Xi Bengali 2015, Class 11 Bengali Quesion 2015
Class 11 Bengali Quesion 2015
নতুন পাঠক্রম
বাংলা
‘ক’ ভাষা
(২০১৫)
সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান : ৮০
(পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।)
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
১। ঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮
১.১ আগে ভাগে ভূতে পেয়ে বসেছে –
(ক) সমাজকে
(খ) ওঝাকে
(গ) অর্বাচীনদের
(ঘ) মাসিপিসিদের।
উত্তর:- খ
১.২ মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভাব্য দূরত্ব –
(ক) কুড়ি মাইল
(খ) বাইশ মাইল
(গ) পঞ্চাশ মাইল
(ঘ) ত্রিশ মাইল।
উত্তর:- ঘ
১.৩ এর আগেরবার সৌখী জেল থেকে এনেছিল” –
(ক) একটি থালা
(খ) একটি জামা
(গ) একটি কম্বল
(ঘ) একটি চাদর।
উত্তর:- গ
১.৪ “বসে আছেন কেন ? টান দিন” – উক্তিটির বক্তা –
(ক) যামিনী
(খ) গাড়োয়ান
(গ) মণি
(ঘ) নিরঞ্জন
উত্তর:- ক
১.৫ খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে –
(ক) তার বাজার খরচ ফুরিয়েছে
(খ) খোকার নতুন জামা চাই
(গ) বাড়ীতে আত্মীয় আসবে
(ঘ) লোটা হল বাড়ীর লক্ষ্মী।
উত্তর:- ঘ
১.৬ ‘গতস্য শোচনা নাস্তি’ কথাটির অর্থ –
(ক) ভুলের জন্য অনুশোচনা
(খ) যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা করে লাভ নেই
(গ) অনুশোচনাই সংশোধনের উপায়
(ঘ) অনুশোচনা করলেই ক্ষমা করা যায় না।
উত্তর:- খ
১.৭ “সেই গ্রীক দার্শনিকের কথা সকলেই মাথা পেতে নেয় নির্বিচারে” – সেই দার্শনিকের নাম –
(ক) গ্যালিলিও
(খ) অ্যারিস্টটল
(গ) মাইকেল এনজেলো
(ঘ) কোপারনিকাস।
উত্তর:- খ
১.৮ গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্তি হন তখন তাঁর বয়স ছিল –
(ক) আঠারো
(খ) পনেরো
(গ) যোলো
(ঘ) সতেরো।
উত্তর:- ঘ
১.৯ জনার পুত্রের নাম কী ?
(ক) কর্ণ
(খ) অভিমন্যু
(গ) প্রবীর
(ঘ) অশ্বত্থামা।
উত্তর:- খ
১.১০ ‘বাজাও পাঞ্চজন্য’ – পাঞ্চজন্য কী ?
(ক) কৃষ্ণের বাঁশি
(খ) অর্জুনের শাঁখ
(গ) কৃষ্ণের শাঁখ
(ঘ) নারদের বীণা।
উত্তর:- গ
১.১১ “পড়শী যদি আমায় ছুঁত।” – পড়শী ছুঁলে কী হবে ?
(ক) যম যাতনা দূর হবে
(খ) সুবুদ্ধির বিকাশ হবে
(গ) সমাজ সচেতনতা বাড়বে
(ঘ) ভালোবাসা বোধ জাগবে।
উত্তর:- ক
১.১২ ‘বাড়িতে ফেরার পথে কিনে আনি।’ –
(ক) পাখির খাঁচা
(খ) ফুলের টব
(গ) গোলাপ চারা
(ঘ) ফুলের তোড়া।
উত্তর:- গ
১.১৩ ‘শিক্ষার সার্কাস’ কবিতাটির অনুবাদক –
(ক) শক্তি চট্টোপাধ্যায়
(খ) সুভাষ মুখোপাধ্যায়
(গ) বিষ্ণু দে
(ঘ) উৎপল কুমার বসু।
উত্তর:- ঘ
১.১৪ ‘অভিনব জয়দেব’ নামে পরিচিত –
(ক) চণ্ডীদাস
(খ) বিদ্যাপতি
(গ) জ্ঞানদাস
(ঘ) গোবিন্দদাস।
উত্তর:- খ
১.১৫ ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা –
(ক) মধুসূদন দত্ত
(খ) গিরিশচন্দ্র ঘোষ
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়।
উত্তর:- গ
১.১৬ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস?
(ক) গৃহদাহ
(খ) আরণ্যক
(গ) কবি
(ঘ) ঘরে-বাইরে।
উত্তর:- ঘ
১.১৭ ‘শ্রীকৃষ্ণবিজয়’ গ্রন্থটির রচয়িতা –
(ক) মালাধর বসু
(খ) পরমানন্দ গুপ্ত
(গ) দ্বিজ মাধব
(ঘ) যশোরাজ খান।
উত্তর:- ক
১.১৮ ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা –
(ক) তামিল
(খ) সাঁওতালি
(গ) নাগা
(ঘ) ওড়িয়া।
উত্তর:- ক
২. অনধিক কুডিটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২
২.১ “অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে,” – ‘মূঢ়’ বলতে কার কথা বলা হয়েছে ?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতার আলোচ্য অংশে ‘মূঢ়’ বলতে তৃতীয় পান্ডব অর্জুনের কথা বলা হয়েছে।
অথবা, “সত্যবতীসূত ব্যাস বিখ্যাত জগতে।” – ব্যাস কেন বিখ্যাত ?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতার আলোচ্য অংশে ব্যাসদেবের কথা বলা হয়েছে। তিনি মহাভারত মহাকাব্য রচনা করে বিখ্যাত হয়ে আছেন।
২.২ “আমি বাঞ্ছা করি…” – ‘বাঞ্ছা’ শব্দের অর্থ কি?
উত্তর:- বাউল সম্রাট লালন ফকির রচিত ‘বাড়ির কাছে আরশিনগর’ কবিতার আলোচ্য অংশে ‘বাঞ্ছা’ শব্দের অর্থ হল ইচ্ছা বা মনোবাসনা।
২.৩ “হায় শৌখীন পূজারী … ” – শৌখীন পূজারী কে ?
উত্তর:- কবি কাজী নজরুল ইসলাম তার ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার আলোচ্য অংশে, সৌখিন পূজারী বলতে শখের দেশ ভক্তদের বুঝিয়েছেন।
২.৪. “সব দিন হয় না বাজার” – সবদিন বাজার না হওয়ার কারণ কি?
উত্তর:- আধুনিক কবি জয় গোস্বামী রচিত ‘নুন’ কবিতার আলোচ্য অংশ সব দিন বাজার না হওয়ার কারণ সব দিন হাতে পয়সা থাকে না।
২.৫ “দেশের লোক ভারি নিশ্চিন্ত হলো।” – নিশ্চিন্ত হওয়ার কারণ কি ?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কর্তার ভূত’ গল্পের আলোচ্য অংশ দেশের লোক ভারী নিশ্চিন্ত হল, কারণ বুড়োকর্তা মৃত্যুর পরেও তাদের ঘাড়ে চেপে থাকবে।
২.৬ “তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে” – তার আনন্দ অর্ধেক হওয়ার কারণ কি?
উত্তর:- সতীনাথ ভাদুড়ী রচিত ‘ডাকাতের মা’ গল্পের আলোচ্য অংশে ডাকাত সৌখির বাড়ি ফেরার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছিল। কারণ, বাড়ি ফিরে সে তার সন্তানকে দেখতে পায় নি।
২.৭ গ্রান্ড ডিউকের কাছ থেকে গ্যালিলিও রাজপণ্ডিত হিসেবে কী সম্মান পেয়েছিলেন?
উত্তর:- সত্যেন্দ্রনাথ বসু রচিত ‘গালিলিও’ প্রবন্ধে গ্যালিলিও গ্রান্ড ডিউক এর কাছ থেকে বছরে ১০০০ স্কুদি মাইনে এবং রাজপণ্ডিত ও দার্শনিক হিসেবে স্বর্ণপদক পেয়েছিলেন।
২.৮ “আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল” – কারা, কেন চৌকি দিচ্ছিল ?
উত্তর:- প্লেগের সংক্রমণ ঠেকানোর জন্য, সুয়েজ বন্দরে জাহাজ পৌঁছানোর পূর্ব পর্যন্ত একটি পুলিশের নৌকো চৌকি দিচ্ছিল। কারণ ডাঙ্গার যাত্রীদের সঙ্গে জাহাজের যাত্রীদের কোনোরকম ছোঁয়াছুঁয়ি যেন না হয়।
২.৯ “সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে” – কোন দুঃস্বপ্নের কথা বলা হয়েছে ?
উত্তর:- গাবরিয়েল গার্সিয়া মার্কেজ রচিত ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পের আলোচ্য অংশে প্রথমবার ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখার ঘটনা পেলাইওর কাছে দুঃস্বপ্ন বলে মনে হয়েছে।
২.১০ বঙ্গালী উপভাষার একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো।
উত্তর:- বঙ্গালী উপভাষায় অপিনিহিতি পুরোপুরি বজায় থাকে। যেমন – রাখিয়া>রাইখ্যা, শুনিয়া>শউইন্যআ।
২.১১ IPA এর পুরো নাম কি ?
উত্তর:-IPA এর পুরো নাম হল ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট (International Phonetic Alphabet)
২.১২ বিভাষা বা idiolect বলতে কী বোঝ?
উত্তর:- ব্যক্তিভেদে ভাষার যে বৈচিত্র্য বা ব্যক্তি বিশেষের নিজস্ব ভাষাকে বিভাষা বা নীভাষা বা idiolect বলে।
৩. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১
- ৩.১ “ওরে অবোধ, আমার ধরাও নেই, / ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া” – এখানে কে, কাদের অবোধ বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। ১+১+৩
- ৩.২ “এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা।” – কোন ব্যাপারটার কথা বলা হয়েছে। সে কীভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল, তা আলোচনা করো। ১ + ৪
৪. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১
- ৪.১ “হে ভারতের শ্রমজীবী।” – শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা সুয়েজখালে হাঙর শিকার’ রচনা অবলম্বনে লেখো।
- ৪.২ এই স্বভাবই শেষ জীবনে তাঁর অশেষ দুঃখের কারণ হলো। – কার, কোন্ স্বভাবের কথা বলা হয়েছে ? সেই স্বভাব তাঁর শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কীভাবে ? ১+৪
৫. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ = ১০
- ৫.১ “নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে ?
- ৫.২ “দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক।” – ‘দ্বীপান্তরের ঘূর্ণিপাক’ কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।
- ৫.৩ “বলবো কী সেই পড়শীর কথা” – ‘পড়শী’ কে? উক্তিটির আলোকে পড়শীর স্বরূপ সম্পর্কে আলোচনা করো। ১+৪
- ৫.৪ “আমি তার মাথায় চড়ি” – কে, কার মাথায় চড়ে? পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ১ + ৪
৬. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
- ৬.১ “এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে” – এলিসেন্দা কী দেখেছিল? এলিসেন্দা কেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল? সে কেমন ভাবে উড়ে যাচ্ছিল? এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে ? ১ + ১ + ১ + ২
- ৬.২ আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থা সম্পর্কে ‘শিক্ষার সার্কাস’ কবিতায় কবির অনাস্থার কারণ কী?
৭. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ = ১০
- ৭.১ “একটু উৎপাত হলে যে বাঁচি” – কে বলেছে? কোন্ উৎপাত ? সে উৎপাত চায় কেন ? ১ + ১ + ৩
- ৭.২ “উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো সুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে।” – বক্তা কে ? ‘উনি’ বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? উত্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ১ + ১ + ৩
- ৭.৩ “আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি।” – বক্তা কে ? কোন্ প্রসঙ্গে, কাকে উদ্দেশ্য করে বক্তা একথা বলেছেন ? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ?
৮. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০
- ৮.১ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খণ্ড ও কী কী ? এই কাব্যটির সাহিত্যমূল্য আলোচনা করো। ১+২+২
- ৮.২ চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? তাঁর কাব্যপ্রতিভা আলোচনা করো। ১+৪
- ৮.৩ গীতিকবিতা কাকে বলে ? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। ২+৩
- ৮.৪ ‘ধাঁধার’ বৈশিষ্ট্য আলোচনা করো। অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও। ৩+২
- ৯. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ৫×১ = ৫
- ৯.১ মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+৪
- ৯.২ “সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী” – এই মত গ্রহণযোগ্য কিনা তা যুক্তিসহ আলোচনা করো।
- ৯.৩ “হিয়েরোগ্লিফিক কী ? এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ১+8