fbpx

(MCQ) ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা: একাদশ শ্রেণী বাঙালীর ভাষা ও সংস্কৃতি

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা একাদশ শ্রেণী বাঙালীর ভাষা ও সংস্কৃতি (প্রথম পর্ব চতুর্থ অধ্যায়)হতে mcq question and test.

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা একাদশ শ্রেণী বাঙালীর ভাষা ও সংস্কৃতি MCQ QUESTION ANSWER

১। ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল আনুমানিক –

  • (ক) খ্রিস্টপূর্ব ১২০০ অব্দ
  • (খ) খ্রিস্টপূর্ব ১৪০০ অব্দ
  • (গ) খ্রিস্টপূর্বা ১৫০০ অব্দ
  • (ঘ) খ্রিস্টপূর্বাব্দ ১৬০০ অব্দ

২। আর্যদের ভাষাকে কী নামে অভিহিত করা হয়?

  • (ক) ইন্দো-ইউরোপীয় 
  • (খ) ভারতীয় আর্যভাষা 
  • (গ) ইন্দো-ইরানীয়
  • (ঘ) কোনোটাই নয়

৩। ভারতীয় আর্যভাষাকে বিবর্তনের স্তরভেদে কটি ভাগে ভাগ করা যায় ?

  • (ক) দুটি 
  • (খ) চারটি
  • (গ) পাঁচটি
  • (ঘ) তিনটি

৪। ইন্দো-ইরানীয় শাখার কটি ভাগ?

  • (ক) পাঁচটি
  • (খ) দুটি 
  • (গ) তিনটি
  • (ঘ) চারটি

৫। ভারতীয় আর্যভাষা কোন্ ভাষা থেকে এসেছে?

  • (ক) ইন্দো-ইউরোপীয় 
  • (খ) ইন্দো-ইরানীয় 
  • (গ) গ্রিক
  • (ঘ) লাতিন

৬। প্রাচীন ভারতীয় আর্যভাষার সময়কাল আনুমানিক –

  • (ক) ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ – ৬০০ খ্রিস্টপূর্বাব্দ 
  • (খ) ১৪০০ খ্রিস্টপূর্বাব্দ – ৫০০ খ্রিস্টপূর্বাব্দ 
  • (গ) ১২০০ খ্রিস্টপূর্বাব্দ – ৪০০ খ্রিস্টপূর্বাব্দ 
  • (ঘ) ১০০০ খ্রিস্টপূর্বাব্দ – ৫০০ খ্রিস্টপূর্বাব্দ

৭। প্রাচীন ভারতীয় আর্যভাষার নামই হল –

  • (ক) বৈদিক ভাষা 
  • (খ) আর্য ভাষা
  • (গ) ছন্দ ভাষা
  • (ঘ) কোনোটাই নয়

৮। ভারতে আগত আর্যরা যে ভাষায় কথা বলত, তা হল – 

  • (ক) বৈদিক
  • (খ) কথা বৈদিক 
  • (গ) কথ্য আর্য
  • (ঘ) কথ্য ভারতীয়

৯। লেখ্য প্রাচীন ভারতীয় আর্যভাষাকেই বলা হয় –

  • (ক) লেখ্য বৈদিক
  • (খ) লেখ্য আর্য
  • (গ) ছান্দস
  • (খ) লেখ্য ছান্দস

১০। কথ্য বৈদিক ভাষার কয়টি আঞ্চলিক উপভাষা রয়েছে?

  • (ক) দুটি
  • (খ) চারটি 
  • (গ) তিনটি
  • (ঘ) পাঁচটি

১১। প্রাচ্য, উদীচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য উপভাষাগুলি কোন ভাষার অন্তর্গত?

  • (ক) আর্যভাষার
  • (খ) ইন্দো-ইরানীয় ভাষার
  • (গ) কথ্য বৈদিক ভাষার
  • (ঘ) কোনোটাই নয়

১২। ‘ছান্দস্’ ভাষার নিদর্শন কোনটি?

  • (ক) ঋগ্বেদ
  • (খ) রামায়ণ
  • (গ) মহাভারত
  • (ঘ) পুরাণ

১৩। বৈদিক ভাষার বিকৃতিরোধ করতে কোন ভাষায় ব্যাকরণ রচিত হয়েছিল?

  • (ক) ছান্দস্
  • (খ) সংস্কৃত 
  • (গ) বাংলা
  • (ঘ) কোনোটাই নয়

১৪। বৈদিক ভাষার বিকৃতিরোধে সংস্কৃত ভাষায় রচিত ব্যাকরণ রচয়িতার নাম কী?

  • (ক) কাত্যায়ন 
  • (খ) মুগ্ধবোধ 
  • (গ) পাণিনি
  • (ঘ) বার্তিক

১৫। ‘অষ্টাধ্যায়ী’ নামের ব্যাকরণের রচয়িতার নাম কী?

  • (ক) পাণিনি
  • (খ) কাত্যায়ন
  • (গ) মুগ্ধবোধ
  • (ঘ) বিদ্যাসাগর

১৬। মধ্যভারতীয় আর্যভাষার সময়কাল হল আনুমানিক –

  • (ক) ৫০০ খ্রিস্টপূর্বাব্দ – ৮০০ খ্রিস্টাব্দ 
  • (খ) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ – ১০০ খ্রিস্টাব্দ 
  • (গ) ৭০০ খ্রিস্টপূর্বাব্দ – ৪০০ খ্রিস্টাব্দ 
  • (ঘ) ৬০০ খ্রিস্টপূর্বাব্দ – ৫০০ খ্রিস্টাব্দ

১৭। মধ্যভারতীয় আর্যযুগে আর্যদের ভাষার নাম হল –

  • (ক) ছান্দস্
  • (খ) পালি, প্ৰাকৃত
  • (গ) সংস্কৃত
  • (ঘ) কোনোটাই নয়

১৮। মধ্যভারতীয় আর্যভাষার যুগগত নাম হল –

  • (ক) বৈদিক 
  • (খ) বৈদিক সংস্কৃত 
  • (গ) প্রাকৃত
  • (ঘ) কোনোটাই নয়

১৯। মধ্যভারতীয় আর্যভাষার প্রথম স্তরের প্রাকৃত ভাষার কটি স্তর।

  • (ক) দুটি 
  • (খ) চারটি
  • (গ) ছটি
  • (ঘ) আটটি

২০। উত্তর পশ্চিমা উপভাষা কোন্ ভাষার কোন্ স্তরের রূপ?

  • (ক) প্রাকৃত ভাষার প্রথম স্তরের
  • (খ) প্রাকৃত ভাষার দ্বিতীয় স্তরের
  • (গ) প্রাকৃত ভাষার তৃতীয় স্তরের
  • (ঘ) কোনোটাই নয়।

২১। ‘প্রাচ্যা’ উপভাষা কোন ভাষার কোন স্তরের রূপ?

  • (ক) প্রাকৃত ভাষার তৃতীয় স্তরের 
  • (খ) প্রাকৃত ভাষার দ্বিতীয় স্তরের
  • (গ) প্রাকৃত ভাষার প্রথম স্তবের
  • (ঘ) কোনোটাই নয়।

২২। উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্যামধ্যা ও প্রাচ্যা উপভাষাগুলি প্রাকৃত ভাষার কোন স্তরের রূপ ?

  • (ক) প্রথম স্তরের
  • (খ) দ্বিতীয় স্তরের
  • (গ) তৃতীয় স্তরের
  • (ঘ) কোনোটাই নয়।

২৩। শৌরসেনী, মাহারাষ্ট্রী, অর্ধমাগধী, মাগধী ও পৈশাচী উপভাষাগুলি প্রাকৃত ভাষার কোন স্তরের রূপ?

  • (ক) প্রথম স্তরের 
  • (খ) দ্বিতীয় স্তরের
  • (গ) তৃতীয় স্তরের 
  • (ঘ) কোনোটাই নয়

২৪। মাগধী প্রাকৃতের জন্ম হয়েছে কোন প্রাকৃত থেকে?

  • (ক) উত্তর-পশ্চিমা
  • (খ) দক্ষিণ-পশ্চিমা
  • (গ) প্রাচ্যা মধ্যা
  • (ঘ) প্রাচ্যা

২৫। সংস্কৃত নাট্যকারেরা মাগধী প্রাকৃত ভাষার ব্যবহার করেছেন –

  • (ক) অশিক্ষিত নিম্নশ্রেণির চরিত্রের মুখে 
  • (খ) শিক্ষিত নারীদের মুখে
  • (গ) বিদুষকদের মুখে
  • (ঘ) অশিক্ষিত পুরুষদের মুখে

২৬। মাগধী প্রাকৃত থেকেই জন্ম হয়েছে –

  • (ক) শৌরসেনী অপভ্রংশ 
  • (খ) মহারাষ্ট্রী অপভ্রংশ 
  • (গ) মাগধী অপভ্রংশ
  • (ঘ) কোনোটাই নয়

২৭। অপভ্রংশ অবহটঠের পরে ভারতীয় আর্যভাষার কোন যুগ শুরু হয় ?

  • (ক) দ্বিতীয় 
  • (খ) তৃতীয়  
  • (গ) চতুর্থ
  • (ঘ) পঞ্চম

২৮। ভারতীয় আর্যভাষার তৃতীয় যুগকে কী বলে?

  • (ক) মধ্যভারতীয় আর্য
  • (খ) নব্য ভারতীয় আর্য
  • (গ) তৃতীয় ভারতীয় আর্য
  • (ঘ) কোনোটাই নয়

২৯। ভারতীয় আর্য ভাষার তৃতীয় যুগ বা নব্য ভারতীয় আর্য ভাষার স্তরের সময়কাল হল আনুমানিক –

  • (ক) ৯০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান
  • (খ) ৮০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান
  • (গ) ৭০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান
  • (ঘ) ৬০০ খ্রিস্টাব্দ থেকে বর্তমান

৩০। বাংলা ভাষার জন্ম হয়েছে — থেকে। 

  • (ক) শৌরসেনী অপভ্রংশ অবহট্‌ঠ
  • (খ) পৈশাচী অপভ্রংশ অবহট্‌ঠ
  • (গ) মাহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্‌ঠ
  • (ঘ) মাগধী অপভ্রংশ অবহট্‌ঠ

৩১। বাংলা ভাষার বিবর্তনকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?

  • (ক) দুটি
  • (খ) তিনটি
  • (গ) চারটি
  • (ঘ) পাঁচটি

৩২। প্রাচীন বাংলার সময়কাল আনুমানিক –

  • (ক) ৯০০-১৩৫০ খ্রিস্টাব্দ
  • (ঘ) ৯০০-১২৫০ খ্রিস্টাব্দ
  • (গ) ৯০০-১২০০ খ্রিস্টাব্দ
  • (ঘ) ৯০০-১১৫০ খ্রিস্টাব্দ

৩৩। প্রাচীন বাংলার নিদর্শন কোথায় রয়েছে?

  • (ক) চর্যাগীতিতে 
  • (খ) শ্রীকৃষ্ণকীর্তনে
  • (গ) বেদে
  • (ঘ) মঙ্গলকাব্যে

৩৪। আনুমানিক ১২০০ – ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কী বলা হয় ?

  • (ক) প্রাচীন যুগ
  • (খ) মধ্যযুগ
  • (গ) অন্ধকারাচ্ছন্ন যুগ বা পর্ব
  • (ঘ) প্রাচ্য মধ্যযুগ বা পর্ব

৩৫। মধ্যবাংলার সময়কাল হল আনুমানিক –

  • (ক) ১৩৫০ খ্রিস্টাব্দ – ১৭৬০ খ্রিস্টাব্দ
  • (খ) ১৩৫০ খ্রিস্টাব্দ – ১৫০০ খ্রিস্টাব্দ
  • (গ) ১৩৫০ খ্রিস্টাব্দ – ১৪৫০ খ্রিস্টাব্দ 
  • (ঘ) ১৩৫০ খ্রিস্টাব্দ – ১৪৭৫ খ্রিস্টাব্দ

৩৬। মধ্য বাংলা পর্বের দুটি ভাগের মধ্যে আদি মধ্য বাংলা পর্বের আনুমানিক সময়কাল হল –

  • (ক) ১৩৫০ খ্রিস্টাব্দ – ১৫৫০ খ্রিস্টাব্দ 
  • (খ) ১৩৫০ খ্রিস্টাব্দ – ১৪৫০ খ্রিস্টাব্দ
  • (গ) ১৩৫০ খ্রিস্টাব্দ – ১৫০০ খ্রিস্টাব্দ 
  • (ঘ) কোনোটিই নয়

৩৭। মধ্য বাংলা পর্বের অন্ত্য মধ্য বাংলা পর্বের আনুমানিক সময়কাল হল –

  • (ক) ১৫০০ খ্রিস্টাব্দ – ১৬০০ খ্রিস্টাব্দ  
  • (খ) ১৫০০ খ্রিস্টাব্দ – ১৭৬০ খ্রিস্টাব্দ 
  • (গ) ১৫০০ খ্রিস্টাব্দ – ১৬৬০ খ্রিস্টাব্দ
  • (ঘ) কোনোটাই নয়

৩৮। আদিমধ্য পর্বের বাংলার নিদর্শন হল –

  • (ক) ভাগবত
  • (খ) মহাভারত
  • (গ) শ্রীকৃষ্ণকীর্তন
  • (ঘ) কোনোটাই নয়

৩৯। অন্ত্যমধ্য পর্বের বাংলার নিদর্শন হল –

  • (ক) চর্যাপদ
  • (খ) ভাগবত
  • (গ) শ্রীকৃষ্ণকীর্তন
  • (ঘ) মঙ্গলকাব্য

৪০। আধুনিক বাংলার আনুমানিক সময়কাল হল –

  • (ক) ১৭৬০ খ্রিস্টাব্দ – ১৮০০ খ্রিস্টাব্দ
  • (খ) ১৭৬০ খ্রিস্টাব্দ – ১৯০০ খ্রিস্টাব্দ 
  • (গ) ১৭৬০ খ্রিস্টাব্দ – ১৯৫০ খ্রিস্টাব্দ 
  • (ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দ – বর্তমান কাল পর্যন্ত

৪১। আধুনিক বাংলার নিদর্শন হল –

  • (ক) রামমোহনের সাহিত্য
  • (গ) মিশনারীদের সাহিত
  • (খ) রবীন্দ্রনাথের সাহিত্য
  • (ঘ) বাঙালির মুখের ভাষা

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা একাদশ শ্রেণী বাঙালীর ভাষা ও সংস্কৃতি MCQ ANSWER

১ -গ২ -খ৩ -ঘ৪ -খ৫ -খ
৬ -ক৭ -ক৮ -ক৯ -গ১০ -খ
১১ -গ১২ -ক১৩ -খ১৪ -গ১৫ -ক
১৬ -খ১৭ -খ১৮ -গ১৯ -খ২০-ক
২১-গ২২-ক২৩-খ২৪-ঘ২৫-ক
২৬-গ২৭-খ২৮-খ২৯-ক৩০-ঘ
৩১ -খ৩২-গ৩৩-ক৩৪-গ৩৫-ক
৩৬-গ৩৭-খ৩৮-গ৩৯-ঘ৪০-ঘ
৪১-ঘ

Leave a Comment