Class 11 Bengali Question 2017

Class 11 Bengali Question 2017

বিষয় বাংলা
ভাষা‘ক’ ভাষা
বছর2017
পূর্ণমান৮০
সময়৩ ঘন্টা ১৫ মিনিট

Class 11 Bengali Question 2017

                   নতুন পাঠক্রম

                            বাংলা

                          ‘ক’ ভাষা

                           (২০১৭)

সময় : ৩ ঘন্টা ১৫ মিনিট                পূর্ণমান : ৮০

(পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে দেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।)

           (বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

১. ঠিক উত্তরটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮

১.১ ভূতের উপদ্রবে ঘরে টেকা দায় হয় –

(ক) বুড়ো কর্তার

(খ) নাস্তিকের

(গ) বাচ্চাদের

(ঘ) গৃহস্থের।

১.২ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?

(ক) মাত্র দশ মাইল

(খ) মাত্র কুড়ি মাইল

গ) মাত্র ত্রিশ মাইল

(ঘ) মাত্র পঁচিশ মাইল।

১.৩ ‘পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়’ – এখানে যার কথা বলা হয়েছে –

(ক) সৌখী 

(খ) সৌখীর মা

(গ) সৌখীর বাবা

(ঘ) সৌখীর বউ।

১.৪ সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন?

(ক) আদিমকালের ঘুম

(গ) অন্ধকারে ঘুম

(গ) ভাতঘুম

(ঘ) চিরকালের ঘুম।

১.৫ যামিনীর মা তেলেনাপোতাকে বলেছে –

(ক) মৃত্যুপুরী

(খ) স্বর্গপুরী

(গ) পাতালপুরী

(ঘ) প্রেতপুরী।

১.৬ কার উৎসাহে হাঙর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল ?

(ক) আরব মিঞা

(খ) খালাসি

(গ) লেখক

(ঘ) সেকেন্ড ক্লাসের ফৌজি।

১.৭ যে মাছগুলি হাঙরের আশে-পাশে ঘুরছিল, পিঠে চড়ে বসছিল তাদের নাম ছিল –

(ক) বনিটো

(গ) ম্যাকরেল

(গ) চোষক

(ঘ) পাইলট ফিস।

১.৮ গ্যালিলিওর দুরবীণে ধরা পড়েছিল –

(ক) মঙ্গলের উপগ্রহ

(খ) বৃহস্পতির চাঁদের ছবি

(গ) পৃথিবীর নক্ষত্র

(ঘ) মঙ্গলের চাঁদের ছবি।

১.৯ আরশী শব্দের অর্থ কী?

(ক) আয়না

(খ) পড়শী

(গ) কাচ

(ঘ) ছায়া।

১.১০ ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় পার্থকে নীলধ্বজ কী জ্ঞানে পূজা করেছিলেন ?

(ক) নারায়ণ

(খ) শিব

(গ) ব্রহ্মা

(ঘ) ইন্দ্র।

১.১১ দীপান্তর কথার অর্থ হলো –

(ক) অন্য দ্বীপ

(খ) সবুজ দ্বীপ

(গ) অনেক দ্বীপ

(ঘ) দ্বীপের বাইরে।

১.১২ ‘নুন’ কবিতার কথকের দিন যায় –

(ক) হেসে খেলে

(খ) আহ্লাদে

(গ) অসুখে ধারদেনাতে

(ঘ) খুশিতে।

১.১৩ থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো –

(ক) জাদু

(খ) মন্ত্র

(গ) ধৈর্য্য

(ঘ) জলপড়া।

১.১৪ বাংলা ভাষার জন্ম হয়েছে –

(ক) সংস্কৃত থেকে

(খ) শৌরসেনী প্রাকৃত থেকে

(গ) পৈশাচী প্রাকৃত থেকে

(ঘ) মাগধী প্রাকৃত থেকে।

১.১৫ ‘পথের দাবী’ উপন্যাসটি কার লেখা ?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(ঘ) ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়।

১.১৬ ‘মরীচিকা’, ‘মরুশিখা’ ও ‘মরুমায়া’ কাব্যগ্রন্থগুলির লেখক হলেন – 

(ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত

(খ) মোহিতলাল মজুমদার

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত।

১.১৭ মধ্যভারতীয় আর্যভাষার আনুমানিক সময়কাল –

(ক) ৬০০ খ্রিঃ পুঃ – ৯০০ খ্রিস্টাব্দ

(খ) ৬০০ খ্রিঃ পুঃ – ৯৫০ খ্রিস্টাব্দ

(গ) ৬০০ খ্রিঃপূঃ – ১০০০ খ্রিস্টাব্দ

(ঘ) ৬০০ খ্রিঃপূঃ – ১২০০ খ্রিস্টাব্দ।

১.১৮ শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হলো –

(ক) চিত্রপ্রতীক লিপি

(খ) চিনীয় লিপি

(গ) বাণমুখ লিপি

(ঘ) স্বরলিপি।

২. অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১. যবে দেশ-দেশান্তরে জনরব লবে এ কাহিনী, – কি কহিবে ক্ষত্ৰপতি যত?’ – কোন্ কাহিনির কথা বলা হয়েছে ?

মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতার আলোচ্য অংশে পুরীর রাজা নীলধ্বজ তার পুত্রহন্তা অর্জুনের সাথে মে সখ্যতা স্থাপন করেছেন সেই কাহিনীর কথাই বলা হয়েছে।

২.২ ‘আমি কেমনে সে গাঁয় যাই রে’ – বক্তা সে গাঁয়ে যেতে পারছেন না কেন ?

বাউল সম্রাট লালন ফকির রচিত ‘বাড়ির কাছে আরশিনগর’ কবিতার আলোচ্য অংশে বক্তা উদ্দিষ্ট গ্রামে যেতে পারছেন না, কারণ সেই গ্রামের চারিদিকে অগা পানি বা জল। এই জলরাশি পার করে দেয়ার মত কোনো নৌকা বা মাঝি নেই।

 ২.৩ ‘বেজেছে বাণীর সেতারে আজ?’ – বাণীর সেতারে কবি কী শুনতে চেয়েছেন ?

‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতার আলোচ্য অংশে কবি কাজী নজরুল ইসলাম বাণীর সেতারে বিধির বেতার মন্ত্র শুনতে চেয়েছেন।

২.৪ নুন কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

নুন কবিতাটি ‘ভুতুমভগবান’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 

২.৫ ‘অন্য সবদেশে যত খানি ঘোরে তার থেকে তেল বেরোয় …’ – এই তেল কী কাজে ব্যবহার হয় ?

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কর্তার ভূত’ গল্পের আলোচ্য অংশে অন্য দেশের ঘানি থেকে যে তেল বেরোয় তা সেই দেশের ভবিষ্যতের রথচক্রকে সচল রাখার কাজে ব্যবহার করা হয়।

২.৬ ‘আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন।’ কারণ দুটি কী কী ?

প্রেমেন্দ্র মিত্র রচিত ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের আলোচ্য অংশে এক বন্ধু ঘুমের কারণে অচেতন, আরেক বন্ধু মদ্যপান করে অচেতন।

২.৭ “কিন্তু পুঁতবো কোথায়?” – কথকের এই মন্তব্যের কারণ কী ?

আধুনিক কবি জয় গোস্বামীর রচিত ‘নুন’ কবিতার আলোচ্য অংশের কথক একজন দরিদ্র শ্রমজীবী মানুষ, শুধু মাথা গোঁজার স্থানটুকুই তার আছে। তাই গোলাপচারা কোথায় পুঁতবে সেই মন্তব্য করেছেন। 

২.৮ ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় বিধির বেতার মন্ত্র কি ?

‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বিধির বেতার মন্ত্র বলতে ভারতমাতার স্বাধীনতার বার্তাকে বুঝিয়েছেন।

২.৯ দুঃখের কথা, হায়, কব কারে?’ – বক্তা কে ?

মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতার আলোচ্য অংশের বক্তা হলেন মাহেশ্বরপুরীর রাজমহিষী জনা।

২.১০ ‘যমযাতনা সকল যেত দূরে’ – কীভাবে তা সম্ভব ?

‘বাড়ির কাছে আরশিনগর’ কবিতার কবি লালন ফকিরের পড়শি তথা তাকে ছুঁলে স্পর্শ করলে তার যমযাতনা দূর হয়ে যেত।

২.১১ বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি কী কী ?

বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি হল সাধু ভাষা ও চলিত ভাষা।

অথবা, ঋগবেদ কোন ভাষায় রচিত ?

ঋগবেদ বৈদিক ছান্দস ভাষায় রচিত।

২.১২ ইন্দো-ইরানীয় শাখাটি যে দুটি শাখায় বিভক্ত হয়েছিল সেই শাখা দুটির নাম লেখো।

ইন্দো-ইরানীয় শাখাটি যে দুটি শাখায় বিভক্ত হয়েছিল সেই শাখা দুটির নাম হল ইরানীয় আর্য ও ভারতীয় আর্য।

অথবা, নব্য ভারতীয় আর্যভাষার বিস্তারকাল উল্লেখ করো।

নব্য ভারতীয় আর্যভাষার বিস্তারকাল হল ৯০০ খ্রিস্টাব্দে থেকে বর্তমান সময় পর্যন্ত।

৩. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫

৩.১ ‘কতার ভূত’ – কি নিছক ভূতের গল্প, নাকি রাজনৈতিক রূপক কাহিনি? ব্যাখ্যাসহ লেখো। 

৩.২ ‘ডাকাতের মা’ ছোটাগল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো।

৪. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫

৪.১ “মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করেছে তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান” – কোন কোন জিনিসের আশায় পৃথিবীর বিভিন্ন দেশ ভারতে বাণিজ্য শুরুর করে। আগে কোন কোন পথে কীভাবে ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলি বাণিজ্য করতে আসতো? সুয়েজ খাল খননের পর বাণিজ্যে কী কী সুবিধা হয়েছিল ? ১+৩+১

৪.২ ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কী? গ্যালিলিওর জীবনের শেষ ন বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও। ২+৩

৫. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২ = ১০

৫.১ “মহারথীপ্রথা কি হে এই মহারথী” – ‘মহারথী প্রথা’ কী? কে, কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল তার বর্ণনা দাও। ১+৪

৫.২ তবু লক্ষ যোজন ফাঁক রে? – কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক? একত্র থেকেও এই দূরত্বের কারণে কি?  ১+৪

৫.৩ ‘দীপান্তরের বন্দিনী’ কবিতায় কবির স্বদেশপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো।

৫.৪ “আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক” – কারা, কাদের কাছে এই দাবি করেছে? এই দাবি কতটা যুক্তিসঙ্গত ? ১+১+৩

৬. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :- ৫x১ = ৫

৬.১ “বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না।” – বাড়ির মালিকদের নাম কী ? তাদের বিলাপ করার কারণ ছিল না কেন ?  ১+৪

৬.২ ‘শিক্ষার সার্কাস’ কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো।

৭. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ x ২ = ১০

৭.১ “গুরু’ নাটকে মোট কটি গান আছে? শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে। গানটির মর্মার্থ লেখো।। ১+১+৩

৭.২ পঞ্চকদাদা বলেন অচলায়তনে তাঁকে কোথাও ধরবে না।” – বক্তা কে? পঞ্চকদাদা কে? ‘তাকে’ বলতে কাকে বোঝানো হয়েছে ? ‘তাকে কোথাও ধরবে না’ পঞ্চকের এরকম মনে হয়েছে কেন ? ১+১+১+২

৭.৩ “পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি” – কে, কোন প্রসঙ্গে এই উক্তি করেছে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। ২+৩

৮. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x১ = ৫

৮.১ চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছিল? এই পদগুলিতে তৎকালীন সমাজজীবনের যে প্রতিফলন দেখা যায়, সংক্ষেপে লেখো। ১+১+৩

৮.২ শ্রীচেতন্যদেব কত খ্রিস্টাব্দে, কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। ২+৩

৮.৩ মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখো। নাট্যকার হিসেবে তাঁর কৃতিত্ব আলোচনা করো। 

৮.৪ লোককথা কাকে বলে ? লোককথার যে-কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। 

৯. অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :  ৫×১ = ৫

৯.১ প্রাকৃত ভাষার এইরূপ নামকরণের কারণ কী ? এই ভাষার তিনটি আঞ্চলিক রূপের নাম লেখো।    ২+৩

৯.২ অবর্গীভূত ভাষা কাকে বলে ? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও।  ২+৩

৯.৩ বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো।

Leave a Comment