বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস হতে দ্বিতীয় পর্ব ভাষা হতে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা নামক প্রথম অধ্যায় হতে প্রশ্ন উত্তর নিম্নে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী বাংলা সিলেবাস অনুসারে দ্বিতীয় পর্ব ভাষা হতে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা আলোচন করা হয়েছে ।
বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বিতীয় পর্ব ভাষা হতে ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা
১. ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যেকোনো একটি শাখার আলোচনা কর।
প্রশ্নের মান | ২+৩ |
উচ্চ মাধ্যমিক | ২০১৯ |
ফলিত ভাষাবিজ্ঞানের শাখা :-
ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা গুলি হল সমাজভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ুভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান প্রভৃতি।
শৈলীবিজ্ঞান :-
সাহিত্য রচনা বিশ্লেষণ বা তার নান্দনিক দিকটি সঠিক ভাবে তুলে ধরা হয় শৈলীবিজ্ঞানে। ফলিত ভাষাবিজ্ঞানের এই শাখায় ভাষা ও সাহিত্যের সম্পর্কই আলোচ্য বিষয়।
শৈলীবিজ্ঞানের নিরিখ হল প্রয়োগ নির্ভর। অর্থাৎ কোনো লেখক বা সাহিত্যিকের পাঠবস্তু বা Text এবং সেই Text- এর প্রয়োগ রীতি ও কৌশলই একমাত্র বিবেচ্য। শৈলীবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হল Objective বা নৈর্ব্যক্তিক বিচার।
Style বা শৈলী :-
প্রথাগতভাবে শৈলী কে দু – ভাগে ভাগ করা হয়ে থাকে — Evaluative বা মূল্যায়ন ভিত্তিক এবং Descriptive বা বর্ণনামূলক। মূল্যায়ণ ভিত্তিক শৈলী আসলে কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্য সমূহের প্রকাশ। অন্যদিকে বর্ণনামূলক শৈলী হল কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা।