(MCQ) লৌকিক সাহিত্যের নানা দিক: একাদশ শ্রেণী বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি (প্রথম পর্ব পঞ্চম অধ্যায়)

লৌকিক সাহিত্যের নানা দিক একাদশ শ্রেণী বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি (প্রথম পর্ব পঞ্চম অধ্যায়) MCQ Question Answer

লৌকিক সাহিত্যের নানা দিক একাদশ শ্রেণী বাঙ্গালীর ভাষা ও সংস্কৃতি Mcq Question Answer

১। লোকসাহিত্য হল –

(ক) লোক দ্বারা সৃষ্ট সাহিত্য

(খ) লোকসাহিত্য

(গ) আদিবাসীদের সাহিত্য

(ঘ) কোনোটাই নয়

২। লোকসাহিত্যের সবচেয়ে বড়ো বিশেষত্ব হল –

(ক) লিখিত রূপ

(খ) অলিখিত রূপ

(গ) উচ্চতর রূপ

(ঘ) মানবিক রূপ

৩। লোকসাহিত্যের রচয়িতাগণ সাধারণত কোন কাব্যগত প্রসাধন কলার রীতি পদ্ধতি মেনে চলতে বাধ্য নন –

(ক) ছন্দ-অলংকার

(খ) পাঠ্যশৈলী

(গ) অনুপ্রাস-যমক

(ঘ) কোনোটাই নয়

৪। লোকসাহিত্যের সিদ্ধরস হল –

(ক) আদি রস 

(খ) মধুর রস

(গ) শান্ত রস

(ঘ) উদ্ধট রস

৫। লোকসাহিত্যের কোন ক্ষমতা অসাধারণ?

(ক) সঞ্চরণ

(খ) স্থায়ী

(গ) লিখিত

(ঘ) কোনোটাই নয়

৬। লোকসাহিত্যের কিছু উপকরণ সংগৃহীত ও গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 

(ক) ১৮৩০ খ্রিস্টাব্দ

(খ) ১৮৩১ খ্রিস্টাব্দ

(গ) ১৮৩২ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮৩৩ খ্রিস্টাব্দ

৭। ১৮৩২ খ্রিস্টাব্দে প্রকাশিত লোকসাহিত্য গ্রন্থটির সংগ্রাহক ছিলেন –

(ক) পাদ্রী লঙ 

(খ) রেভারেন্ড উইলিয়ম মর্টন

(গ) জন লঙ

(ঘ) এঁদের কেউ নন

৮। রেভারেন্ড উইলিয়ম মর্টন -এর প্রবাদ সংগ্রহের গ্রন্থটির নাম ছিল –

(ক) দৃষ্টান্ত বাক্য সংগ্রহ 

(খ) দৃষ্টান্ত সংগ্রহ

(গ) বাক্য সংগ্রহ

(ঘ) প্রবাদ

৯। রেভারেন্ড জেমস্ ল দু-হাজার প্রবাদ সংগৃহীত গ্রন্থপ্রকাশ করেন কত সালে?

(ক) ১৮৬৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৯ খ্রিস্টাব্দে

১০। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘লোকসাহিত্য’ গ্রন্থটির প্রকাশকাল হল –

(ক) ১৩১৪ বঙ্গাব্দ

(খ) ১৩১৫ বঙ্গাব্দ

(গ) ১৩১৬ বঙ্গাব্দ

(ঘ) ১৩১৭ বঙ্গাব্দ

১১। রবীন্দ্রনাথের প্রথম লোকসাহিত্য সমালোচনামূলক প্রবন্ধের নাম হল –

(ক) ছড়া

(খ) ছেলেভুলানো ছড়া

(গ) কবিসংগীত

(ঘ) কবিগান

১২। রবীন্দ্রনাথ ‘ছেলেভুলানো ছড়া’ প্রবন্ধটি লেখেন কত সালে ?

(ক) ১৩০১ বঙ্গাব্দে

(খ) ১৩০০ বঙ্গাব্দে

(গ) ১৩০২ বঙ্গাব্দে

(ঘ) ১৩০৩ বঙ্গাব্দে

১৩। রবীন্দ্রনাথের বাংলা লোকসাহিত্য চর্চার সূত্রপাত কোন পত্রিকায় ?

(ক) পরিচয় 

(খ) সবুজপত্র

(গ) ভারতী

(ঘ) সাধনা

১৪। ‘ভাঁজো’ পূজা উপলক্ষ্যে প্রচলিত ছড়া কোন প্রদেশে প্রচলিত?

(ক) বাঁকুড়া

(খ) মেদিনীপুর

(গ) বর্ধমান

(ঘ) চব্বিশ পরগনা

১৫। প্রথম বাংলা ছড়ার সংকলকের নাম কী?

(ক) রবীন্দ্রনাথ

(খ) আশুতোষ মুখোপাধ্যায়

(গ) বসস্তরখান রায়

(ঘ) লাল রায়

১৬। আশুতোষ মুখোপাধ্যায়ের রচিত ছড়ার গ্রন্থটির নাম হল –

(ক) ছেলেভুলানো ছড়া

(খ) খুকুমনির ছড়া

(গ) ছড়া

(ঘ) পল্লীসংগীত

১৭। আগাডোম বাগাডোম ঘোড়াডোম সাজে’, ছড়াটির সংগ্রহীতা হলেন –

(ক) আশুতোষ ভট্টাচার্য

(খ) কুঞ্জলাল রায়

(গ) বসন্তরঞ্জন রায়

(ঘ) অম্বিকাচরণ গুপ্ত

১৮। ‘ঘুম পাড়ানি মাসী পিসি ঘুম দিয়ে যেও’, ছড়াটির সংগ্রহীতা হলেন –

(ক) অম্বিকাচরণ গুপ্ত

(খ) বসন্তরঞ্জন রায়

(গ) আশুতোষ ভট্টাচার্য

(ঘ) কুঞ্জলাল রায়

১৯। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ছড়াটির সংগ্রহীতা হলেন – 

(ক) অম্বিকাচরণ গুপ্ত

(খ) অবিনাশ দাস

(গ) কুঞ্জলাল রায়

(ঘ) রামেন্দ্রসুন্দর

২০। ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান’, ছড়াটির সংকলক হলেন –

(ক) অবিনাশ দাস

(খ) নিত্যানন্দবিনোদ গোস্বামী

(গ) কুঞ্জলাল রায়

(ঘ) রামেন্দ্রসুন্দর

২১। কত সালে লোকসাহিত্যের কিছু উপকরণ সংগৃহীত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয়?

(ক) ১৮৩০ 

(খ) ১৮৩২

(গ) ১৮২৯

(ঘ) ১৮৩১

২২। প্রথম বাংলা সংকলকের নাম হল –

(ক) আশুতোষ মুখোপাধ্যায়। 

(খ) রবীন্দ্রনাথ

(গ) বসন্ত রায়

(ঘ) সুভাষ ব্যানার্জী

২৩। ছড়া প্রধানত কাদের জন্য রচিত?

(ক) পুরুষদের

(খ) মহিলাদের 

(গ) শিশুদের

(ঘ) কারোর জন্য নয়

২৪। বাংলা ধাঁধার প্রথম সংগ্রাহক হলেন –

(ক) মুনশি আবদুল করিম

(খ) বন্দোপাধ্যায় 

(গ) রেভারেন্ড লঙ

(ঘ) নবীনচন্দ্র দত্ত

২৫। ‘প্রহেলিকা’র সংজ্ঞা প্রথম দিয়েছিলেন –

(ক) ড. তিমিরবরণ চক্রবর্তী

(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

(গ) উইলিয়াম কেরি

(ঘ) বিদ্যাসাগর

২৬। ‘প্রহেলিকা’র সংজ্ঞা দিয়েছিলেন কোন গ্রন্থে?

(ক) বত্রিশ সিংহাসনে

(খ) মায়াকাননে

(গ) প্রবোধ চন্দ্রিকায় 

(ঘ) কোনোটাই নয়

২৭। ধাঁধা প্রকাশিত হয়েছে এমন একটি পত্রিকা হল – 

(ক) হেঁয়ালী রহস্য

(খ) সখা

(গ) হেঁয়ালী

(ঘ) ধাঁধার ছড়া

২৮। ‘সখা’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) শিবনাথ শাস্ত্রী

(খ) প্রমদাচরণ সেন

(গ) নবীনচন্দ্র দত্ত

(ঘ) অনুকূলচন্দ্র গুপ্ত

২৯। ‘সখা’ পত্রিকার প্রকাশকাল ছিল –

(ক) ১৮৮০-১৮৮৭ খ্রিস্টাব্দ

(খ) ১৮৮১ ১৮৮৭ খ্রিস্টাব্দ

(গ) ১৮৮৩-১৮৮৭ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮৮৪-১৮৮৭ খ্রিস্টাব্দ

৩০। ‘শ্রীহট্টের পঁই’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধের রচয়িতা হলেন –

(ক) দ্বারকানাথ চৌধুরী 

(খ) বসন্তকুমার চট্টোপাধ্যায় 

(গ) আশুতোষ মিত্র

(ঘ) সুশান্ত হালদার

৩১। “পঁই” শব্দের অর্থ শ্রীহট্টে বোঝায় –

(ক) পুঁই 

(খ) মানুষ

(গ) হেঁয়ালী

(ঘ) কোনোটাই নয়

৩২। ‘পশ্চিম সীমান্ত বঙ্গের ধাঁধা’ প্রবন্ধটির রচয়িতা হলেন 

(ক) ড. আশুতোষ ভট্টাচার্য

(খ) ড. সুভাষ বন্দ্যোপাধ্যায় 

(গ) ভবতারণ দত্ত

(ঘ) সুশীলকুমার ভট্টাচার্য

৩৩। ‘আনারস’ বিষয়ক ধাঁধা কোন জেলা থেকে সংগৃহীত?

(ক) মেদিনীপুর

(খ) বীরভূম

(গ) চব্বিশ পরগনা

(ঘ) হাওড়া

৩৪। সাঁওতালী ভাষায় ধাঁধা বা হেঁয়ালী কোন নামে পরিচিত?

(ক) রহস্য

(খ) ধোঁয়াশা

(গ) কুদুম

(ঘ) অর্ধস্ফুট 

৩৫। ‘কোচবিহারের হেঁয়ালী’ প্রবন্ধটির রচয়িতা হলেন –

(ক) আবদুল করিম সাহিত্য বিশারদ

(খ) প্রভাসচন্দ্র ভট্টাচার্য

(গ) রাজকুমার কাব্যভূষণ

(খ) মোক্ষদাচরণ ভট্টাচার্য

৩৬। শ্রীহট্টে হেঁয়ালীকে বলে –

(ক) ছই

(খ) মই

(গ) হেঁই

(ঘ) পঁই

৩৭। পশ্চিম সীমান্ত বঙ্গের ধাঁধা প্রবন্ধটির রচয়িতা হলেন –

(ক) সুভাষ বন্দ্যোপাধ্যায় 

(খ) ড. আশুতোষ ভট্টাচার্য

(গ) অজিত বেরা

(খ) সুশান্ত হালদার

৩৮। জেতোড় সমাজের ধাঁধাগুলি –

(ক) বড়ো বড়ো

(খ) মাঝারি

(গ) ছোটো ছোটো ও ছন্দোবদ্ধ 

(ঘ) বড়ো ও ছন্দবন্ধ

৩৯। জেতোড় সমাজের ধাঁধাগুলি বিশেষ লক্ষণীয় কোন্ ব্যবহারে?

(ক) শ্লেষ

(খ) রূপক ও উপমা 

(গ) ব্যঞ্জনা

(ঘ) শ্লেষ ও ব্যঞ্জনা

৪০। জেতোড় সমাজের প্রচলিত ধাঁধায় ভাষার ত্রুটি কারণ –

(ক) জনগোষ্ঠী নিরক্ষর

(খ) জনগোষ্ঠী কর্মব্যস্ত

(গ) জনগোষ্ঠী অলস

(ঘ) জনগোষ্ঠী শিক্ষিত

৪১। ‘এক বুড়ির গায়ে খোস’ – ধাঁধাটি কী বিষয়ক ?

(ক) প্রাণী

(খ) প্রকৃতি

(গ) মানব

(ঘ) বিবিধ

৪২। ‘পাইখ’ কিন্তু হাঁইটে সদা, বলো এবার কী? – ধাঁধাটি কী বিষয়ক ?

(ক) মানব

(খ) প্রকৃতি 

(গ) বিবিধ

(ঘ) প্রাণী

৪৩। ‘মুই তুই দুই ভাই, আসি আসি আর যাই’ – ধাঁধাটি কী বিষয়ক ?

(ক) প্রাণী 

(খ) মানব

(গ) বিবিধ

(ঘ) প্রকৃতি

৪৪। কালো গাইয়ের দুধটি মিঠা/ষোলশো গোপিনীর একটি পিঠা’ – ধাঁধাটি কী বিষয়ক ?

(ক) প্রকৃতি 

(খ) প্রাণী 

(গ) বিবিধ

(ঘ) মানব

৪৫। জেতোড় সমাজের ধাঁধাগুলির বিশেষত্ব –

(ক) রূপক ব্যবহারে 

(খ) উপমা ব্যবহারে 

(গ) রূপক ও উপমা ব্যবহারে

(ঘ) কোনোটাই নয়

৪৬। বাংলা প্রবাদ চর্চার সূত্রপাত করেছিলেন –

(ক) উইলিয়াম কেরি

(খ) রেভারেন্ড উইলিয়াম মর্টন

(গ) রবীন্দ্রনাথ

(ঘ) এন্ডার্সন

৪৭। বাংলা প্রবাদ চর্চার ইতিহাসে সর্বপ্রাচীন গ্রন্থটির নাম –

(ক) কবিতা-রত্নাকর

(খ) প্রবাদমালা

(গ) প্রবাদসংগ্রহ

(ঘ) প্রধানতত্ত্ব

৪৮। ‘Bengali Proverb’ গ্রন্থটির প্রকাশক কে?

(ক) উইলিয়াম মর্টন

(খ) জেমস লঙ্

(গ) মার্শম্যান

(ঘ) কেউই নন

৪৯। ‘প্রবাদমালা’ গ্রন্থটির প্রণেতা হলেন –

(ক) দীনেন্দ্র রায়

(খ) মার্শম্যান

(গ) রেভারেন্ড কে. কে. জি সরকার

(ঘ) রেভারেন্ড লঙ্

৫০। ‘প্রবাদমালা’ গ্রন্থটি প্রকাশিত হয় –

(ক) ১৮৬৮ খ্রিস্টাব্দ

(খ) ১৮৬৯ খ্রিস্টাব্দ

(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দ 

(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দ

৫১। ‘প্রবাদসংগ্রহ’ গ্রন্থটির সংগ্রাহক হলেন –

(ক) বলেন্দ্রনাথ ঠাকুর

(খ) নীলকণ্ঠ মুখোপাধ্যায়

(গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

(ঘ) কানাইলাল ঘোষাল

৫২। বাংলা প্রবাদ সংকলনে একটি উল্লেখযোগ্য পত্রিকা হল –

(ক) বামাবোধিনী

(খ) পরিচয়

(গ) সবুজপত্র

(ঘ) বঙ্গদর্শন

৫৩। ‘ভারতচন্দ্রের কবিতায় প্রবচন’ শীর্ষক প্রবন্ধটির রচয়িতা ছিলেন –

(ক) ড. সুকুমার সেন

(খ) বিধুভূষণ শীল

(গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য

(ঘ) হরিহর শেঠ

৫৪। “প্রবাদ মানে সারগর্ভ সদুক্তি’ – কার উক্তি?

(ক) ড. আশুতোষ ভট্টাচার্য 

(খ) সুকুমার সেন।

(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(ঘ) সত্যরঞ্জন সেন

৫৫। বাংলা প্রবাদের আলোচনায় একটি স্মরণীয় নাম হল –

(ক) সুশীলকুমার দে

(খ) তারাশংকর বন্দ্যোপাধ্যায়

(গ) হরপ্রসাদ শাস্ত্রী

(ঘ) রামমোহন রায়

৫৬। সুশীলকুমার দে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রবাদের আলোচনা করেছেন ?

(ক) পরিচয়

(খ) সবুজপত্র

(গ) শনিবারের চিঠি

(ঘ) বঙ্গদর্শন

৫৭। সাপও — লাঠিও — না।

(ক) মরল, ভাঙল

(খ) গেল, ভাঙল

(গ) গেল, ভেঙে

(ঘ) যাবে, ভাঙবে

৫৮। যা নেই — তা নেই — ।

(ক) বাংলায়, ভারতে

(খ) ভারতে, বাংলায়

(গ) ভারতে, ভারতে

(ঘ) বঙ্গে, ভঙ্গে

৫৯। নাই মামার চেয়ে — মামা ভালো।

(ক) অন্ধ

(খ) সোনা

(গ) বোকা

(ঘ) কানা

৬০। প্রবাদের প্রধান উপজীব্য হল –

(ক) পুরুষ

(খ) সমাজ

(গ) ধর্ম

(ঘ) নারী

৬১। ঢেঁকি স্বর্গে গিয়েও কি ভানে? 

(ক) চাল

(খ) ধান

(গ) কল

(ঘ) কোনোটাই নয়

৬২। বাংলায় এখনও পর্যন্ত প্রায় কত হাজার প্রবাদ সংগৃহীত হয়েছে?

(ক) দশ

(খ) এগারো

(গ) বারো

(ঘ) তেরো

৬৩। “চিড়ে বল বুড়ি বল ভাতের বাড়া নাই/পিসি বল মাসি বল — বাড়া নাই।”

(ক) বাপের

(খ) মায়ের

(গ) দাঁতের

(ঘ) সোনার

৬৪। বাংলা প্রবাদের আলোচনায় একটি স্মরণীয় নাম হল –

(ক) রবীন্দ্রনাথ

(খ) সুশীল কুমার দে

(গ) আশুতোষ ভট্টাচার্য

(ঘ) কোনোটাই নয়

৬৫। প্রবাদের বিষয়বস্তু মূলত –

(ক) মানুষ 

(খ) নারী

(গ) লোকচরিত্র

(ঘ) দেব-দেবী

৬৬। কৃষি সংক্রান্ত প্রবাদকে বলে –

(ক) দেবতার বচন

(খ) দেবীর বচন

(গ) খনার বচন

(ঘ) পুরুষের বচন

৬৭। বাংলা প্রবাদের ক্ষেত্র হল –

(ক) মানুষ

(খ) গার্হস্থ্যজীবন

(গ) নার-নারী

(ঘ) সমাজ

৬৮। কোন প্রবাদগুলির কেবল বাচ্যার্থ পাওয়া যায়?

(ক) কৃষি

(খ) জলবায়ু 

(গ) স্বাস্থ্য

(ঘ) কৃষি, জলবায়ু ও স্বাস্থ্য 

৬৯। বাংলায় সংগৃহীত প্রাচীনতম লোককথা কোন খ্রিস্টাব্দের পূর্ববর্তী কালের?

(ক) ১৭৮৪ খ্রিস্টাব্দ 

(খ) ১৭৮৩ খ্রিস্টাব্দ

(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দ

(ঘ) ১৭৮৬ খ্রিস্টাব্দ

৭০। বাংলায় প্রথম বাংলা লোককথার প্রকাশক হলেন –

(ক) উইলিয়াম কেরি 

(খ) মৃত্যুপ্রয় বিদ্যালংকার 

(গ) মলয় বসু

(ঘ) রবীন্দ্রনাথ

৭১। ‘ঠাকুরমার ঝুলি’ গল্পের সংকলক হলেন –

(ক) সুকুমার সেন 

(খ) দীনেশচন্দ্র

(গ) দক্ষিণারঞ্জন

(ঘ) রক্ষিমচন্দ্র

৭২। ‘ছেলে ভুলানো গল্পের তরঙ্গ’ গ্রন্থটির সংকলক হলেন – 

(ক) ড. সুকুমার সেন 

(খ) ড. আশুতোষ ভট্টাচার্য

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

৭৩। ‘উপকথা’র পুস্তক সংকলয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল –

(ক) হরপ্রসাদ শাস্ত্রী

(খ) জ্ঞানেন্দ্রশশী গুপ্ত 

(গ) সুশীলবালা

(ঘ) এঁরা কেউ নন

৭৪। ‘টুনটুনির বই’ গ্রন্থটির রচয়িতা কে?

(ক) দক্ষিণারঞ্জন 

(খ) রবীন্দ্রনাথ

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

৭৫। রূপকথার গল্পের চরিত্রগুলি হয় –

(ক) বাস্তব 

(খ) অতিপ্রাকৃত

(গ) প্রাকৃত

(ঘ) পশুসম্বন্ধীয়

৭৬। রূপকথার কাহিনিগুলি হল –

(ক) ছোটো

(খ) বড়ো

(গ) খুব ছোটো

(ঘ) বেশ বড়ো

৭৭। ‘কেরীর ইতিহাসমালা’ গ্রন্থটি ইতিহাস গ্রন্থ নয় বরং এটি –

(ক) ব্যাখ্যা

(খ) গল্পসংকলন

(গ) টীকা

(ঘ) কথোপকথন

৭৮। ‘রাক্ষস-খোক্ষস’ গ্রন্থটি সংকলন করেছিলেন –

(ক) ড. আশুতোষ ভট্টাচার্য

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) সুকুমার সেন

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৭৯। ‘রাক্ষস-খোক্ষস’ গ্রন্থটির প্রকাশকাল হল –

(ক) ১৩০৪ বঙ্গাব্দ

(খ) ১৩০৫ বঙ্গাব্দ

(গ) ১৩০৬ বঙ্গাব্দ

(ঘ) ১৩০৭ বঙ্গাব্দ

৮০। ‘ঠাকুরমার ঝুলি’ গ্রন্থটির প্রকাশকাল হল –

(ক) ১৩১৪ বঙ্গাব্দ

(খ) ১৩১৩ ব্যাপ

(গ) ১৩১২ বঙ্গাব্দ

(ঘ) ১৩১১ বঙ্গাব্দ

৮১। বাংলা লোককাহিনি কোথা থেকে গ্রহণ করা হয়েছে?

(ক) বেদ

(খ) পুরাণ

(গ) জাতক কাহিনি

(ঘ) কোনোটাই নয়

৮২। ‘ঠাকুরদাদার রূপকথা’ গ্রন্থটির লেখক হলেন –

(ক) দক্ষিণারান 

(খ) কালীমোহন ভট্টাচার্য

(গ) রবীন্দ্রনাথ

(ঘ) আশুতোষ ভট্টাচার্য

৮৩। ‘ইতিহাসমালা’ গ্রন্থে কিসের গল্প রয়েছে?

(ক) পঞ্চতন্ত্রের

(গ) মহাভারতের

(খ) রামায়ণের

(ঘ) বেদের

Leave a Comment