fbpx

মৃদুল দাশগুপ্ত

বাঙালি কবি ও সাংবাদিক মৃদুল দাশগুপ্ত। মৃদুল দাশগুপ্তের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে।

জন্ম ৩ এপ্রিল ১৯৫০ খ্রিস্টাব্দ
পিতামাতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত ও সান্ত্বনা দাশগুপ্ত
পেশা সাংবাদিক ও সাহিত্যিক
বিখ্যাত কাব্যগ্ৰন্থ সূর্যাস্তে নির্মিত গৃহ
রবীন্দ্র পুরস্কার ২০১২ খ্রিস্টাব্দ
মৃদুল দাশগুপ্ত

মৃদুল দাশগুপ্ত জীবনী

ভূমিকা :- মৃদুল দাশগুপ্ত ছিলেন একজন বাঙালি কবি ও সাংবাদিক। তিনি ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় লেখক, কবি ও সাংবাদিক।

জন্ম ও পিতৃপরিচয় :-

১৯৫০ খ্রিস্টাব্দের ৩ এপ্রিল কবি মৃদুল দাশগুপ্ত হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্ৰহণ করেন।তার পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত ও মা সান্ত্বনা দাশগুপ্ত।

শিক্ষাজীবন :-

কবি মৃদুল দাশগুপ্তের তাঁর প্রাথমিক শিক্ষা পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিকের পাঠ শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউটে। কলেজীয় শিক্ষা উত্তরপাড়া প্যারীমোহন কলেজে। 

কর্মজীবন :-

তাঁর সাংবাদিকতা জীবনের শুরু হয় সাপ্তাহিক পরিবর্তন পত্রিকায়। পরে কাজ করেছেন যুগান্তর ও আজকাল পত্রিকাতেও।

সাহিত্য সাধনা :-

তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘জলপাই কাঠের এসরাজ’ ১৯৮০ সালে প্রকাশিত হয়। কবি জীবনের প্রথমে শীর্ষবিন্দু, বেলাভূমি, ভাইরাস, কৃত্তিবাস, কয়েকজন ইত্যাদি পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হত।

রচনাসম্ভার :-

মৃদুল দাশগুপ্ত মূলত কবি। ছোটোদের জন্য ছড়া ও বড়োদের জন্য গদ্যও লিখেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ‘জলপাই কাঠের এসরাজ’ (১৯৮০), ‘এভাবে কাঁদে না’ (১৯৮৬), ‘গোপনে হিংসার কথা বলি’ (১৯৮৮), ‘নির্বাচিত কবিতা’ (১৯৯৯), ‘ধানখেত থেকে’ (২০০৭), ‘সূর্যাস্তে নির্মিত গৃহ’, ‘সোনার বদ্বুদ’, ‘সাতপাঁচ’, ‘আমপাতা জামাপাতা’, ‘রঙিন ছড়া’। তাঁর লেখা ছোটোদের জন্য ছড়াগ্রন্থ হল ‘ঝিকিমিকি ঝিরিঝিরি’ (১৯৯৭), ‘ছড়া পঞ্চাশ (২০০১)। ‘কবিতা সহায়’ নামে গদ্য রচনাটি প্রকাশিত হয় ২০০২ খ্রিস্টাব্দে।

পুরস্কার ও সম্মাননা :-

মৃদুল দাশগুপ্ত ২০০০ সালে সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থের জন্য বাংলা অ্যাকাডেমী পুরস্কার পান। ২০০০ সালেই তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পান ও ২০১২ সালে সোনার বুদ্বুদ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন।

উপসংহার :-

মৃদুল দাশগুপ্ত বাংলা কাব্যজগতে একজন অগ্রগণ্য কবি। কবি হিসেবে তিনি শক্তিমান, প্রতিবাদী, স্পষ্টবাক।

  1. মৃদুল দাশগুপ্ত কবে কোথায় জন্মগ্রহণ করেন?

    – ৩ এপ্রিল ১৯৫০ খ্রিস্টাব্দে হুগলি জেলার শ্রীরামপুরে

  2. মৃদুল দাশগুপ্তের পিতামাতার নাম কি?

    – পিতা জ্যোৎস্না দাশগুপ্ত ও মা সান্ত্বনা দাশগুপ্ত

  3. কোন কাব্যগ্রন্থের জন্য মৃদুল দাশগুপ্ত বাংলা অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন?

    – ‘সুর্যাস্তে নির্মিত গৃহ’

  4. মৃদুল দাশগুপ্ত কবে রবীন্দ্র পুরস্কার লাভ করেন?

    – ২০১২ সালে

Leave a Comment