকায় এটি সাধারণ রঙ্গালয়ে পরিণত হয়। সংঘবদ্ধভাবে থিয়েটার পরিচালিত হওয়ায় ব্যক্তিগত খেয়ালখুশির প্রভাব ছিল না। অভিনেতারা কিছু অর্থ পেতে থাকেন। প্রযোজকরাও মুনাফা অর্জন করে থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এখান থেকে শুরু হয় বাংলা থিয়েটারে বাণিজ্যিক থিয়েটারের ধারা।

এই প্রসঙ্গে আর একটু বলা যায় পেশাদারি বাণিজ্যিক থিয়েটারের পরিমণ্ডলেই বাংলার নাট্যাভিনয় চলতে থাকে। নাটক অভিনয়ের পাশাপাশি বাংলায় নাটক রচনা করার প্রবণতা দেখা দেয়। তার সঙ্গে ব্যাবসায়িক রীতিতে থিয়েটার পরিচালিত হওয়ায় রঙ্গালয়ের মালিক নাটক ও নাট্যাভিনয় নিয়ন্ত্রণ করতেন। নাটক যাতে দর্শকদের কাছে গ্রহণীয় হয়ে ওঠে তার জন্য মঞ্চ ব্যবস্থা, উপকরণ, অভিনেতা, অভিনেত্রী, দর্শকদের মন সবকিছুর দিকে লক্ষ্য রাখা হত। সমাজের দিকে তাকিয়ে, সংস্কৃতির বিকাশে নাটক লেখা হত। নাটকের মধ্য দিয়ে যাতে জাতিকে চেনা যায়, তার প্রতি লক্ষ্য রেখে শুরু হয় থিয়েটারের পথ চলা।

Leave a Comment