fbpx

(MCQ) বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়: একাদশ শ্রেণী বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি (প্রথম পর্ব প্রথম অধ্যায়)

বাঙালির ভাষা ও সংস্কৃতি (প্রথম পর্ব প্রথম অধ্যায়) বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় একাদশ শ্রেণী হতে MCQ প্রশ্ন ও উত্তর।

বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় হতে MCQ Question Answer

১। বাংলাদেশের জনসাধারণের পরিচয় কোন গ্রন্থে পাওয়া যায় ?

  • (ক) শতপথ ব্রাহ্মণে 
  • (খ) ব্রহ্মপুরাণে
  • (গ) বৃহদ্ধর্মপুরাণে
  • (ঘ) কালিকাপুরাণে

২। বৃহদ্ধর্মপুরাণ কোন সময়ের রচনা?

  • (ক) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের
  • (খ) খ্রিস্টীয় দশম শতকের
  • (গ) খ্রিস্টীয় একাদশ শতকের
  • (ঘ) খ্রিস্টীয় দ্বাদশ শতকের

৩। বৃহদ্ধর্মপুরাণ কোন্ দেশে রচিত হয়েছিল?

  • (ক) ভারতের উত্তরে
  • (খ) ভারতের পশ্চিমে
  • (গ) রায়দেশে
  • (ঘ) কোনোটাতেই নয়

৪। বৃহদ্ধর্মপুরাণে শূদ্রবর্ণের লোকদের বর্ণবিভাগ অনুযায়ী কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?

(ক) পাঁচটি

(খ) চারটি 

(গ) দুটি

(ঘ) তিনটি

৫। বাঙালি ব্রাহ্মণদের সাধারণ দেহদৈর্ঘ্য –

(ক) মধ্যমাকৃতি

(খ) খর্বাকৃতি

(গ) অতিদীর্ঘাকৃতি

(ঘ) অভিখর্বাকৃতি

৬। বাঙালি ব্রাক্ষ্মণদের মাথার সাধারণ আকৃতি –

(ক) গোল 

(খ) দীর্ঘ

(গ) চ্যাপটা

(ঘ) গোলও নয়, দীর্ঘও নয়

৭। বাঙালি ব্রাহ্মণদের সাধারণ নাকের আকৃতি –

(ক) চ্যাপটা

(খ) তীক্ষ্ণ ও উন্নত

(গ) উন্নত

(ঘ) তীক্ষ্ণ

৮। কায়স্থদের দেহবৈশিষ্ট্য হল –

(ক) ব্রাহ্মণদের মতো 

(খ) বৈশ্যদের মতো

(গ) শূদ্রদের মতো

(ঘ) কারোর মতো নয়

৯। ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য উচ্চবর্ণের লোকেদের সঙ্গে নরতত্ত্বের কি কোনো পার্থক্য আছে?

(ক) হ্যাঁ 

(খ) কিছুটা

(গ) না

(ঘ) বেশ কিছুটা

১০। নৃতত্ত্ববিদদের মতে ভারতীয় জনসৌধের প্রথম স্তর হল – 

(ক) নিগ্রোবটু

(খ) দ্রাবিড়

(গ) অস্ট্রিক

(ঘ) মঙ্গোলীয়

১১। নিগ্রোবটুদের বসবাস কোথায় ছিল?

(ক) গোয়া

(খ) আন্দামান

(গ) লাক্ষাদ্বীপ

(ঘ) কাশ্মীর

১২। নিগ্রোবটুদের দেহাকৃতি –

(ক) দীর্ঘাকৃতি

(খ) স্থূলাকৃতি

(গ) ক্ষুদ্রকায়

(ঘ) অতি ক্ষুদ্রকায়

১৩। ক্ষুদ্রকায়, কৃষ্ণাভ ঘনশ্যাম, মাকড়সার মতো কেশ দীর্ঘমুণ্ডাকৃতির দৈহিক আকৃতি হল –

(ক) দ্রাবিড় জনগোষ্ঠীর 

(খ) অসমিয়াদের

(গ) নিগ্রোবটুদের

(ঘ) মঙ্গোলীয়দের 

১৪। বাংলার আদিম অধিবাসীদের মধ্যে যাদের প্রভাব বেশি, তারা হল –

(ক) আদি অস্ট্রেলীয়

(খ) মধ্য অস্ট্রীয়

(গ) আদি মঙ্গোলিয়

(ঘ) অন্ত্য অস্ট্রীয়

১৫। ভারতের কোল, ভিল, মুণ্ডারা কোন গোষ্ঠীর লোক?

(ক) দ্রাবিড় গোষ্ঠী 

(খ) মঙ্গোলীয়

(গ) আদি অস্ট্রেলীয়

(ঘ) আদি অস্ট্রিয় 

১৬। বেদে ও বিষ্ণুপুরাণে বর্ণিত নিষাদ (ব্যাধ) দেখতে –

(ক) কৃষ্ণবর্ণ ও খর্বকায় 

(খ) দীর্ঘাকৃতি

(গ) গৌরবর্ণ দীর্ঘাকার

(ঘ) অতি খর্বকায়

১৭। রাঢ় অঞ্চলের সাঁওতাল, মুণ্ডা, মালপাহাড়ী কোন গোষ্ঠীর লোক?

(ক) অস্ট্রীয়

(খ) আদি অস্ট্রেলীয়

(গ) মঙ্গোলীয়

(ঘ) ভোট চিনীয়

১৮। ‘কোলিড’ নামকরণ হল –

(ক) ভারতবাসীদের

(খ) দক্ষিণ ভারতের অধিবাসীদের 

(গ) মধ্য ও পূর্ব ভারতের অধিবাসীদের 

(ঘ) কোনোটাই নয়

১৯। ‘কোলিড’ নামকরণ করেছেন –

(ক) জন আইকস্টেডট

(খ) ফন আইকস্টেডট

(গ) টম আইকস্টেডট

(ঘ) রন আইকস্টেডট

২০। আইকস্টেডট সিংহলীয় অংশের অধিবাসীদের নামকরণ করেছেন –

(ক) ভেড্ডিড

(খ) ডেড্ডিড

(গ) রুড্ডিড

(ঘ) কোলিড

২১। লুসমান ও রমাপ্রসাদ চন্দ কোন্ নরগোষ্ঠীর কথা বলেছেন?

(ক) অ্যালপো-দীনারীয়

(খ) অ্যালপাইন

(গ) আইকস্টেডট্‌

(ঘ) ব্র্যাকিড

২২। বাংলাদেশের জন ও সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা কোন্ লোকেদের কীর্তি ?

(ক) দীনারীয় 

(খ) আইকস্টেডট 

(গ) আর্মানীয়

(ঘ) অ্যালপাইন ও আদি অস্ট্রেলীয়

২৩। বাংলায় ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য শ্রেণির মানুষ কোন গোষ্ঠীর ? 

(ক) অ্যালপাইন গোষ্ঠী

(খ) দীনারীয়

(গ) ব্র্যাকিড

(ঘ) আর্মানীয়

২৪। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির জনক এবং যারা পূর্বের ভারতীয় সংস্কৃতির আমূল পরিবর্তন সাধন করেছিল সেই নরগোষ্ঠী হল –

(ক) অ্যালপো-দীনারীয়

(খ) আদি নর্ডিক

(গ) ব্র্যাকিড

(ঘ) অ্যালপাইন

২৫। বৈদিক সভ্যতা ও সংস্কৃতির সৃষ্টিকর্তা হল –

(ক) আদি নর্ডিক

(খ) অ্যালপাইন

(গ) চিনা

(ঘ) দীনারীয়

২৬। নরতত্ত্বের দিক থেকে বাংলার জনসমষ্টি মোটামুটি ‘কোলিড’, মোনালিড ও — শ্রেণির সমন্বয়ে গঠিত।

(ক) ইন্ডিড

(খ) পূর্ব-ব্র্যাকিড

(গ) মঙ্গোলীয়

(ঘ) নিগ্রোবটু

২৭। নৃতাত্ত্বিক ফন আইকস্টেডট ভারতের মানুষকে কটি বর্গে ভাগ করেছেন?

(ক) ছয়টি 

(খ) পাঁচটি 

(গ) চারটি

(ঘ) তিনটি

২৮। ভারতের প্রাচীনতম আদিবাসী হল –

(ক) নিগ্ৰোবটু

(খ) আদি-মঙ্গোলীয়

(গ) মঙ্গোলীয়

(ঘ) প্রোটো-অস্ট্রোলয়েড

২৯। প্রাচীন রাঢ়দেশের কেন্দ্রভূমি হল বর্তমান বীরভূম ও — জেলা।

(ক) বাঁকুড়া

(খ) মেদিনীপুর

(গ) হাওড়া

(ঘ) বর্ধমান

৩০। বাংলাদেশের এক কুড়ি, দুই কুড়ি, পণ, গণ্ডা কোন গোষ্ঠীর ভাষা?

(ক) দ্রাবিড়

(খ) অস্ট্রিক 

(গ) আদি-অস্ট্রেলীয়

(ঘ) ভোটচিনীয়

৩১। সংখ্যায় ও বিস্তৃতিতে ভারতবর্ষে সর্বাপেক্ষা বলিষ্ঠ নরগোষ্ঠী হল –

(ক) মেলামিড

(খ) ইন্ডিড

(গ) ভেড্ডিড

(ঘ) মোঙ্গোলীয়

৩২। যথার্থ ইন্ডিড, উত্তর ইন্ডিড ও ব্র্যাকিড কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

(ক) ভারতীয় নরগোষ্ঠী

(খ) মেলানিড

(গ) ভেড্ডিয়

(ঘ) আদি নর্ডিক

৩৩। ফন আইকস্টেডটের মতে ভারতবর্ষে মোটামুটি কয়টি নরগোষ্ঠীর প্রবাহ উপস্থিত?

(ক) চারটি

(খ) তিনটি

(গ) দুটি

(ঘ) পাঁচটি

৩৪। ‘প্রাচ্য’ নরগোষ্ঠীদের ফন আইকস্টেডট কি আখ্যা দিয়েছেন?

(ক) উত্তর ইন্ডিড

(খ) ব্র্যাকিড

(গ) নর্ডিক

(ঘ) ইন্দো- আফগানীয়

৩৫। কোচবিহার, রংপুর, জলপাইগুড়ি প্রভৃতি অঞ্চলে কোন নরগোষ্ঠীর প্রভাব আছে?

(ক) আদি নর্ডিক

(খ) ইন্ডিড

(গ) ভেড্ডিড

(ঘ) মোঙ্গোলীয়

৩৬। ফন আইকস্টেডট্‌ বৈদিক আর্য সভ্যতার নির্মাতা আদি নর্ডিক নরগোষ্ঠীর নামকরণ করেছেন –

(ক) ইণ্ডিড

(খ) কোলিড

(গ) ভেড্ডিড্

(ঘ) ব্র্যাকিড

৩৭। বাংলা ও ওড়িশার পূর্ব ব্র্যাকিডরা কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

(ক) কোলিড

(খ) ভেড্ডিড

(গ) ইণ্ডিড

 (ঘ) কোলসম

৩৮। ভারতবর্ষের মানুষের গোলাকার মাথা, উন্নত নাক হওয়ার জন্য কোন নরগোষ্ঠীর রক্তধারা বর্তমান?

(ক) আদি-অস্ট্রেলীয় 

(খ) আদি নর্ডিক

(গ) অ্যালপাইন

(ঘ) কোলিড 

৩৯। ভারতীয় নৃতত্ত্বাভিযানের নেতা হলেন –

(ক) ব্যারন ফন আইকস্টেডট্ 

(খ) রিজলি 

(গ) লুসান্

(ঘ) রমাপ্রসাদ চন্দ

৪০। দেহদৈর্ঘ্যের দিক থেকে বাঙালি –

(ক) মধ্যমাকৃতি 

(খ) খর্বাকৃতি 

(গ) দীর্ঘাকৃতি

(ঘ) অতি খর্বাকৃতি

৪১। বাঙালির মাথার আকৃতি সাধারণত –

(ক) ছোটো

(খ) দীর্ঘ

(গ) চ্যাপটা

(ঘ) কোনোটাই নয়

৪২। রিজলির মতে, বাঙালিরা প্রধানত — নরগোষ্ঠীর সংমিশ্রণে উৎপন্ন।

(ক) চিনা ও বর্মী 

(খ) অস্ট্রিক ও চিনা 

(গ) মঙ্গোলীয় ও দ্রাবিড়

(ঘ) দ্রাবিড় ও চিনা

৪৩। নিগ্রোবটুদের মালয় উপদ্বীপের কোন জাতির দেহগঠনের সঙ্গে সাদৃশ্য আছে?

(ক) সেমাং

(খ) দেমাং

(গ) রামাং

(ঘ) তামাং

৪৪। উত্তর ভারতে সমস্ত বর্ণের লোকেদের ভিতর কোন নরবংশের রক্তধারা বর্তমান?

(ক) খর্ব মাথা 

(খ) চ্যাপটা মাথা 

(গ) দীর্ঘ মাথা

(ঘ) গোল মাথা

৪৫। দীর্ঘ মাথাযুক্ত লোকেদের প্রাচীন প্রমাণ সংগৃহীত হয়েছে — প্রাপ্ত মাথার কঙ্কাল থেকে।

(ক) পূর্ব ইউরোপ

(খ) হরপ্পা ও মহেন-জো-দারো 

(গ) চিন

(ঘ) অস্ট্রেলীয়

১ –২ –৩ –৪ –৫ –
৬ –৭ –৮ –৯ –১০ –
১১ –১২ –১৩ –১৪ –১৫ –
১৬ –১৭ –১৮ –১৯ –২০-
২১-২২-২৩-২৪-২৫-
২৬-২৭-২৮-২৯-৩০-
৩১ –৩২-৩৩-৩৪-৩৫-
৩৬-৩৭-৩৮-৩৯-৪০-
৪১-৪২-৪৩-৪৪-৪৫-

Leave a Comment